মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৩৬১৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬১৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপানের জন্য খুরমা গাছের ডাল ও জুতার দ্বারা প্রহার করিয়াছেন এবং আবু বকর (রাঃ) চল্লিশ চাবুক মারিয়াছেন। — মোত্তাঃ
كتاب الحدود
بَابُ حَدِّ الْخَمْرِ: الْفَصْل الأول
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ فِي الْخَمْرِ بِالْجَرِيدِ والنِّعالِ وجلَدَ أَبُو بكرٍ رَضِي الله عَنهُ أربعينَ
তাহকীক:
হাদীস নং: ৩৬১৫
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬১৫। হযরত আনাস (রাঃ) হইতে অন্য এক রেওয়ায়তে আছে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপায়ীকে জুতা ও খেজুরের ডাল দ্বারা চল্লিশবার প্রহার করিতেন।
كتاب الحدود
وَفِي رِوَايَة عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَضْرِبُ فِي الْخَمْرِ بِالنِّعَالِ وَالْجَرِيدِ أَرْبَعِينَ
তাহকীক:
হাদীস নং: ৩৬১৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬১৬। হযরত সায়েব ইবনে ইয়াযীদ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু বকরের খেলাফতকালে এবং ওমরের খেলাফতের প্রারম্ভে মদ্যপায়ীকে আনিয়া উপস্থিত করা হইত। তখন আমরা আমাদের হাত, জুতা এবং চাদর দ্বারা তাহাকে আঘাত করিতাম। কিন্তু হযরত ওমরের খেলাফতের শেষ দিকে তিনি চল্লিশ চাবুক মারিতেন। আর যখন তাহারা (মদ্যপায়ীরা) সীমাতিক্রম করিতে লাগিল এবং ব্যাপকভাবে পাপে লিপ্ত হইতে আরম্ভ করিল, তখন তিনি আশি দোররা মারিতে লাগিলেন। -বুখারী
كتاب الحدود
وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ: كَانَ يُؤْتَى بِالشَّارِبِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِمْرَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلَافَةِ عُمَرَ فَنَقُومُ عَلَيْهِ بِأَيْدِينَا وَنِعَالِنَا وَأَرْدِيَتِنَا حَتَّى كَانَ آخِرُ إِمْرَةِ عُمَرَ فَجَلَدَ أَرْبَعِينَ حَتَّى إِذَا عَتَوْا وَفَسَقُوا جَلَدَ ثَمَانِينَ. رَوَاهُ البُخَارِيّ
তাহকীক: