মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৭৯২
details icon

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
১৭৯২। হযরত ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার মালের যাকাত আদায় করিবে না, নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা উহা তাহার ঘাড়ে সাপস্বরূপ করিবেন। অতঃপর তিনি আল্লাহর কিতাব হইতে ইহার সমর্থন পেশ করিলেন, “যাহারা কৃপণতা করে, আল্লাহ্ তাহাদিগকে যে মাল দান করিয়াছেন তাহা লইয়া, তাহারা যেন মনে না করে যে, উহা তাহাদের জন্য মঙ্গল হইয়াছে.......... শেষ পর্যন্ত। — তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১৭৯৩
details icon

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
১৭৯৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ-)কে বলিতে শুনিয়াছি, যে মালে যাকাত মিশিবে নিশ্চয় উহাকে ধ্বংস করিয়া দিবে।— শাফেয়ী। বুখারী—তাহার তারীখে ও হুমায়দী। কিন্তু হুমায়দী (ইহার ব্যাখ্যা সম্পর্কে) অধিক বর্ণনা করিয়াছেন, হুযূর বলিয়াছেনঃ তোমার উপর যাকাত ফরয হইল, আর তুমি উহা (তোমার মাল হইতে) বাহির করিলে না (অর্থাৎ, যাকাতরূপে আদায় করিলে না,) তখন এই হারাম (তোমার) হালাল মালকে ধ্বংস করিবে। এই হাদীস দ্বারা ঐ সকল লোক দলীল গ্রহণ করেন যাহারা বলেন যে, যাকাতের সম্বন্ধ আসল বস্তুর সহিত – মুনতাকা, বায়হাকী শোআবুল ঈমানে আহমদ ইবনে হাম্বল হইতে বর্ণনা করেন, যাহার সনদ তিনি হযরত আয়েশা পর্যন্ত পৌঁছাইয়াছেন। আর আহমদ "যে মালে যাকাত মিশিবে”-এর অর্থ করেন, মালদার হইয়াও যাকাত গ্রহণ করা। অথচ যাকাত হইল নিঃসম্বল লোকদের জন্য।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১৭৯৪
details icon

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৭৯৪। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : পাঁচ ওসকের কম খেজুরে যাকাত নাই। পাঁচ উকিয়ার কম রূপাতে যাকাত নাই এবং পাঁচ যাওদের কম উটেও যাকাত নাই। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১৭৯৫
details icon

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৭৯৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কোন মুসলমানের উপর তাহার প্রয়োজনের কৃতদাসে যাকাত নাই এবং তাহার ঘোড়ায় যাকাত নাই। অপর এক বর্ণনায় আছে, তাহার কৃতদাসে সদকায়ে ফিতর ব্যতীত কোন সদকা (যাকাত) নাই। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান