মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৯৪
৩. তৃতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯৪। হযরত বারা ইবনে আযিব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি দ্বিপ্রহরের পূর্বে চার রাক'আত নামায আদায় করে, সে যেন তাহা ‘কদরের রাত্রে' আদায় করিল। আর দুই জন মুসলমান যখন পরস্পর মুসাফাহা করে, তখন তাহাদের সমস্ত গুনাহ্ ঝরিয়া যায়, ফলে কোন গুনাহ্ই অবশিষ্ট থাকে না । —বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنِ الْبَرَاءِ
بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الْهَاجِرَةِ فَكَأَنَّمَا صَلَّاهُنَّ فِي لَيْلَةِ الْقَدْرِ وَالْمُسْلِمَانِ إِذَا تَصَافَحَا لَمْ يَبْقَ بَيْنَهُمَا ذَنْبٌ إِلَّا سَقَطَ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الْهَاجِرَةِ فَكَأَنَّمَا صَلَّاهُنَّ فِي لَيْلَةِ الْقَدْرِ وَالْمُسْلِمَانِ إِذَا تَصَافَحَا لَمْ يَبْقَ بَيْنَهُمَا ذَنْبٌ إِلَّا سَقَطَ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
হাদীসের ব্যাখ্যা:
দ্বিপ্রহরের পূর্বে চার রাক'আত নামাযকে সালাতুয্ যোহা বা চাশতের নামায বলা হয়। আল্লাহর কালামে কদরের রাত্রিকে হাজার রাত্রির চাইতেও উত্তম বলা হইয়াছে। আর গুনাহ্ অর্থ ছগীরা গুনাহ্সমূহ।
