মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪২৫
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪২৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যে সমস্ত ব্যাপারে কোন নির্দেশ (বা ওহী নাযিল হয় নাই, সে সব বিষয়ে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবদের সাথে সামঞ্জস্য স্থাপন করাকে পছন্দ করিতেন। তৎকালের আহলে কিতাবগণ তাহাদের মাথার চুলকে সোজা ছাড়িয়া রাখিত (সিথা কাটিত না।) আর মুশরিকরা সিথা কাটিয়া চুলগুলিকে দুই ভাগ করিত। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সিথা না কাটিয়া) এমনিই সোজাসুজি পিছনের দিকে ঝুলাইয়া রাখিতেন। অবশ্য পরে তিনি সিথা কাটিয়াছেন। মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ وَكَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدُلُونَ أَشْعَارَهُمْ وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرِقُونَ رؤوسهم فَسَدَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاصِيَتَهُ ثمَّ فرق بعدُ
হাদীসের ব্যাখ্যা:
মাথায় সুন্নতী চুল রাখিলে, ঠিক মধ্যখান দিয়া সিঁথা কাটা সুন্নত। ইহাই ছিল নবী (ﷺ)-এর শেষ আমল ।
