মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৮৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৮। হযরত যারে' (রাঃ) হইতে বর্ণিত, তিনি আব্দুল কায়েস গোত্রীয় প্রতিনিধি দের দলভুক্ত ছিলেন। তিনি বলেন, আমরা যখন মদীনায় আগমন করি তখন তাড়াহুড়া করিয়া নিজেদের সওয়ারী হইতে অবতরণ করিলাম এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে ও পায়ে চুম্বন করিলাম। – আবু দাউদ
كتاب الآداب
وَعَن زارع

وَكَانَ فِي وَفْدِ عَبْدِ الْقَيْسِ قَالَ: لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ فَجَعَلْنَا نَتَبَادَرُ مِنْ رَوَاحِلِنَا فَنُقَبِّلُ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرجله. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

সলফে সালেহীন কদমবুচি তথা পদচুম্বনকে নিষেধ করিয়াছেন। কেননা, পদচুম্বন কালে সাধারণতঃ মাথা নত হইয়া যায়, যাহা শরীআতে নিষিদ্ধ। তবে হুযূর (ﷺ)-এর পদচুম্বনের ব্যাপার স্বতন্ত্র।
tahqiqতাহকীক:তাহকীক চলমান