মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৮৫
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৫। হযরত উসাইদ ইবনে হুযাইর (রাঃ) — যিনি ছিলেন আনসার গোত্রীয় তার সম্পর্কে বর্ণনাকারী বলেন, একদা তিনি লোকদের মধ্যে গল্প-গুজব করিতেছিলেন এবং তাহার স্বভাবে হাসি-ঠাট্টা ছিল, কাজেই তিনি লোকদেরকে হাসাইতে ছিলেন। এমন সময় নবী (ﷺ) এক খণ্ড কাঠি দ্বারা তাহার কোমরে খোচা দিলেন। তখন উসাইদ বলিলেন, আপনি আমাকে খোঁচা দিয়াছেন। সুতরাং আমাকে উহার প্রতিশোধ গ্রহণ করার সুযোগ দিন। তিনি বলিলেনঃ প্রতিশোধ গ্রহণ কর। উসাইদ বলিলেন, আপনার গায়ে তো জামা আছে অথচ আমার গায়ে জামা নাই। তখন নবী (ﷺ) গায়ের জামাটি তুলিয়া ধরিলেন। অমনি হযরত উসাইদ (রাঃ) তাঁহাকে জড়াইয়া ধরিলেন এবং তাঁহার পাশে চুম্বন দিতে লাগিলেন। আর বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। ইহাই আমার ইচ্ছা ছিল। — আবু দাউদ
وَعَن أُسَيدِ بن حُضَيرٍ - رَجُلٌ مِنَ الْأَنْصَارِ - قَالَ: بَيْنَمَا هُوَ يُحَدِّثُ الْقَوْمَ - وَكَانَ فِيهِ مُزَاحٌ - بَيْنَا يُضْحِكُهُمْ فَطَعَنَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَاصِرَتِهِ بِعُودٍ فَقَالَ: أَصْبِرْنِي. قَالَ: «أَصْطَبِرُ» . قَالَ: إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَيَّ قَمِيصٌ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَمِيصِهِ فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ قَالَ: إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رسولَ الله. رَوَاهُ أَبُو دَاوُد
