মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৪০৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০৪। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) অলংকার ও রেশমী কাপড় ব্যবহারকারীদিগকে এই বলিয়া নিষেধ করিতেন যে, যদি তোমরা বেহেশতের অলংকার ও উহার রেশম পরিধান করাকে পছন্দ কর, তবে এইগুলি দুনিয়াতে পরিধান করিও না। —নাসায়ী
كتاب اللباس
الْفَصْل الثَّالِث
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كانَ يمنعُ أهلَ الْحِلْيَةَ وَالْحَرِيرَ وَيَقُولُ: «إِنْ كُنْتُمْ تُحِبُّونَ حِلْيَةَ الْجَنَّةِ وَحَرِيرَهَا فَلَا تَلْبَسُوهَا فِي الدُّنْيَا» . رَوَاهُ النَّسَائِيّ
হাদীস নং: ৪৪০৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) একটি আংটি (মোহর) প্রস্তুত করাইলেন এবং উহা পরিলেন। পরে (সাহাবীদিগকে লক্ষ্য করিয়া) বলিলেনঃ এই আংটিটি আজ আমাকে তোমাদের হইতে গাফেল (অন্য মনস্ক) করিয়া রাখিয়াছে। ফলে আমি কখনো আংটির দিকে তাকাই আবার কখনো তোমাদের দিকে। অতঃপর তিনি আংটিটি খুলিয়া ফেলিলেন।—নাসায়ী
كتاب اللباس
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ خَاتَمًا فَلَبِسَهُ قَالَ: «شَغَلَنِي هَذَا عَنْكُمْ مُنْذُ الْيَوْمَ إِلَيْهِ نَظْرَةٌ وإِليكم نظرة» ثمَّ أَلْقَاهُ. رَوَاهُ النَّسَائِيّ
হাদীস নং: ৪৪০৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - আংটির বর্ণনা
৪৪০৬। ইমাম মালেক (রঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, শিশু ছেলেদেরকে স্বর্ণের কোন কিছু পরিধান করানো আমি নাজায়েয মনে করি। কেননা, আমার কাছে এই হাদীস পৌঁছি য়াছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) স্বর্ণের আংটি ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন। সুতরাং আমি ইহা বয়স্ক পুরুষ এবং বালক উভয়ের জন্য নাজায়েয মনে করি। —মুআত্তা
كتاب اللباس
وَعَن مَالك قَالَ: أَنا أكره ن يُلْبَسَ الْغِلْمَانُ شَيْئًا مِنَ الذَّهَبِ لِأَنَّهُ بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نهى عَن التختمِ بالذهبِ فَأَنا أكره لِلرِّجَالِ الْكَبِيرِ مِنْهُمْ وَالصَّغِيرِ. رَوَاهُ فِي الْمُوَطَّأِ