আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৫১ টি

হাদীস নং: ৩৯৮০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৮০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ছুরি অগ্রগামী হয়, দানশীল ব্যক্তির ঘরে রিযক তদপেক্ষা উটের কুঁজের দিকে যেরূপ দ্রুতগামী হয়।
(আবু শায়খ, ইবনে মাজা (র) ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণিত, আর ইবনে মাজাহ বর্ণিত হাদীসটি যিয়াফত অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3980- وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الرزق إِلَى أهل بَيت فِيهِ السخاء أسْرع من الشَّفْرَة إِلَى سَنَام الْبَعِير

رَوَاهُ أَبُو الشَّيْخ أَيْضا وَلابْن مَاجَه من حَدِيث ابْن عَبَّاس نَحوه وَتقدم لَفظه فِي الضِّيَافَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৮১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ কৃপণতা ও লোভের প্রতি ভীতি প্রদর্শন এবং দান খয়রাত করার প্রতি অনুপ্রেরণা
৩৯৮১. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: তোমরা দানশীলের অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ। কেননা, যখনই তার পদস্খলন ঘটে, তখনই আল্লাহ্ তার হাত ধরে তাকে রক্ষা করেন।
(ইবনে আবুদ দুনিয়া, ইস্পাহানী, আবু শায়খ (র) ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْهِيب من الْبُخْل وَالشح وَالتَّرْغِيب فِي الْجُود والسخاء
3981- وَرُوِيَ عَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تجافوا عَن ذَنْب السخي فَإِن الله آخذ بِيَدِهِ كلما عثر

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا والأصبهاني وَرَوَاهُ أَبُو الشَّيْخ من حَدِيث ابْن عَبَّاس
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৮৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দানকৃত বস্তু ফেরৎ নেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৮৩. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দানকৃত বস্তু ফেরৎ নেয়, সে ঐ কুকুরের ন্যায়, যে বমি করে পুনরায় খেয়ে ফেলে।
كتاب البر والصلة
التَّرْهِيب من عود الْإِنْسَان فِي هِبته
3983- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الَّذِي يرجع فِي هِبته كَالْكَلْبِ يرجع فِي قيئه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৮৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দানকৃত বস্তু ফেরৎ নেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৮৪. অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি দান করে ফেরৎ নেয়, সে ঐ কুকুরের মত, যে বমি করে সে বমির দিকে ফিরে আসে এবং তা খেয়ে ফেলে।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত। আবু দাউদের শব্দমালা এরূপ : দানকৃত বস্তু ফেরৎ গ্রহণকারী, বমি করে তা পুনরায় আহারকারীর ন্যায়। কাতাদা (র) বলেন, আমার জানা মতে বমি ভক্ষণ করা হারাম।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عود الْإِنْسَان فِي هِبته
3984- وَفِي رِوَايَة مثل الَّذِي يعود فِي هِبته كَمثل الْكَلْب يقيء ثمَّ يعود فِي قيئه فيأكله

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَلَفظ أبي دَاوُد الْعَائِد فِي هِبته كالعائد فِي قيئه
قَالَ قَتَادَة وَلَا نعلم الْقَيْء إِلَّا حَرَامًا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৮৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দানকৃত বস্তু ফেরৎ নেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৮৫. হযরত উমার ইবনে খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আল্লাহর পথে একটি ঘোড়া দান করলাম। এরপর আমি তা ক্রয় করার ইচ্ছা করলাম। আমার মনে হল, সে সস্তা দামে তা বিক্রি করবে। এরপর আমি এ বিষয়ে নবী (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেনঃ তুমি তা ক্রয় করো না এবং তোমার সাদাকার দিকে ফিরে যেওনা, যদিও সে তা এক দিরহামের বিনিময়ে দান করে। কেননা, সাদাকা ফেরত গ্রহণকারী, বমি করে তা ভক্ষণকারীর ন্যায়।
(বুখারী ও মুসলিম বর্ণিত।
حملت على فرس في سبيل الله -এর মর্ম হল, আমি জনৈক ব্যক্তিকে জিহাদে ব্যবহারের জন্য একটি ঘোড়া দান করলাম।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عود الْإِنْسَان فِي هِبته
3985- وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ حملت على فرس فِي سَبِيل الله فَأَرَدْت أَن أشتريه فَظَنَنْت أَنه يَبِيعهُ برخص فَسَأَلت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَا تشتره وَلَا تعد فِي صدقتك وَإِن أعطاكه بدرهم فَإِن الْعَائِد فِي صدقته كالعائد فِي قيئه

