মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৮৪
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৪। হযরত ইকরামা ইবনে আবু জাহল (রাঃ) বলেনঃ যেই দিন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে, উপস্থিত হই তখন তিনি (আমাকে দেখিয়া ) বলি লেনঃ ‘হিজরতকারী সওয়ারের প্রতি মুবারকবাদ'। – তিরমিযী
وَعَن عكرمةَ بن أبي جهلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ جِئْتُهُ: «مَرْحَبًا بِالرَّاكِبِ الْمُهَاجِرِ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

হযরত ইকরামা ছিলেন ইসলামের চরম দুশমন আবু জাহলের পুত্র। তাহারা পিতা পুত্র উভয়ই রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি চরম শত্রুতা পোষণ করিত। ইকরামা ছিলেন প্রসিদ্ধ ঘোড়সওয়ার। মক্কা বিজয়ের দিন তিনি মক্কা হইতে পলায়ন করিয়া ইয়ামান দেশে আত্মগোপন করিয়াছিলেন। তাঁহার স্ত্রী উম্মে হাকীম বিনতে হারেস ইসলাম গ্রহণ করিয়া স্বামী ইকরামার জন্য নবী (ﷺ) হইতে নিরাপত্তা লইলেন। অতঃপর তাঁহার স্ত্রী ইয়ামান দেশ হইতে স্বামীকে লইয়া নবী (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলেন। এই সময় তাঁহাকে দেখিয়া নবী (ﷺ) উক্ত বাক্য দ্বারা তাঁহাকে সাদর সম্ভাষণ জানাইলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান