আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
১১. অধ্যায়ঃ হজ্জ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২১৮ টি
হাদীস নং: ১৭৪৫
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৫. হযরত ইবন আব্বাস (রা) সূত্রেই নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন। মূসা (আ) একটি লাল বলদের উপর চড়ে হজ্জ করেছিলেন। তাঁর পায়ে ছিল কারওয়ানের তৈরি চাপকান।
(হাদীসটি তাবারানী লায়স ইবন আবু সুলায়ম সূত্রে বর্ণনা করেছেন। সনদের অন্যান্য রাবীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি তাবারানী লায়স ইবন আবু সুলায়ম সূত্রে বর্ণনা করেছেন। সনদের অন্যান্য রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1745 - وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ حج مُوسَى عَلَيْهِ السَّلَام على ثَوْر أَحْمَر عَلَيْهِ عباءة قطوانية
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة لَيْث بن أبي سليم وَبَقِيَّة رُوَاته ثِقَات
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة لَيْث بن أبي سليم وَبَقِيَّة رُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ১৭৪৬
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৬. হযরত আবু মুসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ ﷺ বলেছেন: রাওহা নামক স্থান দিয়ে সত্তরজন নবী আল্লাহর সম্মানিত ঘরের হজ্জ আদায় করতে খালি পায়ে পথ চলেছেন। তাঁদের মধ্যে মূসা (আ)-ও ছিলেন। তাঁদের গায়ে ছিল চাপকান।
(হাদীসটি আবূ ইয়ালা ও তাবারানী বর্ণনা করেছেন। অন্য হাদীসের পোষকতায় এ হাদীসটির কোন দোষ নেই। আবূ ইয়ালা এটি আনাস ইবন মালিক (রা) থেকেও বর্ণনা করেন।)
(হাদীসটি আবূ ইয়ালা ও তাবারানী বর্ণনা করেছেন। অন্য হাদীসের পোষকতায় এ হাদীসটির কোন দোষ নেই। আবূ ইয়ালা এটি আনাস ইবন মালিক (রা) থেকেও বর্ণনা করেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1746- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد مر بِالرَّوْحَاءِ سَبْعُونَ نَبيا فيهم نَبِي الله مُوسَى عَلَيْهِ السَّلَام حُفَاة عَلَيْهِم العباء يؤمُّونَ بَيت الله الْعَتِيق
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَلَا بَأْس بِإِسْنَادِهِ فِي المتابعات وَرَوَاهُ أَبُو يعلى أَيْضا من حَدِيث أنس بن مَالك
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَلَا بَأْس بِإِسْنَادِهِ فِي المتابعات وَرَوَاهُ أَبُو يعلى أَيْضا من حَدِيث أنس بن مَالك
তাহকীক:
হাদীস নং: ১৭৪৭
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৭. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমি যেন মূসা ইবন ইমরান (আ)-কে এই উপত্যকায় দেখছি যে, তিনি কাত্ওয়ানের দু'টি চোগা দিয়ে ইহরাম পরে রয়েছেন।
(হাদীসটি আবূ ইয়ালা এবং তাবারানী তাঁর 'আসওয়াতে' উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবূ ইয়ালা এবং তাবারানী তাঁর 'আসওয়াতে' উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1747- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَأَنِّي أنظر إِلَى مُوسَى بن عمرَان عَلَيْهِ السَّلَام فِي هَذَا الْوَادي محرما بَين قطوانيتين
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ১৭৪৮
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -কে জিজ্ঞাসা করেছিল, হাজী কে? তিনি বললেন, যার চুলগুলো এলোমেলো ও সুগন্ধিশূন্য। সে প্রশ্ন করল, কোন হজ্জটি উত্তম? তিনি বললেন, যে হজ্জে উচ্চৈস্বরে তালবিয়া পাঠ করা হয় এবং কুরবানী করা হয়। সে আবার প্রশ্ন করল, 'সামর্থ্য' দ্বারা কি বুঝায়? তিনি বললেন, পাথেয় ও বাহন।
