মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ৪৪১৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর স্যাণ্ডেলে দুই ফিতা ছিল এবং প্রত্যেকটি ফিতা ছিল দুই ফিতাবিশিষ্ট। —তিরমিযী
كتاب اللباس
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ لِنَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَالَانِ مُثَنًّى شراكهما. رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৪১৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১৪। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) দাড়াইয়া জুতা পরিধান করিতে নিষেধ করিয়াছেন। –আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْتَعِلَ الرَّجُلُ قَائِمًا. رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪৪১৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১৫। আর তিরমিযী ও ইবনে মাজাহ্ হাদীসটি হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন।
كتاب اللباس
وَرَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ عَنْ أَبِي هُرَيْرَةَ
তাহকীক:
হাদীস নং: ৪৪১৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১৬। কাসেম ইবনে মুহাম্মাদ হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) কখনও কখনও একখানা জুতা পরিধান করিয়া চলিয়াছেন। অপর এক বর্ণনায় আছে, হযরত আয়েশা (রাঃ) নিজেই একখানা জুতা পরিহিতা অবস্থায় চলিয়াছেন। —তিরমিযী
ইমাম তিরমিযী বলেন, এই (দ্বিতীয়) হাদীসটি (যাহা হযরত আয়েশা (রাঃ) হইতে মউকুফ হিসাবে বর্ণিত, উহা) অধিক সহীহ্ ।
ইমাম তিরমিযী বলেন, এই (দ্বিতীয়) হাদীসটি (যাহা হযরত আয়েশা (রাঃ) হইতে মউকুফ হিসাবে বর্ণিত, উহা) অধিক সহীহ্ ।
كتاب اللباس
وَعَن القاسمِ بن محمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: رُبَّمَا مَشَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَعْلٍ وَاحِدَةٍ وَفِي رِوَايَةٍ: أَنَّهَا مَشَتْ بِنَعْلٍ وَاحِدَةٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا أصحُّ
তাহকীক:
হাদীস নং: ৪৪১৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, কেহ যখন বসে, তখন সুন্নত হইল স্বীয় জুতা খুলিয়া বসিবে এবং নিজের এক পার্শ্বে উহা রাখিয়া দিবে। —আবু দাউদ
كتاب اللباس
وَعَن ابنِ عبَّاسٍ قَالَ: مِنَ السُّنَّةِ إِذَا جَلَسَ الرَّجُلُ أَنْ يَخْلَعَ نَعْلَيْهِ فَيَضَعَهُمَا بِجَنْبِهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
তাহকীক:
হাদীস নং: ৪৪১৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১৮। হযরত ইবনে বুরায়দা (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, (হাবশার রাজা) নাজাশী নবী (ﷺ)-এর খেদমতে কালো দুইখানা সাদাসিধা মোজা হাদিয়া দিয়াছিলেন। হুযূর (ﷺ) উহা পরিধান করিয়াছেন। —ইবনে মাজাহ্ । আর (ইমাম) তিরমিযী ইবনে বুরায়দা হইতে তিনি তাঁহার পিতা হইতে অতিরিক্ত বর্ণনা করিয়া ছেন, অতঃপর তিনি ওযু করেন এবং ঐ মোজাদ্বয়ের উপর মাসাহ্্ করেন।
كتاب اللباس
وَعَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّجَاشِيَّ أَهْدَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنِ فَلَبِسَهُمَا. رَوَاهُ ابْنُ مَاجَهْ. وَزَادَ التِّرْمِذِيُّ عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ: ثمَّ تَوَضَّأ وَمسح عَلَيْهِمَا
هَذَا الْبَاب خَال من الْفَصْل الثَّالِث
هَذَا الْبَاب خَال من الْفَصْل الثَّالِث
তাহকীক: