মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৪৬৭৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৪। হযরত আ’তা ইবনে ইয়াসার (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিল, আমি কি আমার মায়ের কাছে যাইতে অনুমতি চাহিব ? তিনি বলিলেনঃ হ্যাঁ। সে বলিল, আমি তো তাঁহার সঙ্গে একই ঘরে বাস করি। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। সে বলিল, আমি যে তাঁহার খাদেম। এইবারও হুযূর (ﷺ) বলিলেনঃ অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। তুমি কি ইহা পছন্দ করিবে যে, তুমি তাহাকে উলঙ্গ দেখিতে পাও ? সে বলিল, না। তখন তিনি বলিলেনঃ কাজেই অনুমতি লইয়াই তাহার কাছে যাইবে। —মালেক মুরসাল হিসাবে
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ عَطَاءٍ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَسْتَأْذِنُ عَلَى أُمِّي؟ فَقَالَ: «نَعَمْ» فَقَالَ الرَّجُلُ: إِنِّي مَعَهَا فِي الْبَيْتِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا» فَقَالَ الرَّجُلُ: إِنِّي خَادِمُهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَأْذِنْ عَلَيْهَا أَتُحِبُّ أَنْ تَرَاهَا عُرْيَانَةً؟» قَالَ: لَا. قَالَ: «فَاسْتَأْذِنْ عَلَيْهَا» . رَوَاهُ مَالِكٌ مُرسلاً
তাহকীক:
হাদীস নং: ৪৬৭৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৫। হযরত আলী (রাঃ) বলেন, আমার জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট রাত্রে ও দিনে (সর্বদা) যাওয়ার অনুমতি ছিল। তবে আমি রাত্রির বেলায় তাঁহার নিকট গমন করিলে তিনি (অনুমতিস্বরূপ) গলা খাঁকড়াইতেন। – নাসাঈ
كتاب الآداب
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ لِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَدْخَلٌ بِاللَّيْلِ وَمَدْخَلٌ بِالنَّهَارِ فَكُنْتُ إِذَا دخلتُ بِاللَّيْلِ تنحنح لي. رَوَاهُ النَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৬৭৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি প্রথমে সালাম (দ্বারা অনুমতি গ্রহণ) না করে তোমরা তাহাকে প্রবেশের অনুমতি দিও না। —বায়হাকী শো আবুল ঈমানে
كتاب الآداب
وَعَنْ
جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَأْذَنُوا لِمَنْ لَمْ يَبْدَأْ بالسلامِ» رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَأْذَنُوا لِمَنْ لَمْ يَبْدَأْ بالسلامِ» رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
তাহকীক: