মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৬২৬

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বদ্দুআ না করা
৩৬২৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন এক ব্যক্তিকে আনা হইল, যে মদ্য পান করিয়াছে। তিনি বলিলেন, তোমরা এই লোকটিকে পিটাও। (বর্ণনাকারী বলেন,) তখন আমাদের কেহ তাহার হাতের দ্বারা, আবার কেহ জুতার দ্বারা এবং কেহ কাপড় দ্বারা মারধর করিল। যখন সেই ব্যক্তি ফিরিয়া গেল, তখন উপস্থিত লোকদের মধ্য হইতে কেহ বলিয়া উঠিল, 'আল্লাহ্ তোমাকে লাঞ্ছিত করুক। তাহার এই কথা শুনিয়া হুযূর (ছাঃ) বলিলেনঃ তোমরা তাহাকে এইরূপ বলিও না, তাহার প্রতি শয়তানের সাহায্য করিও না। বুখারী

তাহকীক:
তাহকীক চলমান