মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬১৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬১৬। হযরত সায়েব ইবনে ইয়াযীদ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু বকরের খেলাফতকালে এবং ওমরের খেলাফতের প্রারম্ভে মদ্যপায়ীকে আনিয়া উপস্থিত করা হইত। তখন আমরা আমাদের হাত, জুতা এবং চাদর দ্বারা তাহাকে আঘাত করিতাম। কিন্তু হযরত ওমরের খেলাফতের শেষ দিকে তিনি চল্লিশ চাবুক মারিতেন। আর যখন তাহারা (মদ্যপায়ীরা) সীমাতিক্রম করিতে লাগিল এবং ব্যাপকভাবে পাপে লিপ্ত হইতে আরম্ভ করিল, তখন তিনি আশি দোররা মারিতে লাগিলেন। -বুখারী
كتاب الحدود
وَعَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ: كَانَ يُؤْتَى بِالشَّارِبِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِمْرَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلَافَةِ عُمَرَ فَنَقُومُ عَلَيْهِ بِأَيْدِينَا وَنِعَالِنَا وَأَرْدِيَتِنَا حَتَّى كَانَ آخِرُ إِمْرَةِ عُمَرَ فَجَلَدَ أَرْبَعِينَ حَتَّى إِذَا عَتَوْا وَفَسَقُوا جَلَدَ ثَمَانِينَ. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

যদি কোন মদ্যপায়ীকে পাকড়াও করিয়া আনা হয় আর জনগণ সাক্ষ্য দেয় যে, সে মদ্যপান করিয়াছে। অথবা তাহাকে নেশাগ্রস্ত অবস্থায় আনা হইয়াছে কিংবা তাহার মুখ হইতে মদের গন্ধ পাওয়া যায়, তখন তাহার উপর 'হদ্' (শাস্তি) প্রয়োগ হইবে। আর যদি কোন মদ্যপায়ী গন্ধ থাকা অবস্থায় স্বীকার করে তাহাকেও শাস্তি দেওয়া হইবে। কিন্তু যদি গন্ধ চলিয়া যাওয়ার পর স্বীকার করে, তখন ইমাম আবু হানীফা (রঃ) ও আবু ইউসুফের মতে শাস্তি দেওয়া যাইবে না। কিন্তু ইমাম মুহাম্মদ বলেন, তখনও শাস্তি দেওয়া হইবে। ইমাম শাফেয়ী বলেন, যদি কেহ মদ্যবমি করে বা মুখ হইতে মদের গন্ধ পাওয়া যায়; কিন্তু তাহাকে মদ্য পান করিতে কেহ দেখে নাই, তখন তাহাকে শাস্তি দেওয়া যাইবে না। আর ইমাম আহমদেরও এই একই মত। ইমাম মালেক বলেন, মদ্যবমি করিলেও শাস্তি দেওয়া হইবে। মদ্যপায়ীর শাস্তি হইল আশি দোররা; আর ইহাই সমস্ত ইমাম ও উম্মতের ইজ্মা। অবশ্য হুযূর (ﷺ)-এর সময় বিভিন্নভাবে শাস্তি দেওয়া হইয়াছে। আর ইমাম শাফেয়ী (রঃ) চল্লিশ দোররার কথাও বলিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান