মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৬২৪
details icon

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬২৪। সওর ইবনে যায়দ দায়লামী (রঃ) বলেন, মদ্যপায়ীর শাস্তির ব্যাপারে হযরত ওমর (রাঃ) সাহাবাদের পরামর্শ চাহিলেন। তখন হযরত আলী (রাঃ) বলিলেন, আমি মনে করি, তাহাকে আশি দোররা লাগান উচিত। কেননা, যখন সে মদ্যপান করে, তখন সে মাতাল হইয়া পড়ে, আর মাতাল হইলে আবোল তাবোল বকাবকি করে। আর যখন সে আবোল তাবোল বকে তখন সে মিথ্যা অপবাদও রটায় (এবং ব্যভিচারের অপবাদের শাস্তি হইল আশি দোররা) সেই হইতে হযরত ওমর (রাঃ) মদ্যপায়ীকে আশি দোররা মারার নির্দেশ দিলেন। —মালেক

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৬২৫
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বদ্দুআ না করা
৩৬২৫। হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি, যাহার নাম ছিল আব্দুল্লাহ্ এবং হিমার (গাধা) উপাধিতে পরিচিত ছিল। সে তাহার আচরণে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাইত। মদ্য পানের অপরাধে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে একবার চাবুক মারিয়াছিলেন। আবার একদিন তাহাকে এই অপরাধে হুযূর (ছাঃ)-এর নিকট আনা হুইল। তিনি নির্দেশ করিলেন, তখন তাহাকে চাবুক মারা হইল। তখন উপস্থিত লোকদের মধ্য হইতে এক ব্যক্তি বলিয়া উঠিল, তাহার উপর আল্লাহ্র অভিসম্পাত বর্ষিত হউক। কতবারই না তাহাকে এই অপরাধে আনা হইল ? ইহাতে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তাহার উপর লা'নত করিও না। আল্লাহর কসম! আমি তাহার সম্পর্কে জানি যে, সে আল্লাহ্ এবং তাঁহার রাসূলকে মহব্বত করে। -বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান