মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৮৩
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৩। আইউব ইবনে বুশাইর (রঃ) আনাযা গোত্রীয় এক ব্যক্তি হইতে বর্ণনা করিয়া ছেন। তিনি বলেন, আমি হযরত আবু যার (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন আপনাদের সহিত সাক্ষাৎ করিতেন তখন কি মুসাফাহা করিতেন? তিনি বলিলেন, আমি যখনই তাঁহার সহিত সাক্ষাৎ করিয়াছি তিনি তখনই আমার সহিত মুসাফাহা করিয়াছেন। একদা তিনি আমাকে ডাকিয়া পাঠাইলেন, কিন্তু আমি গৃহে ছিলাম না, পরে যখন আমি আসিলাম তখন আমাকে সংবাদটি জানানো হইল এবং আমি সঙ্গে সঙ্গেই তাঁহার খেদমতে উপস্থিত হইলাম। সেই সময় তিনি খাটের উপরে বসা ছিলেন। তখন তিনি আমাকে জড়াইয়া ধরিলেন এবং ইহা ছিল অতি উত্তম! অতি উত্তম !! –আবু দাউদ
وَعَنْ أَيُّوبَ بْنِ بُشَيْرٍ عَنْ رَجُلٍ مِنْ عَنَزةَ أنَّه قَالَ: قُلْتُ لِأَبِي ذَرٍّ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَافِحُكُمْ إِذَا لَقِيتُمُوهُ؟ قَالَ: مَا لَقِيتُهُ قَطُّ إِلَّا صَافَحَنِي وَبَعَثَ إِلَيَّ ذَاتَ يَوْمٍ وَلَمْ أَكُنْ فِي أَهْلِي فَلَمَّا جِئْتُ أُخْبِرْتُ فَأَتَيْتُهُ وَهُوَ عَلَى سَرِيرٍ فَالْتَزَمَنِي فَكَانَتْ تِلْكَ أَجْوَدَ وَأَجْوَدَ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, শুধু মুসাফাহা অপেক্ষা মু'আনাকা অনেক উত্তম ও আনন্দদায়ক। মহব্বত ও আন্তরিকতা প্রকাশের জন্য যে কোন সময় মু'আনাকা করা জায়েয। দূর-দূরান্ত হইতে আগমন করিলে মুআনাকা করিতে হইবে এমন কোন বাধ্য-বাধকতা নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৬৮৩ | মুসলিম বাংলা