মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৭৯২
তৃতীয় অনুচ্ছেদ
১৭৯২। হযরত ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার মালের যাকাত আদায় করিবে না, নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা উহা তাহার ঘাড়ে সাপস্বরূপ করিবেন। অতঃপর তিনি আল্লাহর কিতাব হইতে ইহার সমর্থন পেশ করিলেন, “যাহারা কৃপণতা করে, আল্লাহ্ তাহাদিগকে যে মাল দান করিয়াছেন তাহা লইয়া, তাহারা যেন মনে না করে যে, উহা তাহাদের জন্য মঙ্গল হইয়াছে.......... শেষ পর্যন্ত। — তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنِ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ رَجُلٍ لَا يُؤَدِّي زَكَاةَ مَالِهِ إِلَّا جَعَلَ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ فِي عُنُقِهِ شُجَاعًا» ثُمَّ قَرَأَ عَلَيْنَا مِصْدَاقَهُ مِنْ كِتَابِ اللَّهِ: (وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يبلخون بِمَا آتَاهُم الله من فَضله)
الْآيَة. رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
الْآيَة. رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
পূর্ণ আয়াত ও উহার অনুবাদ ৩নং হাদীসে দেওয়া আছে।
