মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৭৯১
তৃতীয় অনুচ্ছেদ
১৭৯১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের কাহারও সংরক্ষিত মাল কিয়ামতের দিন কেশহীন বিষাক্ত সাপ হইবে এবং উহা হইতে উহার অধিকারী পলায়ন করিতে চাহিবে; কিন্তু উহা তাহাকে অনুসন্ধান করিতে থাকিবে, যাবৎ না সে (খাদ্যরূপে) উহার মুখে আপন অঙ্গুলীসমূহ দেয়। – আহমদ
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ يَفِرُّ مِنْهُ صَاحِبُهُ وَهُوَ يَطْلُبُهُ حَتَّى يُلْقِمَهُ أَصَابِعه» . رَوَاهُ أَحْمد
