মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪২৪
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪২৪। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন (হযরত আবু বকর ছিদ্দীক [রাঃ]-এর পিতা) আবু কোহাফাকে (মুসলমান বানানোর জন্য) নবী (ছাঃ)-এর সম্মুখে উপস্থিত করা হইল। সেই সময় তাহার মাথার চুল ও দাড়ি সুগামার (কাশফুলের মত একেবারে সাদা ছিল। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন : কোন কিছুর দ্বারা তাহার চুল দাড়ির শুভ্রতাকে পরিবর্তন করিয়া দাও। তবে কালো রং ব্যবহার করিও না। মুসলিম
وَعَن جَابر قَالَ: أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثُّغَامَةِ بَيَاضًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّواد» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবু বকর (রাঃ)-এর পিতার নাম ছিল ওসমান ইবনে আমের। আবু কোহাফা তাঁহার কুনিয়াত বা উপনাম। আর হযরত আবু বকরের প্রকৃত নাম ছিল আবদুল্লাহ্।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৪২৪ | মুসলিম বাংলা