মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৯০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯০। হযরত বারা ইবনে আযিব (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) (কোন এক যুদ্ধ হইতে) সর্বপ্রথম মদীনায় আগমন করিলে আমি তাহার সহিত (তাঁহার গৃহে প্রবেশ করিলাম। এই সময় তাঁহার কন্যা আয়েশা জ্বরে আক্রান্ত হইয়া শুইয়া ছিলেন। হযরত আবু বকর তাহার কাছে যাইয়া জিজ্ঞাসা করিলেন, হে বৎস! তুমি কি অবস্থায় আছ ? এই বলিয়া তিনি তাহার গালে চুম্বন করিলেন। –আবু দাউদ
كتاب الآداب
وَعَن البراءِ

قَالَ: دَخَلْتُ مَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أولَ مَا قدمَ المدينةَ فَإِذا عَائِشَة مُضْطَجِعَة قد أصابتها حُمَّى فَأَتَاهَا أَبُو بَكْرٍ فَقَالَ: كَيْفَ أَنْتِ يَا بُنَيَّةُ؟ وَقَبَّلَ خَدَّهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

মাতা-পিতা নিজের সন্তানদের চুম্বন করাকে قبلة المودة স্নেহের চুম্বন বলা হয়। শরীঅতে ইহা জায়েয।
tahqiqতাহকীক:তাহকীক চলমান