মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৪০৪

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০৪। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) অলংকার ও রেশমী কাপড় ব্যবহারকারীদিগকে এই বলিয়া নিষেধ করিতেন যে, যদি তোমরা বেহেশতের অলংকার ও উহার রেশম পরিধান করাকে পছন্দ কর, তবে এইগুলি দুনিয়াতে পরিধান করিও না। —নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৪০৫

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) একটি আংটি (মোহর) প্রস্তুত করাইলেন এবং উহা পরিলেন। পরে (সাহাবীদিগকে লক্ষ্য করিয়া) বলিলেনঃ এই আংটিটি আজ আমাকে তোমাদের হইতে গাফেল (অন্য মনস্ক) করিয়া রাখিয়াছে। ফলে আমি কখনো আংটির দিকে তাকাই আবার কখনো তোমাদের দিকে। অতঃপর তিনি আংটিটি খুলিয়া ফেলিলেন।—নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৪০৬

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০৬। ইমাম মালেক (রঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, শিশু ছেলেদেরকে স্বর্ণের কোন কিছু পরিধান করানো আমি নাজায়েয মনে করি। কেননা, আমার কাছে এই হাদীস পৌঁছি য়াছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) স্বর্ণের আংটি ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন। সুতরাং আমি ইহা বয়স্ক পুরুষ এবং বালক উভয়ের জন্য নাজায়েয মনে করি। —মুআত্তা

তাহকীক:
তাহকীক চলমান