মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৮৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৭। হযরত জা'ফর ইবনে আবু তালিব (রাঃ) হাবশা মুলক হইতে তাঁহার প্রত্যাবর্তন-ঘটনা প্রসঙ্গে বলেন, আমরা (হাবশা হইতে) রওয়ানা করিলাম, অবশেষে মদীনায় আসিয়া পৌঁছিলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমার সহিত সাক্ষাৎ করিলেন এবং আমার সাথে মু'আনাকা করিলেন। অতঃপর বলিলেনঃ আমি বলিতে পারিতেছি না যে, খায়বর বিজয় আমার নিকট বেশী আনন্দদায়ক, না কি জা'ফরের আগমন ? ঘটনাক্রমে খায়বর বিজয়ের সময় হযরত জাফরের প্রত্যাবর্তন হইয়াছিল।
كتاب الآداب
وَعَنْ

جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ فِي قِصَّةِ رُجُوعِهِ مِنْ أَرْضِ الْحَبَشَةِ قَالَ: فَخَرَجْنَا حَتَّى أَتَيْنَا الْمَدِينَةَ فَتَلَقَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَنَقَنِي ثُمَّ قَالَ: مَا أَدْرِي: أَنَا بِفَتْحِ خَيْبَرَ أَفْرَحُ أَمْ بِقُدُومِ جَعْفَرٍ؟ «. وَوَافَقَ ذَلِكَ فَتْحَ خَيْبَرَ. رَوَاهُ فِي» شَرْحِ السّنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান