মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪১২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
২. প্রথম অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১২। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যদি কাহারও জুতার ফিতা ছিঁড়িয়া যায়, সে যেন একখানা জুতা পরিয়া না চলে, যাবৎ না অপর জুতাখানার ফিতা ঠিক করিয়া লয় এবং সে একখানা মোজা পরিয়াও যেন না চলে। আর সে যেন তাহার বাম হাতে না খায় এবং একখানা কাপড় দ্বারা এহতেবা অবস্থায় না বসে এবং এক কাপড়ে যেন গোটা শরীরকে জড়াইয়া না রাখে। ——মুসলিম
كتاب اللباس
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا انْقَطَعَ شِسْعُ نَعْلِهِ فَلَا يَمْشِ فِي نَعْلٍ وَاحِدَةٍ حَتَّى يُصْلِحَ شِسْعَهُ وَلَا يَمْشِ فِي خُفٍّ وَاحِدٍ وَلَا يأكلْ بِشمَالِهِ وَلَا يجتبي بِالثَّوْبِ الْوَاحِدِ وَلَا يَلْتَحِفِ الصَّمَّاءَ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

এহতেবা লুঙ্গী পরিহিত অবস্থায় পাছা যমীনে লাগাইয়া হাঁটুদ্বয় খাড়া করিয়া হস্তদ্বয় অথবা অন্য কাপড় দ্বারা উভয় হাঁটুকে জড়াইয়া বসা। ইহাতে সতর খুলিয়া যাওয়ার সম্ভাবনা থাকে। এলতেহাফুছ ছাম্মা—চাদরকে এমনভাবে জড়াইয়া পরা যে, উহার দুই মাথা বিপরীত দিকে দুই কাধে তুলিয়া দেওয়া যাহাতে হস্তদ্বয় চাদরের ভিতরে আটকা পড়িয়া যায়। ফলে উহা একদিকে দেখিতে বিশ্রী দেখায় এবং অপরদিকে নামাযের মধ্যে প্রয়োজনে হাত উঠানামা করা এবং সুন্নত মুতাবেক রুকু-সাজদা আদায় করা কষ্টকর হইয়া দাঁড়ায়। সুতরাং এইভাবে বসা ও চাদর পরিধান করা মাকুরূহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান