মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪১৭
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, কেহ যখন বসে, তখন সুন্নত হইল স্বীয় জুতা খুলিয়া বসিবে এবং নিজের এক পার্শ্বে উহা রাখিয়া দিবে। —আবু দাউদ
وَعَن ابنِ عبَّاسٍ قَالَ: مِنَ السُّنَّةِ إِذَا جَلَسَ الرَّجُلُ أَنْ يَخْلَعَ نَعْلَيْهِ فَيَضَعَهُمَا بِجَنْبِهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

বাম দিকের তুলনায় ডান দিক মর্যাদাসম্পন্ন। তাই জুতা খুলিয়া নিজের বাম দিকে রাখিবে এবং কেবলার সম্মানে সম্মুখে রাখিবে না। আর পিছনেও রাখিবে না। কেননা, চুরি হওয়ার আশংকা আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান