মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬১৯
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬১৯। এতদভিন্ন তিরমিযী ও আবু দাউদের অন্য রেওয়ায়তে এবং নাসায়ী, ইবনে মাজাহ্ এবং দারেমীর রেওয়ায়তে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এক দল সাহাবী—ইবনে ওমর, মুআবিয়া, আবু হুরায়রা এবং শারীদ প্রমুখ হইতে فَاقْتُلُوهُ ‘তাহাকে হত্যা করিয়া ফেল' পর্যন্ত বর্ণনা করিয়াছেন।
كتاب الحدود
وَفِي أُخْرَى لَهُمَا وَلِلنَّسَائِيِّ وَابْنِ مَاجَهْ وَالدَّارِمِيِّ عَنْ نَفَرٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُمُ ابْنُ عُمَرَ وَمُعَاوِيَةُ وَأَبُو هُرَيْرَة والشريد إِلَى قَوْله: «فَاقْتُلُوهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান