মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৭৯৬

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৭৯৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তাহাকে যখন খলীফা হযরত আবু বকর বাহরাইন প্রদেশের শাসনকর্তা নিযুক্ত করিয়া পাঠাইতেছিলেন, তখন তাহাকে তিনি এই নির্দেশনামাটি লেখিয়া দিয়াছিলেন । বিসমিল্লাহির রহমানির রাহীম। ইহা হইল যাকাতের ফিরিস্তি যাহা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের প্রতি নির্ধারিত করিয়া দিয়াছেন এবং যাহার নির্দেশ আল্লাহ তাহার রাসূলকে দিয়াছেন। যে কোন মুসলমানের নিকট ইহা নির্ধারিত নিয়মে চাওয়া হইবে, সে যেন উহা দেয়, আর যাহার নিকট ইহার অধিক চাওয়া হইবে, সে যেন না দেয়। চব্বিশ বা তন্নি সংখ্যক উটে ছাগল ভেড়া দ্বারা যাকাত দিতে হইবে। প্রত্যেক পাঁচ উটে এক ভেড়া। যখন উটের সংখ্যা পঁচিশ হইতে পয়ত্রিশে পৌঁছিবে, তখন (যাকাতে) দ্বিতীয় বছরে পড়িয়াছে এমন একটি মাদী উট দিতে হইবে। যখন ছয়ত্রিশ হইতে পঁয়তাল্লিশে পৌঁছিবে, তখন তৃতীয় বছরে পড়িয়াছে এমন একটি মাদী উট দিতে হইবে। যখন ছচল্লিশ হইতে ঘাটে পৌঁছিবে, তখন গর্ভধারণ উপযোগী চতুর্থ বছরে পড়িয়াছে এমন একটি মাদী উট দিতে হইবে। যখন একষট্টি হইতে পচাত্তরে পৌঁছিবে, তখন পঞ্চম বছরে পড়িয়াছে একটি মাদী উট দিতে হইবে। যখন ছিয়াত্তর হইতে নব্বইতে পৌঁছিবে, তৃতীয় বছরে পড়িয়াছে এমন দুইটি মাদী উট দিতে হইবে। যখন একানব্বই হইতে একশত বিশে পৌঁছিবে, গর্ভধারণ উপযোগী চারি বছরে পড়িয়াছে এমন দুইটি মাদী উট দিতে হইবে। যখন একশত বিশের অধিক হইবে, প্রত্যেক চল্লিশ উটে তৃতীয় বছরে পড়িয়াছে এমন একটি মাদী উট দিবে এবং প্রত্যেক পঞ্চাশ উটে চারি বছরে পড়িয়াছে এমন একটি মাদী উট। আর যাহার নিকট শুধু চারিটি উট রহিয়াছে, তাহার উপর যাকাত নাই; কিন্তু যদি তাহার মালিক ইচ্ছা করে (দিতে পারে, তাহাতে বহু সওয়াব রহিয়াছে)। অবশ্য যখন পাঁচ সংখ্যায় পৌঁছিবে, তখন একটি ছাগল বা ভেড়া দিবে।
(১) যাহার উটের সংখ্যা পাঁচ বছরী মাদী দানের পরিমাণে (৬১-৭৫ ) পৌঁছিয়াছে, অথচ তাঁহার নিকট পাচ বছরী মাদী নাই কিন্তু চারি বছরী মাদী আছে, তাহার নিকট হইতে চারি বছরী মাদীই গ্রহণ করা হইবে এবং উহার সহিত দাতা দুইটি ছাগল দিবে, যদি তাহার পক্ষে তাহা সহজ হয়, অন্যথায় ছাগলের পরিবর্তে বিশটি দিরহাম (৫ টাকা) দিবে। (২) যাহার উটের সংখ্যা চারি বছরী মাদী দানের পরিমাণে (৪৬–৬০ ) পৌঁছিয়াছে, অথচ তাহার নিকট চারি বছরী মাদী নাই । বরং পাঁচ বছরী মাদী আছে, তাহার নিকট হইতে তাহাই গ্রহণ করা হইবে। কিন্তু যাকাত উলকারী তাহাকে বিশটি দিরহাম অথবা দুইটি ছাগল দিবে। (৩) যাহার উটের সংখ্যা চারি বছরী মাদী দানের পরিমাণে পৌঁছিয়াছে, অথচ তাহার নিকট তিন বছরী মাদী ছাড়া নাই, উহা তাহার নিকট হইতে গ্রহণ করা হইবে এবং উহার সহিত দুইটি ছাগল অথবা বিশটি দিরহাম। (৪) যাহার উটের সংখ্যা তিন বছরী মাদী দানের পরিমাণে পৌঁছিয়াছে, অথচ তাহার নিকট আছে চারি বছরী মাদী, উহা তাহার নিকট হইতে গ্রহণ করা হইবে এবং যাকাত উলকারী তাহাকে বিশটি দিরহাম অথবা দুইটি ছাগল দিবে। (৫) যাহার যাকাত তিন বছরী মাদী দানের পরিমাণে পৌঁছিয়াছে, অথচ তাহার নিকট উহা নাই, কিন্তু তাহার নিকট আছে দুই বছরী মাদী। তাহার নিকট হইতে উহা গ্রহণ করা হইবে এবং সে উহার সহিত বিশটি দিরহাম অথবা দুইটি ছাগল দিবে। (৬) যাহার যাকাত দুই বছরী উটে পৌঁছিয়াছে, অথচ তাহার নিকট উহা নাই; বরং তিন বছরী মাদী আছে, তাহার নিকট হইতে তাহাই গ্রহণ করা হইবে এবং যাকাত উলকারী তাহাকে দুইটি ছাগল দিবে অথবা বিশটি দিরহাম দিবে। (৭) যদি তাহার নিকট ঠিক দুই বছরী মাদী না থাকে; বরং তিন বছরী নর থাকে, তাহা হইলে তাহার নিকট হইতে তাহাই গ্রহণ করা হইবে এবং তাহাকে কিছু ফেরত দেওয়া হইবে না। (কেননা, নর উটের মূল্য কম। )
ছাগল-ভেড়ার যাকাতে-চারণ ভূমিতে ছাড়িয়া দেওয়া ছাগল ভেড়ায় (ক) যখন উহার সংখ্যা চল্লিশ হইতে একশত বিশে পৌঁছিবে একটি ছাগল দিতে হইবে, (খ) যখন উহার সংখ্যা একশত বিশ হইতে দুই শতে পৌঁছিবে, উহাতে দুইটি ছাগল দিতে হইবে, (গ) যখন উহার সংখ্যা দুই শত হইতে তিন শতে পৌঁছিবে, উহাতে তিনটি ছাগল দিতে হইবে, (ঘ) যখন তিন শতের অধিক হইবে, প্রত্যেক শতে একটি করিয়া ছাগল দিতে হইবে। আর যখন কাহারও ছাড়িয়া দেওয়া ছাগল ভেড়ার সংখ্যা চল্লিশ হইতে একটিও কম হইবে, তাহাতে যাকাত নাই, কিন্তু যদি উহার মালিক দিতে চাহে। যাকাতে বৃদ্ধা পশু দেওয়া চলিবে না, আর না যাহার কোন দোষ রহিয়াছে তাহা। এইরূপে নর পশুও দেওয়া চলিবে না; কিন্তু যদি যাকাত উসূলকারী গ্রহণ করিতে চাহে।
যাকাত দানের ভয়ে বিচ্ছিন্নকে একত্র করা এবং একত্রিতকে বিচ্ছিন্ন করা চলিবে না। দুই শরীকের মধ্যে যাহা হইবে, তাহা তাহারা পরস্পরে সমানভাবে দিবে। রূপাতে যাকাত ওশরের চারি ভাগের এক ভাগ (অর্থাৎ, চল্লিশ ভাগের এক ভাগ।) যদি কাহারও নিকট একশত নব্বই দিরহামের অধিক না থাকে, তাহাতে যাকাত নাই; কিন্তু যদি উহার মালিক দিতে চাহে। বুখারী
(১) যাহার উটের সংখ্যা পাঁচ বছরী মাদী দানের পরিমাণে (৬১-৭৫ ) পৌঁছিয়াছে, অথচ তাঁহার নিকট পাচ বছরী মাদী নাই কিন্তু চারি বছরী মাদী আছে, তাহার নিকট হইতে চারি বছরী মাদীই গ্রহণ করা হইবে এবং উহার সহিত দাতা দুইটি ছাগল দিবে, যদি তাহার পক্ষে তাহা সহজ হয়, অন্যথায় ছাগলের পরিবর্তে বিশটি দিরহাম (৫ টাকা) দিবে। (২) যাহার উটের সংখ্যা চারি বছরী মাদী দানের পরিমাণে (৪৬–৬০ ) পৌঁছিয়াছে, অথচ তাহার নিকট চারি বছরী মাদী নাই । বরং পাঁচ বছরী মাদী আছে, তাহার নিকট হইতে তাহাই গ্রহণ করা হইবে। কিন্তু যাকাত উলকারী তাহাকে বিশটি দিরহাম অথবা দুইটি ছাগল দিবে। (৩) যাহার উটের সংখ্যা চারি বছরী মাদী দানের পরিমাণে পৌঁছিয়াছে, অথচ তাহার নিকট তিন বছরী মাদী ছাড়া নাই, উহা তাহার নিকট হইতে গ্রহণ করা হইবে এবং উহার সহিত দুইটি ছাগল অথবা বিশটি দিরহাম। (৪) যাহার উটের সংখ্যা তিন বছরী মাদী দানের পরিমাণে পৌঁছিয়াছে, অথচ তাহার নিকট আছে চারি বছরী মাদী, উহা তাহার নিকট হইতে গ্রহণ করা হইবে এবং যাকাত উলকারী তাহাকে বিশটি দিরহাম অথবা দুইটি ছাগল দিবে। (৫) যাহার যাকাত তিন বছরী মাদী দানের পরিমাণে পৌঁছিয়াছে, অথচ তাহার নিকট উহা নাই, কিন্তু তাহার নিকট আছে দুই বছরী মাদী। তাহার নিকট হইতে উহা গ্রহণ করা হইবে এবং সে উহার সহিত বিশটি দিরহাম অথবা দুইটি ছাগল দিবে। (৬) যাহার যাকাত দুই বছরী উটে পৌঁছিয়াছে, অথচ তাহার নিকট উহা নাই; বরং তিন বছরী মাদী আছে, তাহার নিকট হইতে তাহাই গ্রহণ করা হইবে এবং যাকাত উলকারী তাহাকে দুইটি ছাগল দিবে অথবা বিশটি দিরহাম দিবে। (৭) যদি তাহার নিকট ঠিক দুই বছরী মাদী না থাকে; বরং তিন বছরী নর থাকে, তাহা হইলে তাহার নিকট হইতে তাহাই গ্রহণ করা হইবে এবং তাহাকে কিছু ফেরত দেওয়া হইবে না। (কেননা, নর উটের মূল্য কম। )
ছাগল-ভেড়ার যাকাতে-চারণ ভূমিতে ছাড়িয়া দেওয়া ছাগল ভেড়ায় (ক) যখন উহার সংখ্যা চল্লিশ হইতে একশত বিশে পৌঁছিবে একটি ছাগল দিতে হইবে, (খ) যখন উহার সংখ্যা একশত বিশ হইতে দুই শতে পৌঁছিবে, উহাতে দুইটি ছাগল দিতে হইবে, (গ) যখন উহার সংখ্যা দুই শত হইতে তিন শতে পৌঁছিবে, উহাতে তিনটি ছাগল দিতে হইবে, (ঘ) যখন তিন শতের অধিক হইবে, প্রত্যেক শতে একটি করিয়া ছাগল দিতে হইবে। আর যখন কাহারও ছাড়িয়া দেওয়া ছাগল ভেড়ার সংখ্যা চল্লিশ হইতে একটিও কম হইবে, তাহাতে যাকাত নাই, কিন্তু যদি উহার মালিক দিতে চাহে। যাকাতে বৃদ্ধা পশু দেওয়া চলিবে না, আর না যাহার কোন দোষ রহিয়াছে তাহা। এইরূপে নর পশুও দেওয়া চলিবে না; কিন্তু যদি যাকাত উসূলকারী গ্রহণ করিতে চাহে।
যাকাত দানের ভয়ে বিচ্ছিন্নকে একত্র করা এবং একত্রিতকে বিচ্ছিন্ন করা চলিবে না। দুই শরীকের মধ্যে যাহা হইবে, তাহা তাহারা পরস্পরে সমানভাবে দিবে। রূপাতে যাকাত ওশরের চারি ভাগের এক ভাগ (অর্থাৎ, চল্লিশ ভাগের এক ভাগ।) যদি কাহারও নিকট একশত নব্বই দিরহামের অধিক না থাকে, তাহাতে যাকাত নাই; কিন্তু যদি উহার মালিক দিতে চাহে। বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৭৯৭

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৭৯৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, হুযূর (ছাঃ) বলিয়াছেন যাহাতে আকাশ অথবা প্রবহমান কৃপ পানি দান করে অথবা যাহা নালা দ্বারা সিক্ত হয়, তাহাতে 'ওশর' (অর্থাৎ, দশ ভাগের এক ভাগ, ) আর যাহা সেচ দ্বারা সিক্ত হয়, তাহাতে অর্ধ ওশর (অর্থাৎ, বিশ ভাগের এক ভাগ)। বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৭৯৮

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৭৯৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ পশুর আঘাতে দণ্ড নাই, কূপে পড়াতে দণ্ড নাই, খনিতে দণ্ড নাই এবং রেকাযে খুমুস রহিয়াছে (অর্থাৎ, এক পঞ্চমাংশ যাকাত রহিয়াছে)। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৭৯৯

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৭৯৯। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ (সওয়ারীর) ঘোড়ায় এবং (খেদমতের) কৃতদাসে আমি যাকাত মাফ করিয়া দিলাম । অতঃপর তোমরা রূপার যাকাত দিও প্রত্যেক চল্লিশ দিরহামে এক দিরহাম। একশত নব্বইতেও যাকাত নাই; কিন্তু রূপা যখন দুইশত দিরহামে পৌঁছে, তখন উহাতে পাঁচ দিরহাম যাকাত। – তিরমিযী ও আবু দাউদ
কিন্তু আবু দাউদের অপর এক বর্ণনায় হারেস আওয়ার হযরত আলী (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন। উহাতে (হারেসের শাগরিদ) যুহায়র বলেন, আমি মনে করি, হারেস হযরত আলী হইতে এবং আলী নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ (রূপায়) ওশরের চারি ভাগের এক ভাগ, (অর্থাৎ,) প্রত্যেক চল্লিশ দিরহামে এক দির হাম দিবে। তোমাদের প্রতি কিছুই নাই যে পর্যন্ত না উহা পূর্ণ দুইশত দিরহাম হয়। যখন পূর্ণ দুইশত দিরহাম হইবে, উহাতে পাঁচ দিরহাম। অতঃপর ইহার উপর যত বেশী হইবে এই হিসাবে দিবে ।
ছাগল-ভেড়ায় চল্লিশ ছাগলে এক ভেড়া একশত বিশ পর্যন্ত। যদি ইহার উপর এক ছাগলও অধিক হয়, তবে দুইশত পর্যন্ত দুই ভেড়া। যদি ইহার উপর এক ছাগলও অধিক হয়, তবে তিনশত পর্যন্ত তিন ভেড়া। যদি তিন শতের অধিক হয়, তবে প্রত্যেক এক শতে এক ছাগল। যদি উনচল্লিশটিও হয়, তবে উহাতে তোমার প্রতি কিছুই নাই।
গরুতে, প্রত্যেক ত্রিশ গরুতে দ্বিতীয় বছরে পড়িয়াছে এমন একটি বাচ্চা এবং চল্লিশ গরুতে দুই বছর পূর্ণ হইয়া তৃতীয় বছরে পড়িয়াছে এমন একটি বাচ্চা। কাজের উট গরুতে কিছুই নাই ।
কিন্তু আবু দাউদের অপর এক বর্ণনায় হারেস আওয়ার হযরত আলী (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন। উহাতে (হারেসের শাগরিদ) যুহায়র বলেন, আমি মনে করি, হারেস হযরত আলী হইতে এবং আলী নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ (রূপায়) ওশরের চারি ভাগের এক ভাগ, (অর্থাৎ,) প্রত্যেক চল্লিশ দিরহামে এক দির হাম দিবে। তোমাদের প্রতি কিছুই নাই যে পর্যন্ত না উহা পূর্ণ দুইশত দিরহাম হয়। যখন পূর্ণ দুইশত দিরহাম হইবে, উহাতে পাঁচ দিরহাম। অতঃপর ইহার উপর যত বেশী হইবে এই হিসাবে দিবে ।
ছাগল-ভেড়ায় চল্লিশ ছাগলে এক ভেড়া একশত বিশ পর্যন্ত। যদি ইহার উপর এক ছাগলও অধিক হয়, তবে দুইশত পর্যন্ত দুই ভেড়া। যদি ইহার উপর এক ছাগলও অধিক হয়, তবে তিনশত পর্যন্ত তিন ভেড়া। যদি তিন শতের অধিক হয়, তবে প্রত্যেক এক শতে এক ছাগল। যদি উনচল্লিশটিও হয়, তবে উহাতে তোমার প্রতি কিছুই নাই।
গরুতে, প্রত্যেক ত্রিশ গরুতে দ্বিতীয় বছরে পড়িয়াছে এমন একটি বাচ্চা এবং চল্লিশ গরুতে দুই বছর পূর্ণ হইয়া তৃতীয় বছরে পড়িয়াছে এমন একটি বাচ্চা। কাজের উট গরুতে কিছুই নাই ।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮০০

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব জিনিসের যাকাত দিতে হয়
১৮০০। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন তাহাকে ইয়ামনের দিকে (শাসনকর্তা করিয়া) পাঠাইলেন, নির্দেশ দিলেনঃ গরুর যাকাতে প্রত্যেক ত্রিশ গরুতে একটি পূর্ণ এক বছরী নর অথবা মাদা বাচ্চা এবং প্রত্যেক চল্লিশ গরুতে একটি পূর্ণ দুই বছরী বাচ্চা গ্রহণ করিবে। —আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান