মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬১৭
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬১৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মদ্যপান করে, তাহাকে দোররা লাগাও। (এইভাবে) যদি সে চুতর্থবারও মদ্যপানের পুনরাবৃত্তি করে, তবে তাহাকে কতল করিয়া ফেল। বর্ণনাকারী বলেন, ইঁহার পর এক সময় এমন এক ব্যক্তিকে নবী (ﷺ)-এর নিকট উপস্থিত করা হইল, যে চতুর্থবার মদ্যপান করিয়াছে। কিন্তু তিনি তাহাকে প্রহার করিলেন অথচ ‘কতল' করেন নাই। —তিরমিযী,
كتاب الحدود
الْفَصْل الثَّانِي
عَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ شَرِبَ الْخَمْرَ فَاجْلِدُوهُ فَإِنْ عَادَ فِي الرَّابِعَةِ فَاقْتُلُوهُ» قَالَ: ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ بِرَجُلٍ قَدْ شَرِبَ فِي الرَّابِعَةِ فَضَرَبَهُ وَلَمْ يقْتله. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

মদ্যপায়ী যতবারই মদ্য পান করে, তাহাকে দোররা মারা যাইবে, কিন্তু কতল করা যাইবে না। ইহাই ইজ্জ্‌মায়ে উম্মত, সুতরাং এইখানে 'কতল' করার নির্দেশের মানে হইল কঠোরভাবে শাস্তি দেওয়া। অথবা মদ্যপায়ীকে চতুর্থবারের পর কতল করার বিধান ইসলামের প্রাথমিক যুগে ছিল; কিন্তু পরে উহা মনসূখ হইয়া গিয়াছে। এই হাদীস প্রসঙ্গে ইমাম তিরমিযী বলিয়াছেন, জামে'য়ে তিরমিযীর মধ্যে এমন দুইটি হাদীস বর্ণিত হইয়াছে যাহা ‘সনদ ও শব্দে’ সম্পূর্ণ সহীহ, কিন্তু উম্মতের মধ্যে কেহই সেই হাদীস অনুযায়ী আমল করে না। সেই দুই হাদীসের মধ্য হইতে ইহা একটি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান