মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৭৪৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৭. প্রথম অনুচ্ছেদ - হাসি
৪৭৪৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি কখনও নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসিতে দেখি নাই যে, অট্টহাসিতে তাঁহার মুখগহ্বর ও কণ্ঠতালু পর্যন্ত দেখিতে পাই; বরং তিনি কেবল মুচকি হাসিতেন। -বুখারী
كتاب الآداب
بَابُ الضِّحْكِ: الْفَصْل الأول
عَن عائشةرضي اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَجْمِعًا ضَاحِكًا حَتَّى أَرَى مِنْهُ لَهَوَاتِهِ إِنَّمَا كَانَ يتبسم. رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ৪৭৪৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৭. প্রথম অনুচ্ছেদ - হাসি
৪৭৪৬। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ আল্‌-বাজালী (রাঃ) বলেন, আমি যখন হইতে ইসলাম গ্রহণ করিয়াছি তখন হইতে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাঁহার নিকট আসিতে বাধা প্রদান করেন নাই। আর তিনি যখনই আমাকে দেখিতেন মৃদুভাবে মুচকি হাসিতেন। – মোত্তাঃ
كتاب الآداب
وَعَن جرير قَالَ: مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ وَلَا رَآنِي إِلَّا تَبَسَّمَ. مُتَّفق عَلَيْهِ
হাদীস নং: ৪৭৪৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৭. প্রথম অনুচ্ছেদ - হাসি
৪৭৪৭। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় ফজরের নামায আদায় করিতেন সেই জায়গা হইতে সূর্য উদিত না হওয়া পর্যন্ত উঠিতেন না। যখন সূর্য উদিত হইত তখন উঠিয়া দাড়াইতেন। (এই সময়) সাহাবা গণ জাহিলী যুগের কথাবার্তা আলোচনা করিতেন এবং হাসাহাসি করিতেন, কিন্তু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদুভাবে মুচকি হাসিতেন। —মুসলিম। তিরমিযীর এক বর্ণনায় আছে, সাহাবাগণ কবিতা, ছন্দ ইত্যাদিও আবৃত্তি করিতেন।
كتاب الآداب
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّة فيضحكون ويبتسم صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي: يتناشدون الشِّعْرَ