আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৫১ টি

হাদীস নং: ৩৯২০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯২০. হযরত জুবায়র ইবনে মুতঈম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা আমার সাথে বনী ওয়াকিফের অন্ধ ব্যক্তির নিকট চল। উক্ত লোকটি চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিল।
(বাযযার উত্তম সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3920- وَعَن جُبَير بن مطعم رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم انْطَلقُوا بِنَا إِلَى بني وَاقِف نزور الْبَصِير رجل كَانَ كفيف الْبَصَر

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯২১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯২১. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "মাঝে মাঝে
সাক্ষাৎ কর, এতে ভালবাসা বৃদ্ধি পাবে।"
(তাবারানী বাযযার আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন। পরে তিনি (বাযযার) বলেনঃ হাদীসটির সনদ সূত্র বিশুদ্ধ কিনা, তা জানা যায়নি।
[হাফিয আবদুল আযীম মুনযিরী (র) বলেন) এই হাদীসটি একদল সাহাবী হতে বর্ণিত হয়েছে। কোন কোন মুহাদ্দিস এই হাদীসের যাবতীয় সনদ একত্র করেছেন। তবে সনদ সম্পর্কে মতভেদ আছে। বাযযার যেমন একটি সনদ বিশুদ্ধ বলেছেন, তা নয় বরং উক্ত হাদীসটি তাবারানী ও অন্যান্য মুহাদ্দিসগণ হাসান সনদে বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। এই কিতাব ব্যতীত অন্যান্য কিতাবেও আমি তার বেশ কয়েকটি হাদীস বর্ণনা করেছে। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3921- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زر غبا تَزْدَدْ حبا

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث أبي هُرَيْرَة ثمَّ قَالَ لَا يعلم فِيهِ حَدِيث صَحِيح
قَالَ الْحَافِظ وَهَذَا الحَدِيث قد رُوِيَ عَن جمَاعَة من الصَّحَابَة وَقد اعتنى غير وَاحِد من الْحفاظ بِجَمِيعِ طرقه وَالْكَلَام عَلَيْهِ وَلم أَقف لَهُ على طَرِيق صَحِيح كَمَا قَالَ الْبَزَّار بل
لَهُ أَسَانِيد حسان عِنْد الطَّبَرَانِيّ وَغَيره وَقد ذكرت كثيرا مِنْهَا فِي غير هَذَا الْكتاب وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯২২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯২২. ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে আতা (র) হতে বর্ণনা করেন। তিনি বলেন: আমি ও উবায়দা ইবনে উমায়র (রা) একবার হযরত আয়েশা (রা)-এর নিকট গেলাম। তখন তিনি উবায়দা ইবনে উমায়র-কে বলেন: হে উবায়দ! এতদিন পর তুমি আমার সাক্ষাতে এলে? তিনি বলেন: আমি বললামঃ হে আম্মাজান!
পূর্ববর্তীদের আদেশ পালনার্থে "মাঝে মধ্যে সাক্ষাৎ কর ভালবাসা বৃদ্ধি পাবে।" সে বলল, তিনি বলেনঃ তোমরা তোমাদের এসব বাতুলতা ছাড়। ইবনে উমায়র (রা) বলেনঃ আপনি আমাদেরকে এর চেয়ে বিশ্বয়কর বিষয় অবহিত করুন, যা আপনি রাসূলুল্লাহ(ﷺ) থেকে জেনেছেন। তখন তিনি إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ الخ "আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টিতে" আয়াতের শানে নুযূল উল্লেখ করেন।
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3922- وروى ابْن حبَان فِي صَحِيحه عَن عَطاء قَالَ دخلت أَنا وَعبيد بن عُمَيْر على عَائِشَة رَضِي الله عَنْهَا فَقَالَت لِعبيد بن عُمَيْر قد آن لَك أَن تَزُورنَا فَقَالَ أَقُول يَا أمه كَمَا قَالَ الأول زر غبا تَزْدَدْ حبا
قَالَ فَقَالَت دَعونَا من بَطَالَتكُمْ هَذِه
قَالَ ابْن عُمَيْر أَخْبِرِينَا بِأَعْجَب شَيْء رَأَيْته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكر الحَدِيث فِي نزُول إِن فِي خلق السَّمَوَات وَالْأَرْض الْبَقَرَة 461
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯২৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯২৩. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে রাসূলাল্লাহ (ﷺ) বলেছেন: আমার বৈঠকখানা সাজিয়ে নাও। কেননা, এখানে এমন ফিরিশতা অবতীর্ণ হন, যিনি কখনও পৃথিবীতে আসে না।
(আহমাদের বর্ণনায় অজ্ঞাতনামা একজন তাবেয়ী ব্যতীত তাঁর রাবীগণ বিশ্বস্ত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3923 - وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أصلحي لنا الْمجْلس فَإِنَّهُ ينزل ملك إِلَى الأَرْض لم ينزل إِلَيْهَا قطّ
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا أَن التَّابِعِيّ لم يسم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯২৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯২৪. হযরত উম্মু বুজায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) আমাদের বনী আমর ইবনে আওফের কবীলায় আসতেন। আমি তাঁর জন্য একটি চামড়ার পাত্রে ছাতু তৈরী করে রাখতাম। যখন তিনি আসতেন, তখন আমি তাকে তা পান করাতাম।
(আহমাদ বর্ণিত। ইবনে ইসহাক ব্যতীত তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3924 - وَعَن أم بجيد رَضِي الله عَنْهَا أَنَّهَا قَالَت كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يأتينا فِي بني عَمْرو بن عَوْف فأتخذ لَهُ سويقا فِي قعبة فَإِذا جَاءَ سقيتها إِيَّاه
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات سوى ابْن إِسْحَاق
أم بجيد بِضَم الْبَاء الْمُوَحدَة وَفتح الْجِيم وَاسْمهَا حَوَّاء بنت يزِيد الْأَنْصَارِيَّة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯২৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ দীনী ভাই ও নেক্কার লোকের সাথে সাক্ষাৎকারীদের প্রতি সম্মান প্রদর্শন
৩৯২৫. ইব্‌রাহীম ইবনে নাশীত (র) থেকে বর্ণিত। একবার তিনি হযরত আবদুল্লাহ ইবনে হারিস জাযয়ী যাবিদী (রা)-এর কাছে আসেন। তখন তিনি তার (মাথার) নিচ থেকে বালিশ উঠিয়ে তাকে দেন এবং বলেন: যে ব্যক্তি তার সাথীকে মর্যাদা দেয় না, সে আহমাদ এবং ইব্‌রাহীম (আ)-এর উম্মাতের অন্তর্ভুক্ত নয়।
(তাবারানী মাওকুফ সূত্রে বর্ণনা করেন। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي زِيَارَة الإخوان وَالصَّالِحِينَ وَمَا جَاءَ فِي إكرام الزائرين
3925- وَعَن إِبْرَاهِيم بن نشيط أَنه دخل على عبد الله بن جُزْء الزبيدِيّ رَضِي الله عَنهُ فَرمى إِلَيْهِ بوسادة كَانَت تَحْتَهُ وَقَالَ من لم يكرم جليسه فَلَيْسَ من أَحْمد وَلَا من إِبْرَاهِيم عَلَيْهِمَا الصَّلَاة وَالسَّلَام

رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯২৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯২৬. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানের আপ্যায়ন করে। যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। আর যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, অন্যথায় নীরব থাকে।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3926- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَليُكرم ضَيفه وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَليصل رَحمَه وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلْيقل خيرا أَو ليصمت

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৩৯২৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯২৭. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট এসে বলেনঃ আমি জানতে পেরেছি যে, তুমি রাতভর সালাত আদায় কর এবং দিনভর সিয়াম পালন কর।' তা কি ঠিক? আমি বললাম: হাঁ। তিনি বলেন: এরূপ করে না। মাঝে মাঝে সালাত আদায় কর, আবার মাঝে মাঝে ঘুমাও; মাঝে মধ্যে সিয়াম পালন কর এবং মাঝে মধ্যে সিয়াম ভঙ্গ কর। কেননা, তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে। তোমার সাক্ষাতে আগমনকারীদেরও তোমার উপর হক আছে, তোমার স্ত্রীরও তোমার উপর হক আছে। আল্-হাদীস।
(বুখারী নিজ শব্দে, মুসলিম ও অন্যান্য বর্ণনাকারীগণ বর্ণনা করেন। وَإِنْ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا -এর মর্ম হলঃ "তোমার সাথে সাক্ষাৎ প্রার্থী মেহমানগণের হকও তোমার উপর আছে।")
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3927- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ دخل عَليّ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ ألم أخبر أَنَّك تقوم اللَّيْل وتصوم النَّهَار قلت بلَى قَالَ فَلَا تفعل قُم ونم وصم وَأفْطر فَإِن لجسدك عَلَيْك حَقًا وَإِن لعينك عَلَيْك حَقًا وَإِن لزورك عَلَيْك حَقًا وَإِن لزوجك عَلَيْك حَقًا الحَدِيث

رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم وَغَيرهمَا
وَقَوله وَإِن لزورك عَلَيْك حَقًا أَي وَإِن لزوارك وأضيافك عَلَيْك حَقًا يُقَال للزائر زور بِفَتْح الزَّاي سَوَاء فِيهِ الْوَاحِد وَالْجمع
হাদীস নং: ৩৯২৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯২৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে এসে বলল: আমি ক্লান্ত। সে মতে তিনি তাঁর কোন এক স্ত্রীর কাছে লোক পাঠান। সে (স্ত্রী) বলল: আল্লাহর শপথ! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমার কাছে পানি ব্যতীত কিছুই নেই। তখন তিনি অপর একজনের কাছে পাঠান। সেও অনুরূপ জবাব দেয়, এমন কি তার সকলে একই জবাব দিয়ে ফেরৎ দেয় যে, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, তাঁর শপথ! আমাদের কাছে পানি ব্যতীত কিছুই নেই। তখন তিনি
(সাহাবীদের লক্ষ্য করে) বলেন: কেউ আছে কি, যে এ রাতে তার মেহমানদারী করবে। আল্লাহ্ তার উপর রহম করবেন। এক আনসার সাহাবী তখন দাঁড়িয়ে যান এবং বলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমি। তিনি লোকটিকে নিয়ে নিজ বাড়ীতে চলে যান এবং তার স্ত্রীকে বলেন: তোমার কাছে খাবার কিছু আছে কি? সে বলল: আমাদের শিশুদের খাবার ছাড়া অন্য কোন খাবার নেই। সে (আনসার সাহাবী) বলল: তুমি তাদেরকে প্রলোভন দিতে থাক। যখন তারা রাতের খানা খেতে চাইবে, তখন তুমি তাদেরকে ঘুমিয়ে দেবে। এরপর যখন আমাদের মেহমান (খাবার দস্তরখানে) আসবে, তখন তুমি বাতি নিভিয়ে দেবে এবং এমনভাব দেখাবে যে, আমরাও যেন (তার সাথে) আহার করছি।
অন্য বর্ণনায় আছে, যখন মেহমান খানা খেতে শুরু করবে, তখন তুমি বাতি নিভিয়ে দেবে। তিনি বলেন: তারা সবাই এবং মেহমান খানা খেয়ে নিল। তারা উভয়ে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাল। এরপর যখন সে পর দিন ভোর বেলা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেল, তখন তিনি তাকে বললেন: আল্লাহ তোমাদের দু'জনের কৌশল অবলম্বনে ও মেহমানদারীতে সন্তুষ্ট হয়েছেন।
অন্য বর্ণনায় আরো আছে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে নিন্মোক্ত আয়াতটি অবতীর্ণ হয় :
وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ
"তারা তাদের নিজেদের উপর প্রাধান্য দেয় অন্যদেরকে, নিজেরা অভাবগ্রস্ত হলেও।" (সূরা হাশর: ৯)
(মুসলিম ও অন্যান্যরা বর্ণনা করেছেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3928- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنِّي مجهود فَأرْسل إِلَى بعض نِسَائِهِ فَقَالَت لَا وَالَّذِي بَعثك بِالْحَقِّ مَا عِنْدِي إِلَّا مَاء ثمَّ أرسل إِلَى أُخْرَى فَقَالَت مثل ذَلِك حَتَّى قُلْنَ كُلهنَّ مثل ذَلِك لَا وَالَّذِي بَعثك بِالْحَقِّ مَا عِنْدِي إِلَّا مَاء فَقَالَ من يضيف هَذَا اللَّيْلَة رَحمَه الله فَقَامَ رجل من الْأَنْصَار فَقَالَ أَنا يَا رَسُول الله فَانْطَلق بِهِ إِلَى رَحْله فَقَالَ لامْرَأَته هَل عنْدك شَيْء قَالَت لَا إِلَّا قوت صبياني
قَالَ فعلليهم بِشَيْء فَإِذا أَرَادوا الْعشَاء فنوميهم فَإِذا دخل ضيفنا فأطفئي السراج وأريه أَنا نَأْكُل

وَفِي رِوَايَة فَإِذا أَهْوى ليَأْكُل فقومي إِلَى السراج حَتَّى تطفئيه
قَالَ فقعدوا وَأكل الضَّيْف وباتا طاويين فَلَمَّا أصبح غَدا على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ قد عجب الله من صنيعكما بضيفكما

زَاد فِي رِوَايَة فَنزلت هَذِه الْآيَة ويؤثرون على أنفسهم وَلَو كَانَ بهم خصَاصَة الْحَشْر 9
رَوَاهُ مُسلم وَغَيره
হাদীস নং: ৩৯২৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯২৯. হযরত আবু শুরায়হ খুয়াইলিদ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস রাখে, তার উচিত অতিথি সেবা করা। অতিথির জন্য উত্তম আহারের ব্যবস্থা হল একদিন ও একরাতের। আর (সাধারণ) আতিথিয়েতা হল। তিন দিন। এতদ্ব্যতীত যা হবে, তা হল সাদাকা। অতিথির সেবককে কষ্ট দিয়ে অতিথি তার ঘরে অবস্থান করা বৈধ নয়, যা তাকে ঘর থেকে বের হতে বাধ্য করে।
(মালিক, বুখারী বর্ণিত। মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজা বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন, لايثوى অর্থ : অতিথি সেবকের কষ্ট হতে পারে, এমন সময় পর্যন্ত তার অতিথ্য গ্রহণ না করা।
الحرج কষ্ট, বোকা। [ইমাম খাতাবী (র) বলেন): অতিথি সেবকের ইচ্ছার বিরুদ্ধে মেহমান তিনদিনের অতিরিক্ত তার নিকট অবস্থান করা। ফলে, তার মন ছোট হয়ে যায় এবং তার সাওয়াব বিনষ্ট হয়।
(হাফিয মুনযিরী (র) বলেন: উক্ত হাদীসটি সম্পর্কে আলিমগণ দু'টি মত পোষণ করেন। তা হল : ১. অতিথি সেবক স্বেচ্ছায় তিনদিন আপ্যায়ন করবে। ২. একদিন একরাত আপ্যায়নের পর তাকে কিছু দেয়া।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3929- وَعَن أبي شُرَيْح خويلد بن عَمْرو رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَليُكرم ضَيفه جائزته يَوْم وَلَيْلَة والضيافة ثَلَاثَة أَيَّام فَمَا كَانَ بعد ذَلِك فَهُوَ صَدَقَة وَلَا يحل لَهُ أَن يثوي عِنْده حَتَّى يُخرجهُ

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
قَالَ التِّرْمِذِيّ وَمعنى لَا يثوي لَا يُقيم حَتَّى يشْتَد على صَاحب الْمنزل والحرج الضّيق انْتهى
وَقَالَ الْخطابِيّ مَعْنَاهُ لَا يحل للضيف أَن يُقيم عِنْده بعد ثَلَاثَة أَيَّام من غير استدعاء مِنْهُ حَتَّى يضيق صَدره فَيبْطل أجره انْتهى
قَالَ الْحَافِظ وللعلماء فِي هَذَا الحَدِيث تَأْوِيلَانِ أَحدهمَا أَنه يُعْطِيهِ مَا يجوز بِهِ ويكفيه فِي يَوْم وَلَيْلَة إِذا اجتاز بِهِ وَثَلَاثَة أَيَّام إِذا قَصده
وَالثَّانِي يُعْطِيهِ مَا يَكْفِيهِ يَوْمًا وَلَيْلَة يستقبلهما بعد ضيافته
হাদীস নং: ৩৯৩০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি। অতিথির জন্য অতিথি সেবকের উপর তিনটি অধিকার রয়েছে। এর বেশী যা হবে, তা সাদাকারূপে গণ্য হবে। এরপর অতিথির কর্তব্য হল। সে যেন অন্যত্র চলে যায়, আর মেজবানকে (অবস্থার চাপে ফেলে অনন্যোপায় হয়ে) পাপ কাজ করতে বাধ্য না করে।
(আহমাদ, আবূ ই'আলা, ও বাযযার বর্ণিত। লায়স ইবনে আবু সুলায়ম ব্যতীত তার বর্ণনাকরীগণ বিশ্বস্ত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3930- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول للضيف على من نزل بِهِ من الْحق ثَلَاث فَمَا زَاد فَهُوَ صَدَقَة وعَلى الضَّيْف أَن يرتحل لَا يؤثم أهل الْمنزل

رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالْبَزَّار وَرُوَاته ثِقَات سوى لَيْث بن أبي سليم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৩১
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী (ﷺ) বলেছেন। কোন অতিথি কোন কাওমের নিকট এসে সে যদি অপ্যায়ন থেকে বঞ্চিত থাকে। তবে সে মেহমানদারীর পরিমাণ সামগ্রী নিয়ে যেতে পারে এবং এতে তার কোন গুনাহ হবে না।
(আহমাদ বর্ণিত। তাঁর বর্ণনাকরীগণ বিশ্বস্ত এবং হাকিম। তিনি বলেনঃ হাদীসটির সনদ সহীহ।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3931- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَيّمَا ضيف نزل بِقوم فَأصْبح الضَّيْف محروما فَلهُ أَن يَأْخُذ بِقدر قراه وَلَا حرج عَلَيْهِ

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৩২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩২. হযরত আবু কারীমা মিকদাম ইবনে মাদীকারিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একদিন অতিথির আপ্যায়ন করা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য। কোন ব্যক্তি যদি কারও বাড়ীর আঙ্গিনায় রাত যাপন করে (অথচ অপ্যায়ন থেকে বঞ্চিত হয়), তবে বাড়ীর মালিকের উপর ঋণের বোঝা এসে যায়। চাই সে তা পূরণ করুক কিংবা না করুক।
(আবু দাউদ ও ইবনে মাজা বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3932- وَعَن أبي كَرِيمَة وَهُوَ الْمِقْدَام بن معديكرب الْكِنْدِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْلَة الضَّيْف حق على كل مُسلم فَمن أصبح بفنائه فَهُوَ عَلَيْهِ دين إِن شَاءَ قضى وَإِن شَاءَ ترك

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৩৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩৩. হযরত আবু কারীমা মিকদাম ইবনে মাদীকারিব (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: কোন ব্যক্তি কোন কাওমের অতিথি হল এবং সে বঞ্চিত থাকল। এমতাবস্থায়, প্রত্যেক মুসলমানের উচিত, তারা যেন একদিনের মেহমানদারী পরিমাণ ফসল ও সম্পদ (বাড়ীর মালিক) হতে আদায় করার ব্যাপারে তাকে সাহায্য করে।
(আবূ দাউদ ও হাকিম বর্ণিত। তিনি বলেন: হাদীসটির সনদ সহীহ্।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3933- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَيّمَا رجل أضَاف قوما فَأصْبح الضَّيْف محروما فَإِن نَصره حق على كل مُسلم حَتَّى يَأْخُذ بقرى ليلته من زرعه وَمَاله

رَوَاهُ أَبُو دَاوُد وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৩৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩৪. হযরত তিলিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি। অতিথিয়েতা অনিবার্যভাবে তিনদিন পর্যন্ত। এরপরে বেশী যা হবে, তা সাদাকার অন্তর্ভুক্ত।
(তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে বর্ণিত এবং এর সনদসূত্র বিতর্কিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3934- وَعَن التلب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الضِّيَافَة ثَلَاثَة أَيَّام حق لَازم فَمَا كَانَ بعد ذَلِك فصدقة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِإِسْنَاد فِيهِ نظر
হাদীস নং: ৩৯৩৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, তার উচিত অতিথি সেবা করা, একথা তিনি তিনবার বলেন। এক ব্যক্তি বলল: ইয়া রাসুলাল্লাহ্! অতিথি সেবা কি। তিনি বলেন: তিনদিন এবং এর বেশী হলে তা সাদাকারূপে গণ্য হবে।
(আহমাদ (রা) দীর্ঘ ও সংক্ষিপ্ত একাধিক সনদসূত্রে বর্ণনা করেন। তবে তন্মধ্যে একটি সনদ সহীহ। এছাড়া বাযযার ও আবু ই'আলা বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3935- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَليُكرم ضَيفه قَالَهَا ثَلَاثًا
قَالَ رجل وَمَا كَرَامَة الضَّيْف يَا رَسُول الله قَالَ ثَلَاثَة أَيَّام فَمَا زَاد بعد ذَلِك فَهُوَ صَدَقَة

رَوَاهُ أَحْمد مطولا مُخْتَصرا بأسانيد أَحدهَا صَحِيح وَالْبَزَّار وَأَبُو يعلى
হাদীস নং: ৩৯৩৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩৬. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আতিথেয়তা তিনদিন পর্যন্ত এবং বেশী হলে তা সাদাকারূপে গণ্য হবে।
(আর বাযযার বর্ণিত, তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত। প্রত্যেক সৎকাজই সাদাকার অন্তর্ভুক্ত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3936- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الضِّيَافَة ثَلَاثَة أَيَّام فَمَا زَاد فَهُوَ صَدَقَة وكل مَعْرُوف صَدَقَة

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات
হাদীস নং: ৩৯৩৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩৭. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি সালাত কায়েম করে, যাকাত আদায় করে, রামাযানের সিয়াম পালন করে এবং অতিথি সেবা করে, সে জান্নাতী।
(তাবারানীর কাবীর গ্রন্থে বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3937- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَقَامَ الصَّلَاة وَآتى الزَّكَاة وَصَامَ رَمَضَان وقرى الضَّيْف دخل الْجنَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৩৮
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যকার যে ব্যক্তি যতক্ষণ দস্তরখানায় অতিথির জন্য খানা প্রস্তুত রাখে, ততক্ষণ পর্যন্ত ফিরিশতাকুল তার জন্য মাগফিরাত কামনা করে।
(ইস্পাহানী।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3938- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَلَائِكَة تصلي على أحدكُم مَا دَامَت مائدته مَوْضُوعَة

رَوَاهُ الْأَصْبَهَانِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৯৩৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
পরিচ্ছেদঃ মেহমানদারী করা, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার হকের গুরুত্ব অনুধাবনের প্রতি অনুপ্রেরণা এবং মেহমানের যথাযথ আপ্যায়ন না করার কারণে অতিথি সেবকের গুনাহগার হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৯৩৯. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ঘরে ছুরি হতে উটের কুঁজ (ক্ষুদ্র হতে বড় খাদ্য) অতিথির জন্য পরিবেশন করা হয়, সেই গৃহবাসীর প্রতি কল্যাণ সর্বাধিক দ্রুতবেগে বর্ষিত হয়।
(ইবনে মাজা এবং ইবনে আবুদ দুনিয়া আনাস (রা) ও অন্যান্যদের সূত্রে হাদীসটি বর্ণনা করেন।
(হাফিয মুনযিরী (র) বলেন:) পেছনে إطعام الطعام শীর্ষক অনুচ্ছেদে এই হাদীসটি অতিবাহিত হয়েছে এবং এই অনুচ্ছেদে যে সকল হাদীস সংশ্লিষ্ট রয়েছে আমি তা পূর্ণবার উল্লেখ করিনি।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي الضِّيَافَة وإكرام الضَّيْف وتأكيد حَقه وترهيب الضَّيْف أَن يُقيم حَتَّى يؤثم أهل الْمنزل
3939- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْخَيْر أسْرع إِلَى الْبَيْت الَّذِي يُؤْكَل فِيهِ من الشَّفْرَة إِلَى سَنَام الْبَعِير

رَوَاهُ ابْن مَاجَه وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا من حَدِيث أنس وَغَيره
قَالَ الْحَافِظ وَتقدم بَاب فِي إطْعَام الطَّعَام وَفِيه غير مَا حَدِيث يَلِيق بِهَذَا الْبَاب لم نعد مِنْهَا شَيْئا
tahqiq

তাহকীক: