মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪১৬
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পাদুকা সম্পর্কীয় বর্ণনা
৪৪১৬। কাসেম ইবনে মুহাম্মাদ হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) কখনও কখনও একখানা জুতা পরিধান করিয়া চলিয়াছেন। অপর এক বর্ণনায় আছে, হযরত আয়েশা (রাঃ) নিজেই একখানা জুতা পরিহিতা অবস্থায় চলিয়াছেন। —তিরমিযী
ইমাম তিরমিযী বলেন, এই (দ্বিতীয়) হাদীসটি (যাহা হযরত আয়েশা (রাঃ) হইতে মউকুফ হিসাবে বর্ণিত, উহা) অধিক সহীহ্ ।
ইমাম তিরমিযী বলেন, এই (দ্বিতীয়) হাদীসটি (যাহা হযরত আয়েশা (রাঃ) হইতে মউকুফ হিসাবে বর্ণিত, উহা) অধিক সহীহ্ ।
وَعَن القاسمِ بن محمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: رُبَّمَا مَشَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَعْلٍ وَاحِدَةٍ وَفِي رِوَايَةٍ: أَنَّهَا مَشَتْ بِنَعْلٍ وَاحِدَةٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا أصحُّ
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবত নবী (ﷺ) ও আয়েশা (রাঃ) বিশেষ কোন কারণে একখানা জুতা পরিয়া চলিয়াছেন, তাহাও কদাচিৎ।
