মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৯১
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯১। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) -এর কাছে একটি শিশু আনা হইল, তিনি শিশুটিকে চুম্বন করিলেন অতঃপর বলিলেনঃ তোমরা জানিয়া রাখ! এই সমস্ত শিশুরাই হইল কার্পণ্যতা ও ভীরুতার কারণ। এবং তাহারা হইল আল্লাহ্ তা'আলার দেওয়া সুগন্ধি। — শরহে সুন্নাহ্
وَعَنْ عَائِشَةَ
رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِصَبِيٍّ فَقَبَّلَهُ فَقَالَ: «أَمَا إِنَّهُمْ مَبْخَلَةٌ مَجْبَنَةٌ وَإِنَّهُمْ لَمِنْ ريحَان الله» . رَوَاهُ فِي «شرح السّنة»
رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِصَبِيٍّ فَقَبَّلَهُ فَقَالَ: «أَمَا إِنَّهُمْ مَبْخَلَةٌ مَجْبَنَةٌ وَإِنَّهُمْ لَمِنْ ريحَان الله» . رَوَاهُ فِي «شرح السّنة»
হাদীসের ব্যাখ্যা:
সুগন্ধির দ্বারা মানুষের অন্তরে যেরূপ প্রফুল্লতা অর্জিত হয়, তেমনিভাবে সন্তানের স্নেহ-মমতা ও আদর-সোহাগ বিশেষ করিয়া পিতা-মাতার অন্তরে পরিতৃপ্তি দান করে। আবার মানুষ সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য করিয়া তাহাদের জন্য সম্পদ সঞ্চয় করে ; আর নিজেকে কৃপণে পরিণত করে এবং জিহাদে অংশগ্রহণ করা হইতে বিরত থাকে।
