মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪২৩
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪২৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ ইয়াহুদী এবং নাসারাগণ দাড়ি চুলে খেযাব লাগায় না। সুতরাং তোমরা তাহাদের বিপরীত কর। (অর্থাৎ, খেযাব লাগাও।) — মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصبِغون فخالفوهم»
হাদীসের ব্যাখ্যা:
এখানে খেযাব দ্বারা উদ্দেশ্য হইল মেহদী লাগান, কারণ অপর এক হাদীসে বর্ণিত আছে, কালো খেযাব লাগানো জায়েয নাই।
