মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৯৩
৩. তৃতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯৩। আ’তা খোরাসানী (রাযিয়াল্লাহু আনহু) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা পরস্পর মুসাফাহা কর, ইহাতে অন্তরের হিংসা-বিদ্বেষ দূরীভূত হইয়া যাইবে। আর পরস্পরের মধ্যে হাদিয়া আদান-প্রদান কর, ইহাতে ভালবাসা বৃদ্ধি পাইবে এবং বৈরিতা বিদূরিত হইবে। —মালেক। ইমাম মালেক হাদীসটি মুরসাল হিসাবে রেওয়ায়ত করিয়াছেন।
وَعَنْ عَطَاءٍ

الْخُرَاسَانِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَصَافَحُوا يَذْهَبِ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوا وَتَذْهَبِ الشَّحْنَاءُ» رَوَاهُ مَالِكٌ مُرْسَلًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৬৯৩ | মুসলিম বাংলা