মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪১৯
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪১৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি ঋতুমতি অবস্থায় রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আঁচড়াইয়া দিতাম। —মোত্তাঃ
بَابُ التَّرَجُّلِ: الْفَصْل الأول
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِض
হাদীসের ব্যাখ্যা:
الترجيل ও التسريح (তারজীল ও তাসরীহ) অর্থ হইল, মাথা আঁচড়াইয়া চুলকে সাজাইয়া-গোছাইয়া পরিপাটি করিয়া রাখা। কামুস অভিধানে ইহার অর্থ বলা হইয়াছে, মাথা আঁচড়াইয়া চুলকে জমাটমুক্ত করা। তবে ভাষাবিদগণ বলেন, চুল আঁচড়ানোকে তারজীল এবং দাড়ি আঁচড়ানোকে বলা হয় তাসরীহ।
ঋতু অবস্থায় স্ত্রীর সহিত সহবাস ব্যতীত উঠা-বসা, মিলা-মিশা ইত্যাদি সবকিছু করা জায়েয আছে।
ঋতু অবস্থায় স্ত্রীর সহিত সহবাস ব্যতীত উঠা-বসা, মিলা-মিশা ইত্যাদি সবকিছু করা জায়েয আছে।
