মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪১১
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
২. প্রথম অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের কেহ যেন এক পায়ে জুতা পরিয়া না চলে। হয়ত উভয় পা খালি রাখিবে অথবা উভয় পায়ে জুতা পরিবে। — মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَمْشِي أَحَدُكُمْ فِي نعلٍ واحدةٍ ليُحفيهُما جَمِيعًا أَو لينعلهما جَمِيعًا»
হাদীসের ব্যাখ্যা:
এক পায়ে জুতা পরিয়া অপর পা খালি রাখিয়া চলার মধ্যে মর্যাদা ক্ষুণ্ণ হয়। অবশ্য একান্ত প্রয়োজনে এইভাবে চলা জায়েয আছে। হুযূর (ﷺ) হইতে কখনও কখনও এইভাবে চলা বর্ণিত আছে।