(হাদীসটি ইবন মাজাহ উত্তম সনদের বর্ণনা করেছেন। তিরমিযী এটি ইবন উমর (রা) থেকেই এভাবে বর্ণনা করেছেন: জনৈক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ। হজ্জ কিসে ওয়াজিব করে দেয়? তিনি বললেন, পাথেয় ও বাহন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।)
(হাদীসটি ইবন মাজাহ উত্তম সনদের বর্ণনা করেছেন। তিরমিযী এটি ইবন উমর (রা) থেকেই এভাবে বর্ণনা করেছেন: জনৈক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ। হজ্জ কিসে ওয়াজিব করে দেয়? তিনি বললেন, পাথেয় ও বাহন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1748- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رجلا قَالَ لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْحَاج قَالَ الشعث التفل
قَالَ فَأَي الْحَج أفضل قَالَ العج والثج
قَالَ وَمَا السَّبِيل قَالَ الزَّاد والرحالة
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
وَعند التِّرْمِذِيّ عَنهُ جَاءَ رجل فَقَالَ يَا رَسُول الله مَا يُوجب الْحَج قَالَ الزَّاد وَالرَّاحِلَة وَقَالَ حَدِيث حسن
قَالَ فَأَي الْحَج أفضل قَالَ العج والثج
قَالَ وَمَا السَّبِيل قَالَ الزَّاد والرحالة
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
وَعند التِّرْمِذِيّ عَنهُ جَاءَ رجل فَقَالَ يَا رَسُول الله مَا يُوجب الْحَج قَالَ الزَّاد وَالرَّاحِلَة وَقَالَ حَدِيث حسن
তাহকীক:
হাদীস নং: ১৭৪৯
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৪৯. হযরত ইবন উমর (রা) থেকে ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমার আরাফার অপরাহ্নে অবস্থানটি এমন মর্যাদাপূর্ণ যে, আল্লাহ্ তা'আলা তখন পৃথিবীর আকাশে নেমে আসেন এবং তোমাদেরকে নিয়ে ফিরিশতাদের সাথে গর্ব করে বলেনঃ আমার বান্দাগণ এলোকেশী বেশে দূর-দূরান্ত থেকে আমার জান্নাতের আশায় এসেছে। তোমাদের গুনাহ যদি বালুকারাশির অথবা বৃষ্টি ফোঁটার মত (অসংখ্য) হয় অথবা সাগরের ফেনাতুল্য (সীমাহীন)-ও হয়, তবুও আমি তোমাদেরকে মার্জনা করে দিব। যে আমার বান্দাগণ! তোমরা এবং তোমরা যাদের জন্য সুপারিশ করেছ, সবাই ক্ষমাপ্রাপ্ত অবস্থায় ফিরে যাও.... হাদীসরে শেষ পর্যন্ত।
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1749- وَتقدم فِي حَدِيث ابْن عمر وَأما وقوفك عَشِيَّة عَرَفَة فَإِن الله يهْبط إِلَى سَمَاء الدُّنْيَا فيباهي بكم الْمَلَائِكَة يَقُول عبَادي جاؤوني شعثا من كل فج عميق يرجون جنتي فَلَو كَانَت ذنوبكم كعدد الرمل أَو كقطر الْمَطَر أَو كزبد الْبَحْر لغفرتها أفيضوا عبَادي مغفورا لكم وَلمن شفعتم لَهُ
الحَدِيث
الحَدِيث
তাহকীক:
হাদীস নং: ১৭৫০
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৫০. ইবন হিব্বানের এক বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোন হজ্জ আদায়কারী যখন আরাফায় অবস্থান করে, তখন মহান আল্লাহ্ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, (হে ফিরিশতাগণ)। তোমরা আমার বান্দাদের প্রতি তাকাও, তারা কোমল, এলোকেশী বিক্ষিপ্ত ও সুগন্ধিহীন রুক্ষ অবস্থায় রয়েছে। তোমরা সাক্ষী থাক, 'আমি ওদেরকে মার্জনা করে দিলাম। ওদের পাপরাশি যদি আকাশের বৃষ্টির ফোঁটা অথবা আলিজ-এর বালুকারাশির সমানও হয়।... হাদীসের শেষ পর্যন্ত।
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1750- وَفِي رِوَايَة ابْن حبَان قَالَ فَإِذا وقف بِعَرَفَة فَإِن الله عز وَجل ينزل إِلَى السَّمَاء الدُّنْيَا فَيَقُول انْظُرُوا إِلَى عبَادي شعثا غبرا اشْهَدُوا أَنِّي قد غفرت لَهُم ذنوبهم وَإِن كَانَت عدد قطر السَّمَاء وَرمل عالج
