আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩২২ টি

হাদীস নং: ২৮৩২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩২. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কবীরা গুনাহ হল আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্যতা এবং মিথ্যা শপথ। অপর এক বর্ণনায় রয়েছে। জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ্। কবীরা গুনাহ কোন্-কোনটি? তিনি বললেনঃ আল্লাহর সাথে শরীক করা। সে বললঃ অতঃপর কোনটি? তিনি বললেন, গামূস জাতীয় মিথ্যা কসম। আমি বললাম, গামুস কসম কোনটি? তিনি বললেন। যে কসম দ্বারা কোন ব্যক্তি অন্যায়ভাবে কোন মুসলমানদের সম্পদ আত্মসাৎ করে। অর্থাৎ যে কসমে সে মিথ্যাবাদী।
(হাদীসটি বুখারী, তিরমিযী ও নাসাঈ বর্ণনা করেছেন।
{হাফিয বলেন:} কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে জেনেশুনে ইচ্ছাকৃত মিথ্যা কসম খাওয়াকে এজন্য গামূস কসম বলা হয় যে, গামূস শব্দের অর্থ হল ডুবিয়ে দেয়া, যেহেতু এই কসম মিথ্যা কসমকারীকে দুনিয়াতে পাপে ডুবিয়ে দেয় এবং আখিরাতে জাহান্নামের অতলে ডুবিয়ে দেয়, এ কারণে এই প্রকার কসমের নামকরণ করা হয়েছে গামূস কসম।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2832- وَعَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْكَبَائِر الْإِشْرَاك بِاللَّه وعقوق الْوَالِدين وَالْيَمِين الْغمُوس
وَفِي رِوَايَة أَن أَعْرَابِيًا جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله مَا الْكَبَائِر قَالَ الْإِشْرَاك بِاللَّه قَالَ ثمَّ مَاذَا قَالَ الْيَمين الْغمُوس
قَالَ وَمَا الْيَمين الْغمُوس قَالَ الَّذِي يقتطع مَال امرىء مُسلم يَعْنِي بِيَمِين هُوَ فِيهَا كَاذِب
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
قَالَ الْحَافِظ سميت الْيَمين الكاذبة الَّتِي يحلفها الْإِنْسَان مُتَعَمدا يقتطع بهَا مَال امرىء مُسلم عَالما أَن الْأَمر بِخِلَاف مَا يحلف
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৩৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৩. হযরত আবদুল্লাহ ইবন উনায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কবীরা গুনাহসমূহের মধ্য থেকে কয়েকটি বিশেষ গুনাহ হল। আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্যতা এবং সম্পদ গ্রাসের উদ্দেশ্যে মিথ্যা কসম করা। ঐ সত্তার শপথ যাঁর হাতে আমার জীবন। কোন ব্যক্তি যদি মাছির ডানা পরিমাণ সম্পদের উপরও মিথ্যা কসম করে, কিয়ামতের দিন এটি তার অন্তরে একটি আগুনের দাগ হয়ে থাকবে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং উত্তম বলে মন্তব্য করেছেন। তাবারানী এটি তাঁর 'আওসাতে' এবং ইবন হিব্বান 'সহীহে' বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন হিব্বানের। বায়হাকীও এটি বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেনঃ কসমের মুখোমুখি হয়ে যে ব্যক্তি একটি মাছির ডানা পরিমাণ বস্তু আল্লাহর নামে শপথ করে হস্তগত করে নেয়, কিয়ামতের দিন এটি তার অন্তরে একটি কালিমার ছাপ হয়ে থাকবে। তিরমিযী তাঁর বর্ণনায় বলেছেনঃ কসমে বাধ্য হয়ে কোন ব্যক্তি আল্লাহর নামে শপথ করে একটি মাছির ডানা পরিমাণ বস্তু দখল করে নিলে এটি কিয়ামত পর্যন্ত তার অন্তরে একটি কালিমা হয়ে থাকবে।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2833- وَعَن عبد الله بن أنيس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أكبر الْكَبَائِر الْإِشْرَاك بِاللَّه وعقوق الْوَالِدين وَالْيَمِين الْغمُوس وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَا يحلف رجل على مثل جنَاح بعوضة إِلَّا كَانَت كيا فِي قلبه يَوْم الْقِيَامَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ إِلَّا أَنه قَالَ فِيهِ وَمَا حلف حَالف بِاللَّه يَمِين صَبر فَأدْخل فِيهَا مثل جنَاح بعوضة إِلَّا جعلت نُكْتَة فِي قلبه إِلَى يَوْم الْقِيَامَة
وَقَالَ التِّرْمِذِيّ فِي حَدِيثه وَمَا حلف حَالف بِاللَّه يَمِين صَبر فَأدْخل فِيهَا مثل جنَاح بعوضة إِلَّا جعلت نُكْتَة فِي قلبه إِلَى يَوْم الْقِيَامَة
হাদীস নং: ২৮৩৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৪. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে সব গুনাহর কোন কাফফারা বা প্রতিবিধানের ব্যবস্থা নেই, আমরা গামুস কসমকে এমন একটি গুনাহ বলে মনে করতাম। তাঁকে জিজ্ঞেসা করা হল, গামুস কসম কি? তিনি বললেনঃ যে কসম দ্বারা মানুষ কোন ব্যক্তির সম্পদ আত্মসাৎ করে নেয়।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2834- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ كُنَّا نعد من الذَّنب الَّذِي لَيْسَ لَهُ كَفَّارَة الْيَمين الْغمُوس
قيل وَمَا الْيَمين الْغمُوس قَالَ الرجل يقتطع بِيَمِينِهِ مَال الرجل

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৩৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৫. হযরত হারিস ইবনুল বারসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে হজ্জের সময় পাথর নিক্ষেপের স্তম্ভদ্বয়ের মাঝে বলতে শুনেছি। যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে তার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করল, সে যেন জাহান্নামে আপন স্থান তৈরি করে নেয়। তোমাদের উপস্থিতগণ যেন অনুপস্থিতদের নিকট পৌছিয়ে দেয়। একথাটি তিনি দু' অথবা তিনবার বললেন।
(হাদীসটি আহমদ ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম এটি সহীহ বলে মন্তব্যও করেছেন। বর্ণিত শব্দমালাও হাকিমের এবং এ বর্ণনাটি পরিপূর্ণ। তাবারানী এ হাদীসটি তাঁর 'কবীরে' এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এ ভাবে বর্ণনা করেছেনঃ "সে যেন জাহান্নামে একটি ঘর বানিয়ে নেয়।")
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2835- وَعَن الْحَارِث بن البرصاء رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي الْحَج بَين الْجَمْرَتَيْن وَهُوَ يَقُول من اقتطع مَال أَخِيه بِيَمِين فاجرة فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار ليبلغ شاهدكم غائبكم مرَّتَيْنِ أَو ثَلَاثًا

رَوَاهُ أَحْمد وَالْحَاكِم وَصَححهُ وَاللَّفْظ لَهُ وَهُوَ أتم
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنَّهُمَا قَالَا فَليَتَبَوَّأ بَيْتا فِي النَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৩৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৬. হযরত আবদুর রহমান ইবন আউফ (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ মিথ্যা শপথ সম্পদ বিনাশ করে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। আবু সালামা যদি তাঁর পিতা আবদুর রহমান থেকে হাদীসটি শুনে থাকেন, তবে এটি বিশুদ্ধ হাদীস হিসেবেই গণ্য হবে।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2836- وَعَن عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْيَمين الْفَاجِرَة تذْهب المَال أَو تذْهب بِالْمَالِ

رَوَاهُ الْبَزَّار وَإِسْنَاده صَحِيح لَو صَحَّ سَماع أبي سَلمَة من أَبِيه عبد الرَّحْمَن بن عَوْف
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৩৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর নাফরমানীর মধ্যে যুলুমের চেয়ে দ্রুত শাস্তিযোগ্য অপরাধ আর কোনটি নেই। আল্লাহর আনুগত্যের বিষয়সমূহের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেয়ে দ্রুত পুরস্কারযোগ্য অন্য কোন ইবাদত নেই। আর মিথ্যা শপথ একটি জনপদকে বিরান-ভূমিতে পরিণত করে ছাড়ে।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2837- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ مِمَّا عصي
الله بِهِ هُوَ أعجل عقَابا من الْبَغي وَمَا من شَيْء أطيع الله فِيهِ أسْرع ثَوابًا من الصِّلَة وَالْيَمِين الْفَاجِرَة تدع الديار بَلَاقِع