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
قَوْله حملت على فرس فِي سَبِيل الله أَي أَعْطَيْت فرسا لبَعض الْغُزَاة ليجاهد عَلَيْهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৮৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দানকৃত বস্তু ফেরৎ নেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৮৬. হযরত ইবনে উমার ও ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: দান বা হেবা করে ফেরৎ নেওয়া কারো জন্য বৈধ নয়; তবে পিতা তার পুত্রকে যা দান করে, তার ব্যাপার স্বতন্ত্র। যে ব্যক্তি দান করে অথবা হেবা তা ফেরৎ গ্রহণ করে, সে ঐ কুকুরের ন্যায়, যে তৃপ্তি সহকারে আহার করে বমি করে। পরে সে তার বমি খেয়ে ফেলে।
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত। তবে ইমাম তিরমিযী (র) বলেন। হাদীসটি হাসান সহীহ্।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عود الْإِنْسَان فِي هِبته
3986- وَعَن ابْن عمر وَابْن عَبَّاس رَضِي الله عَنْهُم أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يحل لرجل أَن يُعْطي لرجل عَطِيَّة أَو يهب هبة ثمَّ يرجع فِيهَا إِلَّا الْوَالِد فِيمَا يُعْطي وَلَده وَمثل الَّذِي يرجع فِي عطيته أَو هِبته كَالْكَلْبِ يَأْكُل فَإِذا شبع قاء ثمَّ عَاد فِي قيئه

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৮৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দানকৃত বস্তু ফেরৎ নেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৮৭. হযরত আমর ইবনে শু'আয়ব পর্যায়েক্রমে তার পিতা থেকে, তিনি আবদুল্লাহ ইবনে আমর (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ যে ব্যক্তি দান করে পুনরায় তা ফেরৎ নেয়, তার দৃষ্টান্ত ঐ কুকুরের মত, যে বমি করে নিজেই তা খেয়ে ফেলে। এরপরও দানকারী যদি তা ফেরৎ নিতে চায়, তবে সে যেন বুঝে শুনে তা ফেরৎ নেয়। তার উচিত দানকৃত বস্তু ফিরিয়ে দেওয়া।
(আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْهِيب من عود الْإِنْسَان فِي هِبته
3987- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الَّذِي يسْتَردّ مَا وهب كَمثل الْكَلْب يقيء فيأكل قيئه فَإِذا اسْتردَّ الْوَاهِب فليوقف فليعرف بِمَا اسْتردَّ ثمَّ ليدفع مَا وهب

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৮৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৮৮. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে তার প্রতি যুলম করবে না এবং তাকে লাঞ্চিত করবে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাবে, আল্লাহ্ তার প্রয়োজন মেটাতে অগ্রগামী হবেন। যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির একটি বিপদ উত্তরণে সাহায্য করবে, আল্লাহ্ কিয়ামতের দিন তাকে একটি বিপদ থেকে মুক্ত করবেন। যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির অপরাধ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার অপরাধ গোপন রাখবেন।
(বুখারী, মুসলিম ও আবু দাউদ বর্ণিত। রাযীন আবদারীর বর্ণনায় আছে, যে ব্যক্তি মাযলুমের অধিকার আদায় করে দেওয়া পর্যন্ত তার সাথে পথ চলে, কিয়ামতের দিন আল্লাহ তার পা পুলসিরাতের উপর অবিচল রাখবেন, যখন সবার পা কাঁপতে থাকবে। তিনি বলেন: আমি মূলনীতির কোন পর্যায়ে এই অতিরিক্ত বর্ণনা দেখিনি। তবে ইবনে আবুদ দুনিয়া ও ইস্পাহানীর বর্ণনায় রয়েছে, যা সামনে আসবে।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3988- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْمُسلم أَخُو الْمُسلم لَا يَظْلمه وَلَا يُسلمهُ من كَانَ فِي حَاجَة أَخِيه كَانَ الله فِي حَاجته وَمن فرج عَن مُسلم كربَة فرج الله عَنهُ بهَا كربَة من كرب يَوْم الْقِيَامَة وَمن ستر مُسلما ستره الله يَوْم الْقِيَامَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد
وَزَاد فِيهِ رزين الْعَبدَرِي وَمن مَشى مَعَ مظلوم حَتَّى يثبت لَهُ حَقه ثَبت الله قَدَمَيْهِ على الصِّرَاط يَوْم تَزُول الْأَقْدَام وَلم أر هَذِه الزِّيَادَة فِي شَيْء من أُصُوله إِنَّمَا رَوَاهُ ابْن أبي الدُّنْيَا والأصبهاني كَمَا سَيَأْتِي
হাদীস নং: ৩৯৮৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৮৯. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলিম ব্যক্তির একটি বিপদ উত্তরণে সাহায্য করবে, কিয়ামতের দিন আল্লাহ্ তার একটি বিপদমুক্ত করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কারো অভাব দূরীকরণের চেষ্টা করবে, আল্লাহ্ দুনিয়া ও আখিরাতে তাকে দুঃখ ক্লেশ মুক্ত রাখবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। কোন ব্যক্তি যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিজকে রত রাখে, আল্লাহ্ তার বান্দাকে ততক্ষণ সাহায্য করেন।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী নিজ শব্দে, নাসাঈ, ইবনে মাজাহ্ ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেনঃ এ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3989- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من نفس عَن مُسلم كربَة من كرب الدُّنْيَا نفس الله عَنهُ كربَة من كرب يَوْم الْقِيَامَة وَمن يسر على مُعسر فِي الدُّنْيَا يسر الله عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَة وَمن ستر على مُسلم فِي الدُّنْيَا ستر الله عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَة وَالله فِي عون العَبْد مَا كَانَ العَبْد فِي عون أَخِيه

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
হাদীস নং: ৩৯৯০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯০. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতে এমন একদল লোক রয়েছে, যাদেরকে আল্লাহ মানুষের প্রয়োজন মিটানোর নিমিত্তে সৃষ্টি করেছেন। অভাবী লোক তাদের প্রয়োজন মিটাতে তাদের দিকে দৌঁড়ে আসে। কিয়ামতের দিন তাবাই আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকবে।
(তাবারানী, আবু শায়খ, ইবনে হিব্বানের কিতাবুস সাওয়াব গ্রন্থে জাহম ইবনে উসমান হতে বর্ণনা করেন। তবে জাফর ইবনে মুহাম্মন তার পিতা হতে, তিনি তার দাদা হতে এই সূত্রটি অজ্ঞাত। ইবনে আবুদ দুনিয়া اصطناع المعوف অধ্যায়ে হাসান (র) থেকে মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3990- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله خلقا خلقهمْ لحوائج النَّاس يفزع النَّاس إِلَيْهِم فِي حوائجهم أُولَئِكَ الآمنون من عَذَاب الله

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب من حَدِيث الجهم بن عُثْمَان وَلَا يعرف عَن جَعْفَر بن مُحَمَّد عَن أَبِيه عَن جده وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف عَن الْحسن مُرْسلا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯১. হযরত আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক জাতির মধ্যে কিছু সংখ্যক উত্তন লোক হয়েছে। আল্লাহ তাদেরকে ঐ জাতির নিকট ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত রাখেন, যতদিন তারা মুসলমানের সহযোগিতা করতে বিরক্ত অনুভব না করে, যখন তারা বিরক্তবোধ করে, তখন তাদের স্থলে অন্য লোক নির্বাচন করা হয়।
(তাবারানী বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3991- وَرُوِيَ عَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله
عِنْد أَقوام نعما أقرها عِنْدهم مَا كَانُوا فِي حوائج الْمُسلمين مَا لم يملوهم فَإِذا ملوهم نقلهَا إِلَى غَيرهم

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯২. হযরত আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলার এমন কিছু সংখ্যক বান্দা আছে, যাদেরকে তিনি সম্পদশালী করে মানব কল্যাণ সাধনের জন্য নির্ধারিত করেছেন। তারা যতদিন দান করে, ততদিন তাদেরকে তাদের সম্প্রদায়ের মধ্যে প্রতিষ্ঠিত রাখেন। এরপর যখন তারা দান থেকে হাত গুটিয়ে নেয়, তখন আল্লাহও তাদের থেকে তার নি'আমত (সম্পদ) কেড়ে নেন এবং এ নি'আমত দ্বারা অন্যকে ধন্য করেন।
(ইবনে আবুদ দুনিয়া, তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে বর্ণিত। তিনি বলেন, হাদীসটিকে হাসান বলা হলে তা গ্রহণযোগ।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3992- وَرُوِيَ عَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله أَقْوَامًا اختصهم بِالنعَم لمنافع الْعباد يقرهم فِيهَا مَا بذلوها فَإِذا منعوها نَزعهَا مِنْهُم فحولها إِلَى غَيرهم

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَلَو قيل بتحسين سَنَده لَكَانَ مُمكنا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৩. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি যতদিন মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণার্থে সম্পদ দান অব্যাহত রাখে, ততদিন পর্যন্ত আল্লাহর নি'আমত তার উপর অবধারিত থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষের দুঃখ লাঘবের জন্য সম্পদ ব্যয় করে না, পরিণামে ঐ নি'আমত ধ্বংস হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।
(ইবনে আবুদ দুনিয়া, তাবারানী ও অন্যান্যগণ বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3993- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا عظمت نعْمَة الله عز وَجل على عبد إِلَّا اشتدت إِلَيْهِ مُؤنَة النَّاس وَمن لم يحمل تِلْكَ الْمُؤْنَة للنَّاس فقد عرض تِلْكَ النِّعْمَة للزوال

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَغَيرهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৪. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তার কোন বান্দার প্রতি যখন তাঁর নি'আমত পরিপূর্ণ করে দেন, তখন সে অন্তরে ব্যাথা অনুভব করায় সে নি'আমত ধ্বংস হওয়ার কারণ সৃষ্টি হয়।
(তাবারানী উত্তম সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3994- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من عبد أنعم الله عَلَيْهِ نعْمَة فأسبغها عَلَيْهِ ثمَّ جعل من حوائج النَّاس إِلَيْهِ فتبرم فقد عرض تِلْكَ النِّعْمَة للزوال

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৫. হযরত ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাতে অগ্রসর হয়, তা তার জন্য দশ বছর ই'তিকাফ করা অপেক্ষাও উত্তম। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ই'তিকাফ করবে, আল্লাহ্ তার ও জাহান্নামের মধ্যে তিনটি পরিখা খনন করবেন না। আর এক একটি পরিখার দূরত্ব পৃথিবীর একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হবে।
(তাবারানীর আওসাত গ্রন্থে ও হাকিম বর্ণিত। তবে ইমাম হাকিমের বর্ণনায় রয়েছে। তিনি হাতে আংগুলের দ্বারা ইশারা করে বলেন: তোমাদের কারো তার ভাইয়ের প্রয়োজন মেটাতে অগ্নগামী হওয়া, আমার এই মসজিদে দুই মাস ই'তিকাফ করা অপেক্ষাও উত্তম।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3995- وَعَن ابْن عَبَّاس أَيْضا رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مَشى فِي حَاجَة أَخِيه كَانَ خيرا لَهُ من اعْتِكَاف عشر سِنِين وَمن اعْتكف يَوْمًا ابْتِغَاء وَجه الله جعل الله بَينه وَبَين النَّار ثَلَاث خنادق كل خَنْدَق أبعد مِمَّا بَين الْخَافِقين

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد إِلَّا أَنه قَالَ لِأَن يمشي أحدكُم مَعَ أَخِيه فِي قَضَاء حَاجته وَأَشَارَ بِأُصْبُعِهِ أفضل من أَن يعْتَكف فِي مَسْجِدي هَذَا شَهْرَيْن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৬. হযরত ইবনে উমার ও হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার ভাইয়ের অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অগ্রগামী হয়, আল্লাহ তাকে পঁচাত্তর হাজার ফেরেশতা দিয়ে ছায়া দেন, তারা সকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তাকে দু'আ করে। যদি সে এই কাজটি সকালে করে, তবে তা সন্ধ্যা পর্যন্ত, আর যদি সন্ধ্যায় করে তবে তা সকাল পর্যন্ত অব্যাহত থাকে। সে যতগুলো কদম রাখে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার একটি গুনাহ মোচন করেন এবং একটি মর্যাদা সমুন্নত করেন।
(আবু শায়খ ইবনে হিব্বান ও অন্যান্যগণ বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3996- وَرُوِيَ عَن ابْن عمر وَأبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَشى فِي حَاجَة أَخِيه حَتَّى يثبتها لَهُ أظلهُ الله عز وَجل بِخَمْسَة وَسبعين ألف ملك يصلونَ لَهُ وَيدعونَ لَهُ إِن كَانَ صباحا حَتَّى يُمْسِي وَإِن كَانَ مسَاء حَتَّى يصبح وَلَا يرفع قدما إِلَّا حط الله عَنهُ بهَا خَطِيئَة وَرفع لَهُ بهَا دَرَجَة

رَوَاهُ أَبُو الشَّيْخ وَابْن حبَان وَغَيره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৭. হযরত ইবনে উমার (রা) থেকে এককভাবে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন মানুষের প্রয়োজন মেটাতে সাহায্য করে, যে দিন মানুষের পা কম্পিত হবে, সেদিন আল্লাহ তার পা স্থির রাখবেন।
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3997- وَرُوِيَ أَيْضا عَن ابْن عمر وَحده رَضِي الله عَنْهُمَا أَن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أعَان عبدا فِي حَاجته ثَبت الله لَهُ مقَامه يَوْم تَزُول الْأَقْدَام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৮. যায়িদ ইবনে সাবিত (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাতে ব্রতী হয়, আল্লাহ্ ততক্ষণ সেই বান্দার প্রয়োজন মেটানো অব্যাহত রাখেন।
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3998- وَعَن زيد بن ثَابت رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يزَال الله فِي حَاجَة العَبْد مَا دَامَ فِي حَاجَة أَخِيه

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৯৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৩৯৯৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জাহান্নাম থেকে কিছু লোক বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর এক জাহান্নামী অপর জাহান্নামীকে বলবে, হে অমুক। তুমি কি আমাকে চিন? তখন সে বলবে, তুমি কে? সে বলবে: আমি ঐ ব্যক্তি, তুমি আমার নিকট অজুর পানি চেয়েছিলে এবং আমি তোমাকে তা দিয়েছিলাম। তখন সে (জান্নাতী) তার জন্য শাফা'আত করবে। ফলে, সে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে প্রবেশ করবে। অপর এক জাহান্নামী এক জান্নাতীকে বলবে: হে অমুক! তুমি কি আমাকে চিন? সে বলবে: তুমি কে? তখন সে বলবে: আমি ঐ ব্যক্তি, যাকে তুমি অমুক অমুক প্রয়োজন মেটাতে পাঠিয়েছিলে এবং আমি তোমার প্রয়োজন মিটিয়ে ছিলাম। ফলে, সে তার জন্য শাফা'আত করলে তার শাফা'আত কবুল করা হবে।
(ইবনে আবুদ দুনিয়া সংক্ষেপে ও ইবনে মাজা বর্ণনা করেন। ইবনে মাজার শব্দ পূর্বে বর্ণিত হয়েছে এবং ইস্পাহানী নিজ শব্দে বর্ণিত।
الوضوء - অজুর জন্য পাত্রে সংরক্ষিত পানি।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
3999- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يخرج خلق من أهل النَّار فيمر الرجل بِالرجلِ من أهل الْجنَّة فَيَقُول يَا فلَان أما تعرفنِي فَيَقُول وَمن أَنْت فَيَقُول أَنا الَّذِي استوهبتني وضُوءًا فَوهبت لَك فَيشفع فِيهِ ويمر الرجل فَيَقُول يَا فلَان أما تعرفنِي فَيَقُول وَمن أَنْت فَيَقُول أَنا الَّذِي بعثتني فِي حَاجَة كَذَا وَكَذَا فقضيتها لَك فَيشفع لَهُ فَيشفع فِيهِ

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا بِاخْتِصَار وَابْن مَاجَه وَتقدم لَفظه والأصبهاني وَاللَّفْظ لَهُ
الْوضُوء بِفَتْح الْوَاو وَهُوَ المَاء الَّذِي يتَوَضَّأ بِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪০০০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মুসলমানের প্রয়োজন মিটানো এবং তাদের আনন্দ দানের প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি কাউকে কোন কিছু দানের সুপারিশ করল এরপর তাকে তা দান করা হল
৪০০০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন মেটাতে এগিয়ে আসে, তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ্ তাকে সত্তরটি নেকী দান করেন এবং সত্তরটি গুনাহ মাফ করে দেন, যে স্থান থেকে রওনা হয়েছে পুনরায় সেস্থানে ফিরে আসা পর্যন্ত তা অব্যাহত থাকে। যদি সে তার প্রয়োজন নিজ হাতে মিটায়ে দেয়, তবে সে সদ্য প্রসূত সন্তান, যাকে তার মা আজ প্রসব করেছে, তার ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এমতাবস্থায় মৃত্যুবরণ করলে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
(ইবনে আবদু দুনিয়া اصطناع المعروف অধ্যায়ে উল্লিখিত হাদীসটি বর্ণনা করেন ও ইস্পাহানী।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي قَضَاء حوائج الْمُسلمين وَإِدْخَال السرُور عَلَيْهِم وَمَا جَاءَ فِيمَن شفع فأهدي إِلَيْهِ
4000 - وَرُوِيَ عَنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَشى فِي حَاجَة أَخِيه الْمُسلم كتب الله لَهُ بِكُل خطْوَة سبعين حَسَنَة ومحا عَنهُ سبعين سَيِّئَة إِلَى أَن يرجع من حَيْثُ فَارقه فَإِن قضيت حَاجته على يَدَيْهِ خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه وَإِن هلك فِيمَا بَين ذَلِك دخل الْجنَّة بِغَيْر حِسَاب

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب اصطناع الْمَعْرُوف والأصبهاني
tahqiq

তাহকীক: