মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৬২১
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬২১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এমন এক লোককে আনা হইল, যে মদ্য পান করিয়াছিল। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ তোমরা লোকটিকে পিটাও। সুতরাং আমাদের কেহ হাত দ্বারা কেহ চাদর (মোড়াইয়া লাঠির ন্যায় করিয়া) উহার দ্বারা আবার কেহ জুতার দ্বারা তাহাকে মারপিট করিল। অতঃপর তিনি বলিলেন, এই কাজের দরুন তোমরা তাহাকে ভর্ৎসনা ও নিন্দা জ্ঞাপন কর। সুতরাং লোকেরা তাহার সম্মুখে যাইয়া তাহাকে মুখামুখি তিরস্কার করিতে করিতে বলিল, তুমি কি আল্লাহকে ভয় কর না? তোমার কি আল্লাহর আযাবের ভয় নাই? রাসূলুল্লাহ্ (ﷺ) হইতেও কি তোমার লজ্জাবোধ হইল না ইত্যাদি দ্বারা তাহাকে নিন্দা করিতে যাইয়া কোন এক ব্যক্তি বলিয়া ফেলিল, 'আল্লাহ্ তোমাকে অপমান ও লাঞ্ছিত করুক'। এই কথা শুনিয়া হুযূর (ﷺ) বাধা দিয়া বলিলেন, তোমরা তাহাকে এইরূপ কথা বা এইরূপে বদ দোআ করিও না। তোমরা এইরূপ বলিয়া তাহার ব্যাপারে শয়তানের মদদ ও সাহায্য করিও না; বরং তোমরা এইভাবে বল, আয় আল্লাহ্! তাহাকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ্! তাহার প্রতি অনুগ্রহ কর। —আবু দাউদ
كتاب الحدود
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِرَجُلٍ قَدْ شربَ الخمرَ فَقَالَ: «اضْرِبُوهُ» فَمِنَّا الضَّارِبُ بِيَدِهِ وَالضَّارِبُ بِثَوْبِهِ وَالضَّارِبُ بِنَعْلِهِ ثُمَّ قَالَ: «بَكِّتُوهُ» فَأَقْبَلُوا عَلَيْهِ يَقُولُونَ: مَا اتَّقَيْتَ اللَّهَ مَا خَشِيتَ اللَّهَ وَمَا اسْتَحْيَيْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ: أَخْزَاكَ اللَّهُ. قَالَ: لَا تَقُولُوا هَكَذَا لَا تُعِينُوا عَلَيْهِ الشَّيْطَانَ وَلَكِنْ قُولُوا: اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৩৬২২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬২২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, এক ব্যক্তি মদ্য পান করিয়া নেশাগ্রস্ত হইয়া পড়িল। লোকেরা তাহাকে এমন অবস্থায় পাইল যে, সে রাস্তার মধ্যে মাতলামি করিতেছে। অতঃপর লোকেরা তাহাকে রাসূলুল্লাহ (ﷺ) সমীপে ধরিয়া লইয়া আসিতে লাগিল। যখন সে হযরত আব্বাস (রাঃ)-এর ঘরের কাছাকাছি আসিল, তখন সে লোকদের হাত হইতে ছুটিয়া গিয়া আব্বাসের গৃহে প্রবেশ করিল এবং তাঁহাকে জড়াইয়া ধরিল। পরে লোকেরা নবী (ﷺ)-এর কাছে আসিয়া এই খবর জানাইলে তিনি হাসিয়া দিলেন এবং বলিলেনঃ সে কি এইরূপ করিয়াছে? এবং তিনি তাহার ব্যাপারে কোন কিছুর নির্দেশ করেন নাই। –আবু দাউদ
كتاب الحدود
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: شَرِبَ رَجُلٌ فَسَكِرَ فَلُقِيَ يَمِيلُ فِي الْفَجِّ فَانْطُلِقَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا حَاذَى دَارَ الْعَبَّاسِ انْفَلَتَ فَدَخَلَ عَلَى الْعَبَّاسِ فَالْتَزَمَهُ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فضحكَ وَقَالَ: «أفعَلَها؟» وَلم يأمرْ فيهِ بشيءٍ. رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৩৬২৩
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬২৩। হযরত ওমায়র ইবনে সায়ীদ নাখয়ী (রঃ) বলেন, আমি হযরত আলী ইবনে আবু তালেব (রাঃ)-কে বলিতে শুনিয়াছি; তিনি বলিতেন, কাহারও উপর আমি শাস্তি প্রয়োগ করিলে উহাতে সে যদি মরিয়া যায়, তবে আমি এই জন্য কখনও দুঃখিত বা অনুতপ্ত হইব না। কিন্তু মদ্যপায়ীর ব্যাপারে ইহার ব্যতিক্রম হইয়াছে। কখনও যদি সেই মদ্যপায়ী শাস্তি প্রয়োগে মৃত্যুবরণ করিয়াছে, তখন আমি তাহার (দিয়ত) জরিমানা আদায় করিয়াছি। আর তাহা এই জন্য ছিল যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইহার ‘হদ্' নির্ধারণ করেন নাই। – মোত্তাঃ
كتاب الحدود
الْفَصْل الثَّالِث
عَن عُمَيْر بن سعيد النخفي قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ: مَا كُنْتُ لِأُقِيمَ عَلَى أَحَدٍ حَدًّا فَيَمُوتَ فَأَجِدَ فِي نَفْسِي مِنْهُ شَيْئًا إِلَّا صَاحِبَ الْخَمْرِ فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يسنه
তাহকীক: