মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৬৭৪

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৪। হযরত আ’তা ইবনে ইয়াসার (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিল, আমি কি আমার মায়ের কাছে যাইতে অনুমতি চাহিব ? তিনি বলিলেনঃ হ্যাঁ। সে বলিল, আমি তো তাঁহার সঙ্গে একই ঘরে বাস করি। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। সে বলিল, আমি যে তাঁহার খাদেম। এইবারও হুযূর (ﷺ) বলিলেনঃ অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। তুমি কি ইহা পছন্দ করিবে যে, তুমি তাহাকে উলঙ্গ দেখিতে পাও ? সে বলিল, না। তখন তিনি বলিলেনঃ কাজেই অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। —মালেক মুরসাল হিসাবে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৬৭৫

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৫। হযরত আলী (রাঃ) বলেন, আমার জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট রাত্রে ও দিনে (সর্বদা) যাওয়ার অনুমতি ছিল। তবে আমি রাত্রির বেলায় তাঁহার নিকট গমন করিলে তিনি (অনুমতিস্বরূপ) গলা খাঁকড়াইতেন। – নাসাঈ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৬৭৬

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি প্রথমে সালাম (দ্বারা অনুমতি গ্রহণ) না করে তোমরা তাহাকে প্রবেশের অনুমতি দিও না। —বায়হাকী শো আবুল ঈমানে

তাহকীক:
তাহকীক চলমান