মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৮৬
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৬। আমের শা'বী (রঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) হযরত জা'ফর ইবনে আবু তালিবের সহিত সাক্ষাতের সময় তাহাকে জড়াইয়া ধরিলেন এবং তাহার চক্ষু দ্বয়ের মাঝখানে চুম্বন দিলেন। –আবু দাউদ, বায়হাকী। ইমাম বায়হাকী শো'আবুল ঈমানে অত্র হাদীসটিকে মুরসাল হিসাবে বর্ণনা করিয়াছেন। আর মাসাবীহ্-এর কোন কোন কপিতে এবং শরহে সুন্নতে ‘বায়াযী’ হইতে মুত্তাসিল হিসাবে বর্ণিত হইয়াছে। ('বায়াযী' দ্বারা বায়াযা ইবনে আমের ইবনে যুরাইকের বংশধর বুঝানো হয়। তিনি হইলেন, আব্দুল্লাহ্ ইবনে জাবের আনসারী [রাঃ]।)
وَعَنِ
الشَّعْبِيِّ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَلَقَّى جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ فَالْتَزَمَهُ وقبَّلَ مابين عَيْنَيْهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» مُرْسَلًا
وَفِي بَعْضِ نُسَخِ «الْمَصَابِيحِ» وَفِي «شرح السّنة» عَن البياضي مُتَّصِلا
الشَّعْبِيِّ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَلَقَّى جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ فَالْتَزَمَهُ وقبَّلَ مابين عَيْنَيْهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» مُرْسَلًا
وَفِي بَعْضِ نُسَخِ «الْمَصَابِيحِ» وَفِي «شرح السّنة» عَن البياضي مُتَّصِلا
হাদীসের ব্যাখ্যা:
যখন মক্কায় মুসলমানদের উপর কাফের-মুশরিকদের অত্যাচার ও নির্যাতন চরমে পৌঁছিয়াছিল, তখন নবী (ﷺ) মুসলমানদিগকে আফ্রিকার হাবশা (ইথিওপিয়া) দেশে হিজরত করার অনুমতি প্রদান করিয়াছিলেন। যে কয়জন নারী-পুরুষ তথায় হিজরত করিয়াছিলেন হযরত জা'ফর ছিলেন তাঁহাদের অন্যতম। পরে নবী (ﷺ) ও মুসলমানরা যখন মদীনায় হিজরত করিলেন এই সংবাদ হাশায় পৌঁছিলে তাঁহারা তথা হইতে মদীনায় চলিয়া আসিলেন। তখন নবী (ﷺ) হযরত জা'ফর (রাঃ)-কে বুকে জড়াইয়া ধরিলেন এবং তাহার চক্ষুদ্বয়ের মাঝখানে চুম্বন করিলেন।