رَوَاهُ الْبَيْهَقِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৩৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৮. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি শিরক থেকে মুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করেছে এবং প্রসন্ন মনে ও পুণ্যের আশায় নিজের সম্পদের যাকাত আদায় করেছে ও (আমীরের) কথা শুনেছে এবং মান্য করেছে, তার জন্য জান্নাত রয়েছে। অথবা বলেছেনঃ সে জান্নাতে প্রবেশ করবে। আর পাঁচটি জিনিস এমন রয়েছে যার কোন কাফ্ফারা নেই। সেগুলো হলোঃ আল্লাহর সাথে শরীক করা, অন্যায়ভাবে নরহত্যা, কোন মুমিনকে অপবাদ দেয়া, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এবং অন্যায়ভাবে কোন সম্পদ গ্রাস করার জন্য মিথ্যা শপথ করা।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর সনদে বাকিইয়া নামক একজন রাবী রয়েছেন। তিনি তাঁর পূর্বতন রাবীর মুখ থেকে হাদীসটি শুনেছেন বলে স্পষ্ট উল্লেখ করেননি।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2838- وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لَقِي الله لَا يُشْرك بِهِ شَيْئا وَأدّى زَكَاة مَاله طيبَة بهَا نَفسه محتسبا وَسمع وأطاع فَلهُ الْجنَّة أَو دخل الْجنَّة وَخمْس لَيْسَ لَهُنَّ كَفَّارَة الشّرك بِاللَّه وَقتل النَّفس بِغَيْر حق وبهت مُؤمن والفرار من الزَّحْف وَيَمِين صابرة يقتطع بهَا مَالا بِغَيْر حق

رَوَاهُ أَحْمد وَفِيه بَقِيَّة وَلم يُصَرح بِالسَّمَاعِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৩৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩৯. হযরত ইমরান ইবন হুসায়ন (বা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যাক্তি শপথ করার সম্মুখীন হয়ে মিথ্যা কসম খেল, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা প্রস্তুত করে নেয়।
(হাদীসটি আবু দাউদ ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেছেনঃ হাদীসটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।
(খাত্তাবী (র) বলেনঃ) হাদীসে উল্লেখিত يمين المصبورة এর অর্থ হল যে কসম করতে কোন মানুষ আইনগতভাবে বাধ্য হয় (যেমনঃ বাদীর পক্ষে যদি সাক্ষী না থাকে)। অতএব এজন্য তাকে আটক করেও রাখা যায়। আর صبر শব্দের অর্থ হচ্ছে আটকে রাখা। এজন্যই বলা হয়ে থাকে। قتل فلان صبر অর্থাৎ তাকে আটকে রেখে ও জোর পূর্বক হত্যা করা হয়েছে।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2839- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حلف على يَمِين مصبورة كَاذِبَة فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار

رَوَاهُ أَبُو دَاوُد وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
قَالَ الْخطابِيّ الْيَمين المصبورة هِيَ اللَّازِمَة لصَاحِبهَا من جِهَة الحكم فيصبر من أجلهَا إِلَى أَن يحبس وَهِي يَمِين الصَّبْر وأصل الصَّبْر الْحَبْس وَمِنْه قَوْلهم قتل فلَان صبرا أَي حبسا على الْقَتْل وقهرا عَلَيْهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৪০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪০. হযরত আব্দুল্লাহ ইবন সা'আলাবা থেকে বর্ণিত যে তিনি একবার আবদুর রহমান ইবন কা'ব ইবন মালিক (রা)-এর নিকট আসলেন। আবদুর রহমান তখন রেশম জাতীয় সূতার একটি পুরাতন ও ছেঁড়া লুঙ্গি পরিহিত অবস্থায় ছিলেন। তিনি তখন দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন এবং অন্যের সাহায্যে পথ চলতেন। আবদুল্লাহ বলেন। আমি তাঁকে সালাম করলাম। তিনি বললেন, তুমি কি তোমার পিতাকে একটি হাদীস বলতে শুনেছ? আমি বললাম, আমি বলতে পারছি না। তিনি বললেনঃ আমি তোমার পিতাকে বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে একথা বলতে শুনেছিঃ যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করবে, তার অন্তরে এমন একটি কালো দাগ পড়ে যাবে, যা কিয়ামত পর্যন্ত কোন জিনিসই দূর করতে পারবে না।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর সনদ সহীহ।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2840- وَعَن عبد الله بن ثَعْلَبَة أَنه أَتَى عبد الرَّحْمَن بن كَعْب بن مَالك رَضِي الله عَنهُ وَهُوَ فِي إِزَار خَز ذِي طاق خلق قد التبب بِهِ وَهُوَ أعمى يُقَاد قَالَ فَسلمت عَلَيْهِ فَقَالَ هَل سَمِعت أَبَاك يحدث بِحَدِيث قلت لَا أَدْرِي
قَالَ سَمِعت أَبَاك يَقُول سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من اقتطع مَال امرىء مُسلم بِيَمِين كَاذِبَة كَانَت نُكْتَة سَوْدَاء فِي قلبه لَا يغيرها شَيْء إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৪১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৮৪১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ্ আমাকে একটি মোরগের কথা বর্ণনা করতে অনুমতি দিয়েছেন, যে তার পা দু'টো পৃথিবীতে ফেলে রেখেছে আর তার ঘাড়টি আরশের নীচে মেলে রয়েছে। সে সর্বদা বলে যাচ্ছে। তুমি পবিত্র, আমাদের প্রতিপালক কতইনা মহান! আল্লাহ্ তার উত্তরে বলেন। কিন্তু যে ব্যক্তি আমার নামে মিথ্যা শপথ করে, সে এ কথাটি জানল না।
(হাদীসটি তাবারানী একটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে বলেছেনঃ এর সনদটি সহীহ।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2841- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله جلّ ذكره أذن لي أَن أحدث عَن ديك قد فرقت رِجْلَاهُ الأَرْض وعنقه مثني تَحت الْعَرْش وَهُوَ يَقُول سُبْحَانَكَ مَا أعظمك رَبنَا فَيرد عَلَيْهِ مَا علم ذَلِك من حلف بِي كَاذِبًا

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৪২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪২. হযরত জাবির ইবন আতীক (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন। যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করল, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং জাহান্নাম তার জন্য অবধারিত করে দেবেন। প্রশ্ন করা হল, ইয়া রাসুলাল্লাহ। যদি সামান্য বস্তুও হয়? তিনি বললেন, যদি একটি মিসওয়াকও হয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটির সনদ সহীহ।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2842- وَعَن جَابر بن عتِيك رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من اقتطع مَال امرىء مُسلم بِيَمِينِهِ حرم الله عَلَيْهِ الْجنَّة وَأوجب لَهُ النَّار
قيل يَا رَسُول الله وَإِن كَانَ شَيْئا يَسِيرا
قَالَ وَإِن كَانَ سواكا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৪৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪৩. হযরত আবু উমামা ইয়াস ইবন সালাবা হারিসী (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার শপথ দ্বারা কোন মুসলমানের হক আত্মসাৎ করল, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দেবেন এবং জান্নাত তার উপর হারাম করে দেবেন। লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ! এটি যদি সামান্য জিনিসও হয়? তিনি বললেন যদি আরাক গাছের একটি ডালও হয় (যা সাধারণত মিসওয়াকরণে ব্যবহার করা হয়ে থাকে)।
(হাদীসটি মুসলিম, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। মালিকও এটি বর্ণনা করেছেন। তবে তিনি "যদি আরাক গাছের একটি ডালও হয়"-এ কথাটি তিনবার উল্লেখ করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2843- وَعَن أبي أُمَامَة إِيَاس بن ثَعْلَبَة الْحَارِثِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من اقتطع حق امرىء مُسلم بِيَمِينِهِ فقد أوجب لَهُ النَّار وَحرم عَلَيْهِ الْجنَّة قَالُوا وَإِن كَانَ شَيْئا يَسِيرا يَا رَسُول الله فَقَالَ وَإِن كَانَ قَضِيبًا من أَرَاك

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَرَوَاهُ مَالك إِلَّا أَنه كرر وَإِن كَانَ قَضِيبًا من أَرَاك ثَلَاثًا
হাদীস নং: ২৮৪৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এই মিম্বরটির নিকট আল্লাহর কোন বান্দা অথবা বাঁদী মিথ্যা কসম করলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, যদি তা একটি সামান্য মিসওয়াকের বেলায়ও হয়।
(হাদীসটি ইবন মাজাহ একটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2844- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يحلف عِنْد هَذَا الْمِنْبَر عبد وَلَا أمة على يَمِين آثمة وَلَو على سواك رطب إِلَّا وَجَبت لَهُ النَّار

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৪৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪৫. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার এই কবরের পাশে মিথ্যা শপথ করবে, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নেয়, যদি শপথটি একটি সবুজ ডালের মিসওয়াকের জন্যও হয়।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন, তবে তিনি মিসওয়াকের কথাটি উল্লেখ করেননি।
{হাফিয বলেনঃ} রাসুলুল্লাহ (ﷺ) এর যুগে (মসজিদে নববীর) মিম্বরের নিকট শপথ গ্রহণ করা হতো। কথাটি আবু উবায়দ এবং খাত্তাবী উল্লেখ করেছেন। এর সমর্থনে হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত উপরের হাদীসটি পেশ করা যায়। বাকী আল্লাহই ভাল জানেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2845- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حلف على يَمِين آثمة عِنْد قَبْرِي هَذَا فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار وَلَو على سواك أَخْضَر

رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه لم يذكر السِّوَاك

قَالَ الْحَافِظ كَانَت الْيَمين على عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عِنْد الْمِنْبَر ذكر ذَلِك أَبُو عبيد والخطابي وَاسْتشْهدَ بِحَدِيث أبي هُرَيْرَة الْمُتَقَدّم وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৪৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শপথের পরিণাম হল তা ভঙ্গ করে দেয়া অথবা অনুতপ্ত হওয়া।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2846- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّمَا الْحلف حنث أَو نَدم

رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه أَيْضا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৪৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪৭. হযরত জুবায়র ইবন মুতইম (রা) থেকে বর্ণিত যে, তিনি একবার দশ হাজার (দীনার অথবা দিরহামের দাবি ছেড়ে) দিয়ে নিজেকে শপথ করা থেকে বাঁচিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি বলেছিলেনঃ কা'বার মালিকের শপথ। আমি যদি শপথ করতাম, তবে সত্য শপথই করতাম কিন্তু এ কাজটি আমি নিজেকে শপ করা থেকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে করেছি।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' একটি উত্তম সনদে বর্ণনা করেছেন। তাবারানীতে আশআস ইবন কায়স (রা) থেকেও বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেনঃ একবার আমি সত্তর হাজারের দাবি ছেড়ে দিয়ে নিজেকে কসম করা থেকে বাঁচিয়ে রেখেছিলাম।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2847- وَعَن جُبَير بن مطعم رَضِي الله عَنهُ أَنه افتدى يَمِينه بِعشْرَة آلَاف ثمَّ قَالَ وَرب الْكَعْبَة لَو حَلَفت حَلَفت صَادِقا وَإِنَّمَا هُوَ شَيْء افتديت بِهِ يَمِيني

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد
وروى فِيهِ أَيْضا عَن الْأَشْعَث بن قيس رَضِي الله قَالَ اشْتريت يَمِيني مرّة بسبعين ألفا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৪৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সুদের ভয়াবহ পরিণাম
২৮৪৮. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা সাতটি ধাংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসুলাল্লাহ। সে গুলো কি? তিনি বললেনঃ আল্লাহর সাথে শরীক করা, যাদু করা, আল্লাহ্ তা'আলা যে প্রাণ হত্যা করতে নিষেধ করেছেন, অন্যায়ভাবে তা হত্যা করা, সুদের লেনদেন করা, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, যুদ্ধের দিন যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করা, সতী-সাধ্বী নারীর প্রতি অপবাদ দেওয়া। - বুখারী,মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণিত।
الموبقات ধ্বংসাত্মক বিষয়সমূহ।
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2848- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اجتنبوا السَّبع الموبقات
قَالُوا يَا رَسُول الله وَمَا هن قَالَ الشّرك بِاللَّه وَالسحر وَقتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم والتولي يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات الْغَافِلَات الْمُؤْمِنَات

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ

الموبقات المهلكات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৪৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সুদের ভয়াবহ পরিণাম
২৮৪৯. হযরত সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) বলেন, আমি আজ রাতে দুই ব্যক্তিকে দেখলাম, তাবা আমার কাছে এসে আমাকে একটি পবিত্র স্থানের দিকে নিয়ে চলল। আমরা চলতে চলতে একটি রক্তের নদীর কাছে গিয়ে উপনীত হলাম, দেখলাম নদীতে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। নদীর তীরে এক ব্যক্তিকে দেখলাম, তার সামনে পাথর রয়েছে। নদীতে দণ্ডায়মান লোকটি যখন তীরের দিকে আসতে চায়, তখন তীরের লোকটি তার মুখে পাথর ছুঁড়ে মারে এবং তাকে আগের স্থানে ফিরিয়ে দেয়। সে যতবারই তীরে আসতে চায়, ঐ লোকটি তার মুখে পাথর ছুঁড়ে মারে। ফলে সে স্বস্থানে ফিরে যায়। আমি জিজ্ঞাসা করলামঃ নদীতে যে লোকটি দেখলাম তার এ অবস্থা কেন? তিনি বললেনঃ সে সুদখোর। ইমাম বুখারী (র), 'কিতাবুল বুয়ু'তে এই হাদীসখানা সংক্ষেপে বর্ণনা করেছেন। আত 'তারকুস্ সালাত' অধ্যায়ে এ সম্পর্কে দীর্ঘ বর্ণনা অতিবাহিত হয়েছে।
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2849- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رَأَيْت اللَّيْلَة رجلَيْنِ أتياني فأخرجاني إِلَى أَرض مُقَدَّسَة فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا على نهر من دم فِيهِ رجل قَائِم وعَلى شط النَّهر رجل بَين يَدَيْهِ حِجَارَة فَأقبل الرجل الَّذِي فِي النَّهر فَإِذا أَرَادَ أَن يخرج رمى الرجل بِحجر فِي فِيهِ فَرده حَيْثُ كَانَ فَجعل كلما جَاءَ ليخرج رمى فِي فِيهِ بِحجر فَيرجع كَمَا كَانَ فَقلت مَا هَذَا الَّذِي رَأَيْته فِي النَّهر قَالَ آكل الرِّبَا

رَوَاهُ البُخَارِيّ هَكَذَا فِي الْبيُوع مُخْتَصرا وَتقدم فِي ترك الصَّلَاة مطولا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৫০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সুদের ভয়াবহ পরিণাম
২৮৫০. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সুদদাতা ও সুদ গ্রহীতাকে লা'নত করেছেন। মুসলিম, নাসাঈ, আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ ও ইবনে হিব্বান তাঁরা সবাই আবদুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-এর পিতার সূত্রে বর্ণনা করেছেন। তবে তিনি তাঁর পিতার থেকে শুনেন নি। তাঁদের বর্ণনায় আরো আছে: "সাক্ষীদ্বয় এবং লেখকের প্রতিও লা'নত
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2850- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم آكل الرِّبَا ومؤكله

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَرَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَصَححهُ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه كلهم من رِوَايَة عبد الرَّحْمَن بن عبد الله بن مَسْعُود عَن أَبِيه وَلم يسمع مِنْهُ وَزَادُوا فِيهِ وشاهديه وكاتبه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮৫১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
পরিচ্ছেদঃ সুদের ভয়াবহ পরিণাম
২৮৫১. হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সুদগ্রহীতা, সুদদাতা,লেখক ও সাক্ষীদ্বয়ের প্রতি লা'নত করেছেন। তিনি বলেনঃ তারা সবাই সমান অপরাধী। মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থে বর্ণিত।
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2851- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم آكل الرِّبَا ومؤكله وكاتبه وشاهديه وَقَالَ هم سَوَاء

رَوَاهُ مُسلم وَغَيره
tahqiq

তাহকীক: