মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৪০৭
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪০৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন স্যাণ্ডেল (জুতা) পরিধান করিতে দেখিয়াছি, যাহাতে পশম ছিল না। -বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৪০৮
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪০৮। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যাণ্ডেলে দুইটি ফিতা ছিল। বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৪০৯
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪০৯। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক যুদ্ধে বলিতে শুনিয়াছি, তিনি বলেন: তোমরা জুতা বেশী বেশী ব্যবহার কর। কেননা, যে মানুষ যাবৎ জুতা ব্যবহার করে, সে যেন বাহনের উপরেই রহিয়াছে। মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৪১০
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমাদের কেহ যখন জুতা পরিধান করিবে, সে যেন ডান পা হইতে আরম্ভ করে, আর যখন খুলিবে, তখন যেন বাম পা হইতে শুরু করে। যাহাতে জুতা পরার সময় যেন ডান পা প্রথমে হয় এবং খোলার সময় উহা হয় শেষে। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৪১১
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের কেহ যেন এক পায়ে জুতা পরিয়া না চলে। হয়ত উভয় পা খালি রাখিবে অথবা উভয় পায়ে জুতা পরিবে। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৪১২
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১২। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যদি কাহারও জুতার ফিতা ছিঁড়িয়া যায়, সে যেন একখানা জুতা পরিয়া না চলে, যাবৎ না অপর জুতাখানার ফিতা ঠিক করিয়া লয় এবং সে একখানা মোজা পরিয়াও যেন না চলে। আর সে যেন তাহার বাম হাতে না খায় এবং একখানা কাপড় দ্বারা এহতেবা অবস্থায় না বসে এবং এক কাপড়ে যেন গোটা শরীরকে জড়াইয়া না রাখে। ——মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান