মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৯২
৩. তৃতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯২। হযরত ইয়া'লা (রাঃ) বলেন, একদিন হাসান ও হোছাইন (রাঃ) দৌড়াইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিলেন। তখন তিনি তাহাদের দুই জনকেই জড়াইয়া ধরিলেন এবং বলিলেনঃ সন্তান হইল কার্পণ্যতা ও কাপুরুষতার কারণ। – আহমদ
الْفَصْل الثَّالِث
عَن يعلى

قَالَ: إِنَّ حسنا وحُسيناً رَضِي الله عَنْهُم اسْتَبَقَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَمَّهُمَا إِلَيْهِ وَقَالَ: «إِنَّ الْوَلَدَ مَبْخَلَةٌ مجبنَةٌ» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, ইহাদের মধ্যে স্বভাবগত এই কারণ রহিয়াছে, তবে আল্লাহর হুকুমের মোকা বেলায় ইহাকে প্রাধান্য দেওয়া নিন্দনীয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান