আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২০. অধ্যায়ঃ হদ্দ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২৬৭ টি

হাদীস নং: ৩৬৭২
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭২. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: চার প্রকার লোক আল্লাহর গযব ও অসন্তুষ্টির মধ্যে কালাতিপাত করে। আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ্! তারা কারা? তিনি বললেনঃ নারী বেশী পুরুষ, পুরুষ বেশী নারী, যে চুতম্পদ জন্তুর সাথে উপগত হয় এবং যে পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়।
(তাবারানী ও বায়হাকী মুহাম্মাদ ইবনে সাল্লাম বুখারী (র) সূত্রে বর্ণনা করেন। তবে তাঁর পিতার সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনাসূত্র অজ্ঞাত। ইমাম খুযায়ী (র) বলেন: এ হাদীসের মুতাবা'আত পাওয়া যায়নি।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3672- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَرْبَعَة يُصْبِحُونَ فِي غضب الله
وَيُمْسُونَ فِي سخط الله
قلت من هم يَا رَسُول الله قَالَ المتشبهون من الرِّجَال بِالنسَاء والمتشبهات من النِّسَاء بِالرِّجَالِ وَالَّذِي يَأْتِي الْبَهِيمَة وَالَّذِي يَأْتِي الرِّجَال

رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ من طَرِيق مُحَمَّد بن سَلام الْخُزَاعِيّ وَلَا يعرف عَن أَبِيه عَن أبي هُرَيْرَة وَقَالَ البُخَارِيّ لَا يُتَابع على حَدِيثه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৭৩
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৩. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা যাকে কাওমে লূতের কাজে পাও, তাকে এবং সে যার সাথে মিলিত হয়, তাদের উভয়কে হত্যা কর।
(আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজা ও বায়হাকী বর্ণিত। তাঁরা সকলে আমর ইবনে আবু আমর (রা) ইকরামা হতে ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন। ইমাম বুখারী ও মুসলিম (র) এবং অপরাপর মুহাদ্দিসগণ আমর এর হাদীস দলীলরূপে গ্রহণ করেন। তিনি বিশ্বস্ত রাবী। তবে ইকরিমার ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনাটি অপরিচিত।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3673- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من وجدتموه يعْمل عمل قوم لوط فَاقْتُلُوا الْفَاعِل وَالْمَفْعُول بِهِ

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة عَمْرو بن أبي عَمْرو عَن عِكْرِمَة عَن ابْن عَبَّاس وَعَمْرو هَذَا قد احْتج بِهِ الشَّيْخَانِ وَغَيرهمَا وَقَالَ ابْن معِين ثِقَة يُنكر عَلَيْهِ حَدِيث عِكْرِمَة عَن ابْن عَبَّاس يَعْنِي هَذَا
انْتهى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৭৪
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৪. আবু দাউদ ও অন্যান্য মুহাদ্দিসগণ উল্লিখিত বর্ণনা ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: যে ব্যক্তি চতুষ্পদ জন্তুর সাথে সহবাস করে, তাকে এবং জন্তুটিকে হত্যা কর।
ইমাম খাত্তাবী (র) বলেন। উপরোক্ত হাদীসটি নবী (ﷺ)-এর নিম্নবর্ণিত। নিষেধাজ্ঞা সম্বলিত হাদীসটির সাথে সাংঘর্ষিক। হাদীসে বলা হয়েছে, "কোন জন্তুকে খাওয়ার উদ্দেশ্যে ব্যতীত হত্যা করা যাবে না"।
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3674- وروى أَبُو دَاوُد وَغَيره بِالْإِسْنَادِ الْمَذْكُور عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَتَى بَهِيمَة فَاقْتُلُوهُ واقتلوها مَعَه
قَالَ الْخطابِيّ قد عَارض هَذَا الحَدِيث نهي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن قتل الْحَيَوَان إِلَّا لمأكلة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৭৫
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৫. বায়হাকী ও অন্যান্যগণ মিফযাল ইবনে ফাযালা (র) হতে, তিনি ইবনে জুরায়জ হতে, তিনি ইকরিমা (র) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা কনে। তিনি বলেছেন: সমকামিতাকারী ও সমকামী ব্যক্তি এবং যে ব্যক্তি চতুষ্পদ জন্তুর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তাকে হত্যা কর।
আল্লামা বাগাভী (র) বলেন, সমকামিতার শাস্তি সম্পর্কে আলিমগণ মতবিরোধ করেছেন। কারো কারো মতে, ব্যভিচারের শাস্তির ন্যায় সমকামিতার শাস্তি। বিবাহিত হলে প্রস্তর নিক্ষেপে হত্যা করতে হবে, আর অবিবাহিত হলে একশ' বেত্রাঘাত করা হবে। এ অভিমত সাঈদ ইবনে মুসায়্যাব, আতা ইবনে আবু রাবাহ, হাসান, কাতাদা, নাসাঈ, সাত্তরী, আওযাঈ ও শাফিঈ (র)-এর। অনুরূপ আবু ইউসুফ, মুহাম্মাদ ইবনে হাসান (র) থেকেও বর্ণিত আছে। ইমাম শাফিঈ (র)-এর মতে, সমকামিত পুরুষ হোক কি নারী, বিবাহিত হোক কি অবিবাহিত, তার শাস্তি হল একশ' বেত্রাঘাত ও এক বছরের জন্য নির্বাসন। অপরাপর আলিমদের মতে, বিবাহিত কি অবিবাহিত প্রস্তরাঘাতে হত্যা করতে হবে। সাঈদ ইবনে জুবায়র ও মুজাহিদ (র) ইবনে আব্বাস (রা) সূত্রে এ অভিমত পোষণ করেন। অনুরূপ শা'বী, যুহরী, মালিক, আহমাদ, ইসহাক অভিমত দিয়েছেন। হাম্মাদ ইবনে ইবরাহীম নাখঈ (র) হতে এ অভিমত পোষণ করেন যে, তিনি বলেছেন, কাউকে যদি প্রস্তরাঘাতে দুইবার প্রাণদণ্ড দেয়ার বিধান থাকত, তবে তা সমকামীর ক্ষেত্রে কার্যকর করা হত।
ইমান শাফিঈ (র)-এর আর একটি অভিমত হল, এই হাদীসের বর্ণনানুসারে সমকামী ও সমকামিতকে হত্যা করাই বিধান, যেমন এই সম্পর্কীয় বিধান সামনে হাদীসে আসবে।।
[হাফিয মুনযিরী, (র) বলেন), সমকামীকে আগুনে জ্বালিয়ে শাস্তি দেওয়া সম্পর্কে চারজন খলীফা থেকে বিবরণ রয়েছে। তারা হলেন, আবু বকর সিদ্দীক, আলী ইবনে আবু তালিব, আবদুল্লাহ্ ইবনে যুবায়র ও হিশাম ইবনে আবদুল মালিক (র)।
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3675- وروى الْبَيْهَقِيّ أَيْضا عَن مفضل بن فضَالة عَن ابْن جريج عَن عِكْرِمَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اقْتُلُوا الْفَاعِل وَالْمَفْعُول بِهِ وَالَّذِي يَأْتِي الْبَهِيمَة
قَالَ الْبَغَوِيّ اخْتلف أهل الْعلم فِي حد اللوطي فَذهب إِلَى أَن حد الْفَاعِل حد الزِّنَا إِن كَانَ مُحصنا يرْجم وَإِن لم يكن مُحصنا يجلد مائَة وَهُوَ قَول سعيد بن الْمسيب وَعَطَاء بن أبي رَبَاح وَالْحسن وَقَتَادَة وَالنَّخَعِيّ وَبِه قَالَ الثَّوْريّ وَالْأَوْزَاعِيّ وَهُوَ قَول الشَّافِعِي ويحكى أَيْضا عَن أبي يُوسُف وَمُحَمّد بن الْحسن
وعَلى الْمَفْعُول بِهِ عِنْد الشَّافِعِي على هَذَا القَوْل جلد مائَة وتغريب عَام رجلا كَانَ أَو امْرَأَة مُحصنا كَانَ أَو غير مُحصن
وَذهب قوم إِلَى أَن اللوطي يرْجم مُحصنا كَانَ أَو غير مُحصن
رَوَاهُ سعيد بن جُبَير وَمُجاهد عَن ابْن عَبَّاس وَرُوِيَ ذَلِك عَن الشّعبِيّ وَبِه قَالَ الزُّهْرِيّ وَهُوَ قَول مَالك وَأحمد وَإِسْحَاق وروى حَمَّاد بن إِبْرَاهِيم عَن إِبْرَاهِيم يَعْنِي النَّخعِيّ قَالَ لَو كَانَ أحد يَسْتَقِيم أَن
يرْجم مرَّتَيْنِ لرجم اللوطي
وَالْقَوْل الآخر للشَّافِعِيّ أَنه يقتل الْفَاعِل وَالْمَفْعُول بِهِ كَمَا جَاءَ فِي الحَدِيث انْتهى
قَالَ الْحَافِظ حرق اللوطية بالنَّار أَرْبَعَة من الْخُلَفَاء أَبُو بكر الصّديق وَعلي بن أبي طَالب وَعبد الله بن الزبير وَهِشَام بن عبد الْملك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৭৬
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৬. হযরত ইবনে আবু দুনিয়া (র) বায়হাকীর উত্তম সনদে মুহাম্মাদ ইবনে মুনকাদির থেকে বর্ণিত। একবার হযরত খালিদ ইবনে ওয়ালিদ (রা) আবূ বকর (রা)-এর নিকট এই মর্মে একটি পত্র প্রেরণ করেন যে, তিনি আরবের কোন শহরতলীতে এক ব্যক্তিকে উপগত হতে দেখেন, যেমন নারীর সাথে পুরুষ উপগত হয়। (তিনি এর বিধান জানতে চাইলেন)। তখন আবু বকর (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণকে একত্র করেন। তাঁদের মধ্যে ছিলেন, আলী ইবনে আবু তালিব। হযরত আলী (রা) বললেন: এ এমন এক অপরাধ, যা কেবল পূর্ববর্তী উম্মাতের একটি দলই করেছিল। তারপর আল্লাহ তা'আলা তাদের উপর কি শাস্তি অবর্তীর্ণ করেন, তা আপনাদের জানা আছে? অবশেষে হযরত আলী (রা) বললেন: আমার মতে তাকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলা উচিত। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণের ঐক্যমতে তাকে আগুনে জ্বলিয়ে মারার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে আবূ বকর (রা) তাকে আগুনে জ্বলিয়ে মারার নির্দেশ দেন।।
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3676 - وروى ابْن أبي الدُّنْيَا وَمن طَرِيقه الْبَيْهَقِيّ بِإِسْنَاد جيد عَن مُحَمَّد بن الْمُنْكَدر أَن خَالِد بن الْوَلِيد كتب إِلَى أبي بكر الصّديق رَضِي الله عَنهُ أَنه وجد رجلا فِي بعض ضواحي الْعَرَب ينْكح كَمَا تنْكح الْمَرْأَة فَجمع لذَلِك أَبُو بكر أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَفِيهِمْ عَليّ بن أبي طَالب فَقَالَ عَليّ إِن هَذَا ذَنْب لم تعْمل بِهِ أمة إِلَّا أمة وَاحِدَة فَفعل الله بهم مَا قد علمْتُم أرى أَن تحرقه بالنَّار فَاجْتمع رَأْي أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يحرق بالنَّار فَأمر أَبُو بكر أَن يحرق بالنَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৭৭
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন প্রকার মানুষের লা-ইলাহা ইল্লাল্লাহ্ (ঈমান) গ্রহণযোগ্য নয়: ১. পুরুষে পুরুষে সমকামী, ২. নারী নারীর সাথে সমকামী এবং ৩. যালিম বাদশাহ্।
(হাদীসটি গরীব এবং তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3677- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا تقبل لَهُم شَهَادَة أَن لَا إِلَه إِلَّا الله الرَّاكِب والمركوب والراكبة والمركوبة وَالْإِمَام الجائر
حَدِيث غَرِيب جدا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৭৮
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৮. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা ঐ ব্যক্তির প্রতি (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না, যে ব্যক্তি পুরুষের সাথে সমকামিতায় অথবা নারীর গুহ্য দ্বারে উপগত হয়।
(তিরমিযী, নাসাঈ ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত ।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3678- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا ينظر الله عز وَجل إِلَى رجل أَتَى رجلا أَو امْرَأَة فِي دبرهَا

رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৭৯
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৯. আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পুরুষে নারীর গুহ্যদ্বারে উপগত
হওয়াই ছোট সমকামিতা।
(আহমাদ ও বাযযার বর্ণিত। তাদের বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3679- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ هِيَ اللوطية الصُّغْرَى يَعْنِي الرجل يَأْتِي امْرَأَته فِي دبرهَا

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار ورجالهما رجال الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৮০
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮০. হযরত উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমরা কুণ্ঠিত হও কিন্তু সত্যের ব্যাপারে আল্লাহ্ কুণ্ঠিত হন না। তোমরা নারীদের গুহ্যদ্বারে উপগত হয়ো না।
আবু ই'আলা উত্তম সনদে বর্ণনা করেন।
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3680- وَعَن عمر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسْتَحْيوا فَإِن الله لَا يستحيي من الْحق وَلَا تَأْتُوا النِّسَاء فِي أدبارهن

رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৮১
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮১. হযরত খুযায়মা ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) এ কথাটি তিনবার বলেছেন: আল্লাহ্ সত্য বলতে কুণ্ঠিত হন না। তোমরা নারীদের গুহ্যদ্বারে উপগত হয়ো না।
(ইবনে মাজা নিজ শব্দে, নাসাঈ কয়েকটি বর্ণনাসূত্রে বর্ণনা করেন। তবে তার একটি সনদ-সূত্র উত্তম।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3681- وَعَن خُزَيْمَة بن ثَابت رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله لَا يستحيي من الْحق ثَلَاث مَرَّات لَا تَأْتُوا النِّسَاء فِي أدبارهن

رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ بأسانيد أَحدهَا جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৮২
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮২. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) নারীর গুহ্যদ্বারে উপগত হতে নিষেধ করেছেন।
(তাবারানীর আওসাত গ্রন্থ ও তার বর্ণনাকারীগণ বিশুদ্ধ এবং দারু-কুতনী বর্ণিত। তবে তার শব্দমালা এরূপঃ "তোমরা আল্লাহর ব্যাপরে লজ্জাবোধ করবে। কেননা, আল্লাহ্ সত্য বলতে কুণ্ঠাবোধ করেন না। নারীদের পশ্চাদপথে সঙ্গম করা হালাল নয়।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3682- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن محاش النِّسَاء

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات وَالدَّارَقُطْنِيّ
وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اسْتَحْيوا من الله فَإِن الله لَا يستحيي من الْحق لَا يحل مأتاك النِّسَاء فِي حشوشهن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৮৩
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮৩. হযরত উকবা ইবনে আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যারা নারীদের পশ্চাদপথে সঙ্গম কবে তাদের প্রতি আল্লাহর লা'নত।
(তাবারানী (র) আবদুস্ সামাদ ইবন ফাযল (র) সূত্রে বর্ণনা করেন।
المحاش গুহ্যদ্বার।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3683- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعن الله الَّذين يأْتونَ النِّسَاء فِي محاشهن

رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة عبد الصَّمد بن الْفضل
المحاش بِفَتْح الْمِيم وَبِالْحَاءِ الْمُهْملَة وَبعد الْألف شين مُعْجمَة مُشَدّدَة جمع محشة بِفَتْح الْمِيم وَكسرهَا وَهِي الدبر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৮৪
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি নারীদের
গুহ্যদ্বারে সঙ্গম করে, সে (আল্লাহর নি'আমতের) কুফরী করে।
(তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত। তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3684- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَتَى النِّسَاء فِي أعجازهن فقد كفر

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৮৫
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮৫. ইবনে মাজা ও বায়হাকী উভয়ে হারিস ইবনে মুখাল্লাদ হতে, তিনি হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: যে ব্যক্তি নারীর গুহ্যদ্বারে উপগত হবে, আল্লাহ তার দিকে তাকাবেন না।
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3685- وروى ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا عَن الْحَارِث بن مخلد عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا ينظر الله إِلَى رجل جَامع امْرَأَة فِي دبرهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৮৬
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি নারীর পশ্চাদপথে গমন করে, যে অভিশপ্ত।
(আহমাদ ও আবু দাউদ বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3686 - وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَلْعُون من أَتَى امْرَأَة فِي دبرهَا

رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৮৭
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ঋতুমতী নারীর সাথে মিলিত হয় অথবা কোন নারীর গুহ্যদ্বারে সঙ্গম করে অথবা কোন গণকের কাছে যায়, তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মাদ (ﷺ)-এর উপর অবতীর্ণ কিতাবকে অস্বীকার করল।
(আহমাদ, তিরমিযী, নাসাঈ ইবনে মাজাহ, আবু দাউদ বর্ণিত। তবে আবু দাউদের শব্দমালা এরূপ সে মুহাম্মাদ (ﷺ)-এর উপর অবতীর্ণ বস্তু হতে দূরে।
(হাফিয মুনযিরী (র) বলেন), মুহাদ্দিসগণ উপরোক্ত হাদীসটি হাকিম আসরাম হতে আবু তামীমা সূত্রে বর্ণনা করেন। আবু তামীমার প্রকৃত নাম তারিফ ইবনে খালিদ, যিনি হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। আলী ইবনে মাদীনীকে হাকিম সম্পর্কে জিজ্ঞেস করা হল তিনি কে? তিনি বললেনঃ এই হাকিম পরিচিত লোক, ইমাম বুখারী (র) "তারীখুল কাবীর" গ্রন্থে বলেনঃ আবু তামীমার হযরত আবু হুরায়রা (রা) হতে হাদীস শ্রবণের ব্যাপারটি অজ্ঞাত।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3687- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَتَى حَائِضًا أَو امْرَأَة فِي دبرهَا أَو كَاهِنًا فَصدقهُ كفر بِمَا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَأَبُو دَاوُد إِلَّا أَنه قَالَ فقد برىء مِمَّا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
قَالَ الْحَافِظ رَوَوْهُ من طَرِيق حَكِيم الْأَثْرَم عَن أبي تَمِيمَة وَهُوَ طريف بن خَالِد عَن أبي هُرَيْرَة وَسُئِلَ عَليّ بن الْمَدِينِيّ عَن حَكِيم من هُوَ فَقَالَ أعيانا هَذَا وَقَالَ البُخَارِيّ فِي تَارِيخه الْكَبِير لَا يعرف لأبي تَمِيمَة سَماع من أبي هُرَيْرَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৮৮
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮৮. হযরত আলী ইবনে তালক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। তোমরা নারীদের গুহ্যদ্বারে গমন করো না। কেননা, আল্লাহ সত্য বলতে কুণ্ঠিত হন না।
(আহমাদ ও তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান। নাসাঈ ও ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3688 - وَعَن عَليّ بن طلق رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تَأْتُوا النِّسَاء فِي أستاههن فَإِن الله لَا يستحيي من الْحق

رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَرَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه بِمَعْنَاهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৮৯
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৮৯. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে।
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজা বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3689- عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أول مَا يقْضى بَين النَّاس يَوْم الْقِيَامَة فِي الدِّمَاء

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৯০
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৯০. নাসাঈর বর্ণনায় আছে, সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে, আর মানুষের মধ্যে সর্বপ্রথম খুনের ফায়সালা করা হবে।
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3690- وللنسائي أَيْضا أول مَا يُحَاسب عَلَيْهِ العَبْد الصَّلَاة وَأول مَا يقْضى بَين النَّاس فِي الدِّمَاء
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৬৯১
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদঃ আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৯১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাক। বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ্! সে গুলো কি কি? তিনি বললেন : ১. আল্লাহর সাথে শরীক করা, ২. যাদু করা, ৩. আল্লাহ যার হত্যা হারাম করেছেন। যথার্থ কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা, ৪. সুদ খাওয়া, ৫. ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, ৬. যুদ্ধের দিন পলায়ন করা এবং ৭. সধবা বে-খবর মহিলার নামে (ব্যভিচারের) অপবাদ রটানো।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণিত।
الموبقات - ধ্বংসকারী।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3691- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اجتنبوا السَّبع الموبقات
قيل يَا رَسُول الله وَمَا هن قَالَ الشّرك بِاللَّه وَالسحر وَقتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ وَأكل مَال الْيَتِيم وَأكل الرِّبَا والتولي يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات الْغَافِلَات الْمُؤْمِنَات

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
الموبقات المهلكات
tahqiq

তাহকীক: