মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬২২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মদ পানের দণ্ডবিধি
৩৬২২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, এক ব্যক্তি মদ্য পান করিয়া নেশাগ্রস্ত হইয়া পড়িল। লোকেরা তাহাকে এমন অবস্থায় পাইল যে, সে রাস্তার মধ্যে মাতলামি করিতেছে। অতঃপর লোকেরা তাহাকে রাসূলুল্লাহ (ﷺ) সমীপে ধরিয়া লইয়া আসিতে লাগিল। যখন সে হযরত আব্বাস (রাঃ)-এর ঘরের কাছাকাছি আসিল, তখন সে লোকদের হাত হইতে ছুটিয়া গিয়া আব্বাসের গৃহে প্রবেশ করিল এবং তাঁহাকে জড়াইয়া ধরিল। পরে লোকেরা নবী (ﷺ)-এর কাছে আসিয়া এই খবর জানাইলে তিনি হাসিয়া দিলেন এবং বলিলেনঃ সে কি এইরূপ করিয়াছে? এবং তিনি তাহার ব্যাপারে কোন কিছুর নির্দেশ করেন নাই। –আবু দাউদ
كتاب الحدود
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: شَرِبَ رَجُلٌ فَسَكِرَ فَلُقِيَ يَمِيلُ فِي الْفَجِّ فَانْطُلِقَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا حَاذَى دَارَ الْعَبَّاسِ انْفَلَتَ فَدَخَلَ عَلَى الْعَبَّاسِ فَالْتَزَمَهُ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فضحكَ وَقَالَ: «أفعَلَها؟» وَلم يأمرْ فيهِ بشيءٍ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, হদ্ কায়েম করার নির্দেশ দিলেন না। কেননা, মদ পান করা তাহার স্বীকারোক্তি অথবা সাক্ষী দ্বারা প্রমাণিত হয় নাই। শুধু মাতলামির বর্ণনা দ্বারা হদ্ প্রযোজ্য হয় না ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬২২ | মুসলিম বাংলা