মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪২১
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪২১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্, ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন (দাড়ি গোঁফের ব্যাপারে) তোমরা মুশরিক কাফেরদের বিপরীত কর। অর্থাৎ, দাড়ি বাড়াও এবং গোফ খাট করো। অপর এক বর্ণনায় আছে, গোঁফ ছাটিয়া লও এবং দাড়ি লম্বা কর। মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَالِفُوا الْمُشْرِكِينَ: أَوْفِرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ . وَفِي رِوَايَةٍ: «أنهكوا الشَّوَارِب وأعفوا اللحى»
হাদীসের ব্যাখ্যা:
হযরত ইবনে ওমর (রাঃ) সম্পর্কে বর্ণিত আছে, তিনি যখন হজ্জ কিংবা ওমরাহ্ সমাপ্ত করিতেন, তখন চুল কাটার তথা মুড়ানোর সাথে দাড়িকে মুষ্টিবদ্ধ করিয়া যাহা অতিরিক্ত থাকিত তাহা কাটিয়া ফেলিতেন। (দাড়ি সম্পর্কে বিস্তারিতভাবে সামনে বর্ণনা করা হইবে।)
