মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪২০
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪২০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: পাঁচটি জিনিসই ফিতরাত। (১) খতনা করা, (২) নাভির নিম্নের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, (৩) গোঁফ কাটা, (৪) নখ কাটা, ও (৫) বগলের লোম উপড়াইয়া ফেলা। মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْفِطْرَةُ خَمْسٌ: الْخِتَانُ وَالِاسْتِحْدَادُ وَقَصُّ الشَّارِبِ وَتَقْلِيمُ الْأَظْفَارِ ونتفُ الإِبطِ

হাদীসের ব্যাখ্যা:

ফিতরাত শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হইলেও এখানে নবীদের সুন্নত বা তরীকা অর্থে ব্যবহৃত হইয়াছে। কেননা, এই কাজগুলি মানুষের স্বভাবগত, যাহা সর্বকালে সভ্যতার পরিচায়ক পরিগণিত হইয়া আসিতেছে। পুরুষদের খতনা করা ওয়াজিব। যদিও আমাদের সমাজে উহাকে সুন্নত বলা হইয়া থাকে। বস্তুত এখানে সুন্নত অর্থ নবীদের সুন্নত। আর গোঁফের ব্যাপারে কাঁচি দ্বারা খাট করাই অধিকাংশের মতে সুন্নত। একেবারে মুড়াইয়া ফেলা সুন্নত নহে। অবশ্য কোন কোন হাদীসে উহাকে মুড়াইয়া ফেলার কথা বলা হইয়াছে। সেখানে মুড়ানোর অর্থ হইল, সবগুলিকে সমানভাবে খাট করিয়া ফেলা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৪২০ | মুসলিম বাংলা