মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬২০
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬২০। হযরত আব্দুর রহমান ইবনে আয্হার (রাঃ) বলেন, একটি দৃশ্যকে আমি যেন এখনও চোখের সামনে দেখিতে পাইতেছি। আর তাহা হইল এই—একদা নবী (ﷺ)-এর নিকট এক ব্যক্তিকে উপস্থিত করা হইল। সে মদ্য পান করিয়াছিল। তখন তিনি লোকদিগকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমরা ইহাকে মার। সুতরাং তাহাদের কেহ জুতার দ্বারা আবার কেহ লাঠির দ্বারা এবং কেহ খেজুর ডাল দ্বারা লোকটিকে আঘাত করিল। বর্ণনাকারী ইবনে ওয়াহব বলেন, অত্র হাদীসে মীখা-এর অর্থ হইল খেজুরের কাঁচা ডাল। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) স্বয়ং নিজেই যমীন হইতে কিছু মাটি তুলিয়া লইলেন এবং (ঘৃণা ও নিন্দার ছলে) উহা তাহার মুখের মধ্যে নিক্ষেপ করিলেন। –আবু দাউদ
كتاب الحدود
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَزْهَرِ قَالَ: كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أُتِيَ بِرَجُلٍ قَدْ شَرِبَ الْخَمْرَ فَقَالَ لِلنَّاسِ: «اضْرِبُوهُ» فَمِنْهُمْ مَنْ ضَرَبَهُ بِالنِّعَالِ وَمِنْهُمْ مَنْ ضَرَبَهُ بِالْعَصَا وَمِنْهُمْ مَنْ ضَرَبَهُ بِالْمِيتَخَةِ. قَالَ ابْنُ وَهْبٍ: يَعْنِي الْجَرِيدَةَ الرَّطْبَةَ ثُمَّ أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُرَابًا مِنَ الْأَرْضِ فَرَمَى بِهِ فِي وجهِه. رَوَاهُ أَبُو دَاوُد