মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬১৮
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬১৮। আর আবু দাউদ এই হাদীসটি কাবীসা ইবনে যুওয়ায়ব হইতে রেওয়ায়ত করিয়াছেন।
كتاب الحدود
وَرَوَاهُ أَبُو دَاوُد عَن قبيصَة بن دؤيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান