মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪২২
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪২২। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের জন্য সময় নির্ধারণ করা হইয়াছে গোঁফ ছাঁটা, নখ কাটা এবং বগলের লোম উপড়াইয়া ফেলা আর নাভির নীচের লোম মুড়ানোর ব্যাপারে যেন আমরা চল্লিশ দিনের অধিক ছাড়িয়া না রাখি। মুসলিম
وَعَن أَنس قَالَ: وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الْأَظْفَارِ وَنَتْفِ الْإِبِطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لَا تُتْرَكَ أَكثر من أَرْبَعِينَ لَيْلَة. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

এইগুলি চল্লিশ দিনের অধিক না ছাড়ার অর্থ এই নহে যে, চল্লিশ দিন পর্যন্ত রাখিবে; বরং অর্থ হইল, এই সময়ের মধ্যে ফেলিয়া দেওয়া উচিত, চল্লিশ দিনের বেশী যেন না হয় । হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী (ﷺ) প্রত্যেক জুমুআর দিন নখ ও গোঁফ কাটিতেন। নাভির নীচের লোম পরিষ্কার করিতেন বিশ দিন পর এবং বগলের লোম উপড়াইয়া ফেলিতেন প্রত্যেক চল্লিশ দিন পর। তবে উত্তম হইল, প্রত্যেক সপ্তাহে এই কাজগুলি করা। তাহা সম্ভব না হইলে অন্তত পনর দিন পর। অবশ্য চল্লিশ দিনের অধিক যেন অতিবাহিত না হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান