মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৬৭৭
details icon

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৭৭। কাতাদাহ্ (রঃ) বলেন, আমি হযরত আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করিললাম, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে 'মুসাফাহার' প্রচলন ছিল কি? তিনি বলিলেনঃ হ্যাঁ, ছিল। —বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৬৭৮
details icon

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৭৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহু ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী (রাঃ)-কে চুম্বন দিলেন, তখন তাঁহার কাছে হযরত আকরা' ইবনে হাবেস (তামিমী) উপস্থিত ছিলেন। আকরা (রাঃ) বলিলেন, আমার দশটি সন্তান আছে, আমি তাহাদের কাহাকেও কখনও চুমু দেই নাই, (এতদশ্রবণে) রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দিকে তাকাইলেন, অতঃপর বলিলেনঃ যে লোক দয়া করে না, তাহার প্রতিও দয়া করা হয় না। —মোত্তাঃ। গ্রন্থকার খতীবে বাগদাদী বলেন, আমরা অচিরেই হযরত আবু হুরায়রা (রাঃ) কর্তৃক বর্ণিত أثم لكع বাক্যবিশিষ্ট হাদীসটি ইন্‌শাআল্লাহ্ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের ফযীলত অধ্যায়ে উল্লেখ করিব। আর উক্ত বিষয়বস্তুর উপর হযরত উম্মে হানীর বর্ণিত হাদীসটি أمان -এর অধ্যায়ে উল্লেখ করা হইয়াছে ।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান