মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪০৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
২. প্রথম অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪০৯। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক যুদ্ধে বলিতে শুনিয়াছি, তিনি বলেন: তোমরা জুতা বেশী বেশী ব্যবহার কর। কেননা, যে মানুষ যাবৎ জুতা ব্যবহার করে, সে যেন বাহনের উপরেই রহিয়াছে। মুসলিম
كتاب اللباس
وَعَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ غَزَاهَا يَقُولُ: «اسْتَكْثِرُوا مِنَ النِّعَالِ فَإِنَّ الرَّجُلَ لَا يَزَالُ رَاكِبًا مَا انتعَلَ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
বাহন বা সওয়ারী যেমন কোন ব্যক্তিকে পথ চলার কষ্ট হইতে বাঁচাইয়া রাখে; তেমনি জুতাও তাহাকে পথের কষ্ট এবং কাঁটা কংকর হইতে নিরাপদে রাখে।