মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪১৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১৮। হযরত ইবনে বুরায়দা (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, (হাবশার রাজা) নাজাশী নবী (ﷺ)-এর খেদমতে কালো দুইখানা সাদাসিধা মোজা হাদিয়া দিয়াছিলেন। হুযূর (ﷺ) উহা পরিধান করিয়াছেন। —ইবনে মাজাহ্ । আর (ইমাম) তিরমিযী ইবনে বুরায়দা হইতে তিনি তাঁহার পিতা হইতে অতিরিক্ত বর্ণনা করিয়া ছেন, অতঃপর তিনি ওযু করেন এবং ঐ মোজাদ্বয়ের উপর মাসাহ্্ করেন।
كتاب اللباس
وَعَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّجَاشِيَّ أَهْدَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ أَسْوَدَيْنِ سَاذَجَيْنِ فَلَبِسَهُمَا. رَوَاهُ ابْنُ مَاجَهْ. وَزَادَ التِّرْمِذِيُّ عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ: ثمَّ تَوَضَّأ وَمسح عَلَيْهِمَا
هَذَا الْبَاب خَال من الْفَصْل الثَّالِث
هَذَا الْبَاب خَال من الْفَصْل الثَّالِث
হাদীসের ব্যাখ্যা:
নাজাশী বর্তমান ইথিওপিয়া বা আবিসিনিয়ার রাজার উপাধি। প্রাচীন নাম হাবশা। নবী (ﷺ)-এর নিকট যিনি উপঢৌকন পাঠাইয়াছিলেন তাঁহার নাম ছিল আছহামা। কথিত আছে যে, তিনি স্বদেশে থাকিয়াই ইসলাম গ্রহণ করিয়াছিলেন এবং ইসলামের পূর্বে ছিলেন খৃষ্টান। পরে তাঁহার মৃত্যু সংবাদে নবী (সাঃ) সাহাবীগণ সমেত মদীনায় গায়েবানা জানাযা পড়িয়াছেন। অন্য হাদীসে বর্ণিত আছে যে, অলৌকিকভাবে তাহার লাশ হুযূর (ﷺ) প্রত্যক্ষ করিয়াছেন। অতএব, ইহা একটি ব্যতিক্রম ঘটনা। তিনি অন্য কাহারও গায়েবানা জানাযা আদায় করেন নাই। সুতরাং এই প্রসঙ্গে ওস্তাদ মরহুম হযরত আল্লামা শায়খুল আদব দেওবন্দী (রহঃ) বলিয়াছেন, উক্ত ঘটনার দ্বারা সাধারণভাবে গায়েবানা জানাযা প্রমাণিত হয় না। ইহাই ইমাম আবু হানীফার মাযহাব। আরবী তিনটি শব্দ উচ্চারণে লোকমুখে একটি ভুল চলিয়া আসিতেছে نجاشى غزالى غفارى নাজ্জাশী, গাজ্জালী ও গাফফারী। মূলত সহীহ হইল نجاشى غزالى غفارى নাজাশী, গাযালী ও গেফারী।