الحَدِيث
الحَدِيث
তাহকীক:
হাদীস নং: ১৭৫১
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ আম্বিয়া (আ)-এর অনুকরণে হজ্জ পালনের সময় বিনয় ও দীনতা প্রদর্শন এবং মামুলী পোশাক পরিধানের প্রতি উৎসাহ দান
১৭৫১. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: আরাফায় অবস্থানকারীদের নিয়ে আকাশের ফিরিশতাদের নিকট গর্ব নিশ্চয়ই আল্লাহ করেন। তিনি বলেন, তোমরা আমার এ সকল বান্দাকে দেখ, এরা আমার কাছে এলোকেশী বেশে, রুক্ষ, সুগন্ধিহীন অবস্থায় এসেছে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও এটি বর্ণনা করেন। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। এ সম্পর্কিত আরও কিছু হাদীস 'আরাফায় অবস্থান' শিরোনামে সামনে আসবে ইনশা আল্লাহ্।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও এটি বর্ণনা করেন। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। এ সম্পর্কিত আরও কিছু হাদীস 'আরাফায় অবস্থান' শিরোনামে সামনে আসবে ইনশা আল্লাহ্।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي التَّوَاضُع فِي الْحَج والتبذل وَلبس الدون من الثِّيَاب اقْتِدَاء بالأنبياء عَلَيْهِم الصَّلَاة وَالسَّلَام
1751- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله يباهي بِأَهْل عَرَفَات مَلَائِكَة السَّمَاء فَيَقُول انْظُرُوا إِلَى عبَادي هَؤُلَاءِ جاؤوني شعثا غبرا
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَسَيَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي الْوُقُوف إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَسَيَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي الْوُقُوف إِن شَاءَ الله تَعَالَى
তাহকীক:
হাদীস নং: ১৭৫২
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫২. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: তোমরা একসাথে হজ্জ ও উমরা আদায় কর। কেননা এ দু'টি কাজ দারিদ্র্য ও গুনাহকে এভাবে দূর করে দেয় যেমন কামারের অগ্নি চুল্লী সোনা-রূপার মরিচা দূর করে ফেলে। আর মকবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয়। কোন মু'মিন যখন দিবসকাল ইহরাম অবস্থায় থাকে, তখন সূর্য তার সকল গুনাহরাশি নিয়ে অস্ত যায়।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি হাসান-সহীহ। তিরমিযীর কোন কোন কপিতে
কোন মু'মিন যখন... কথাটি নেই। অনুরূপভাবে নাসাঈ ও ইবন খুযায়মার বর্ণনায়ও এই অতিরিক্তটি নেই।
রযীনের বর্ণনায় এ কথাটি অতিরিক্ত উল্লেখ করেছেন: "কোন মু'মিন যখন হজ্জ আদায়কালে আল্লাহর উদ্দেশ্যে তালবিয়্যা পাঠ করে, তখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তার ডানে-বামে যত মাখলুক রয়েছে, সবাই তর জন্য সাক্ষ্য প্রদান করবে। আমি এ অতিরিক্ত অংশটি তিরমিযী ও নাসাঈর কোন কপিতে দেখিনি।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটি হাসান-সহীহ। তিরমিযীর কোন কোন কপিতে
কোন মু'মিন যখন... কথাটি নেই। অনুরূপভাবে নাসাঈ ও ইবন খুযায়মার বর্ণনায়ও এই অতিরিক্তটি নেই।
রযীনের বর্ণনায় এ কথাটি অতিরিক্ত উল্লেখ করেছেন: "কোন মু'মিন যখন হজ্জ আদায়কালে আল্লাহর উদ্দেশ্যে তালবিয়্যা পাঠ করে, তখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তার ডানে-বামে যত মাখলুক রয়েছে, সবাই তর জন্য সাক্ষ্য প্রদান করবে। আমি এ অতিরিক্ত অংশটি তিরমিযী ও নাসাঈর কোন কপিতে দেখিনি।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1752- عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تابعوا بَين الْحَج وَالْعمْرَة فَإِنَّهُمَا ينفيان الْفقر والذنُوب كَمَا يَنْفِي الْكِير خبث الْحَدِيد وَالذَّهَب وَالْفِضَّة وَلَيْسَ للحجة المبرورة ثَوَاب إِلَّا الْجنَّة وَمَا من مُؤمن يظل يَوْمه محرما إِلَّا غَابَتْ الشَّمْس بذنوبه
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَلَيْسَ فِي بعض نسخ التِّرْمِذِيّ وَمَا من مُؤمن إِلَى آخِره وَكَذَا هُوَ فِي النَّسَائِيّ وصحيح ابْن خُزَيْمَة بِدُونِ الزِّيَادَة
وَزَاد رزين فِيهِ وَمَا من مُؤمن يُلَبِّي لله بِالْحَجِّ إِلَّا شهد لَهُ مَا على يَمِينه وشماله إِلَى مُنْقَطع الأَرْض وَلم أر هَذِه الزِّيَادَة فِي شَيْء من نسخ التِّرْمِذِيّ وَلَا النَّسَائِيّ
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَلَيْسَ فِي بعض نسخ التِّرْمِذِيّ وَمَا من مُؤمن إِلَى آخِره وَكَذَا هُوَ فِي النَّسَائِيّ وصحيح ابْن خُزَيْمَة بِدُونِ الزِّيَادَة
وَزَاد رزين فِيهِ وَمَا من مُؤمن يُلَبِّي لله بِالْحَجِّ إِلَّا شهد لَهُ مَا على يَمِينه وشماله إِلَى مُنْقَطع الأَرْض وَلم أر هَذِه الزِّيَادَة فِي شَيْء من نسخ التِّرْمِذِيّ وَلَا النَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ১৭৫৩
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৩. হযরত সাহল ইবন সা'দ (রা) সূত্রে রাসুলুল্লাহ্ ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: যখন কোন তালবিয়া পাঠকারী তালবিয়্যা পাঠ করে, তখন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সকল পাথর, বৃক্ষরাজি ও জনপদ তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে।
(হাদীসটি তিরমিযী, ইব্ন মাজাহ ও বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা সকলেই এটি ইসমাঈল ইব্ন আয়্যাশ .... উমারা ইব্ন গাযিয়্যা ... আবু হাযিম... সাহল ইবন সা'দ সূত্রে বর্ণনা করেন। ইবন খুযায়মা এ হাদীসটি তাঁর সহীহে উবায়দা ইবন হুমায়দ উমারাহ ইবন গাযিয়্যা... আবু হাযিম.... সাহল ইবন সা'দ-এর সূত্রে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেন। তিনি বলেছেন, এটি বুখারী মুসলিমের মাপকাঠিতে সহীহ।)
(হাদীসটি তিরমিযী, ইব্ন মাজাহ ও বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা সকলেই এটি ইসমাঈল ইব্ন আয়্যাশ .... উমারা ইব্ন গাযিয়্যা ... আবু হাযিম... সাহল ইবন সা'দ সূত্রে বর্ণনা করেন। ইবন খুযায়মা এ হাদীসটি তাঁর সহীহে উবায়দা ইবন হুমায়দ উমারাহ ইবন গাযিয়্যা... আবু হাযিম.... সাহল ইবন সা'দ-এর সূত্রে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেন। তিনি বলেছেন, এটি বুখারী মুসলিমের মাপকাঠিতে সহীহ।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1753- وَعَن سهل بن سعد رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من ملب يُلَبِّي إِلَّا لبّى مَا عَن يَمِينه وشماله من حجر أَو شجر أَو مدر حَتَّى تَنْقَطِع الأَرْض من هَاهُنَا وَهَاهُنَا عَن يَمِينه وشماله
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش عَن عمَارَة بن غزيَّة عَن أبي حَازِم عَن سهل وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه عَن عُبَيْدَة يَعْنِي ابْن حميد حَدثنِي عمَارَة بن غزيَّة عَن أبي حَازِم عَن سهل وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش عَن عمَارَة بن غزيَّة عَن أبي حَازِم عَن سهل وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه عَن عُبَيْدَة يَعْنِي ابْن حميد حَدثنِي عمَارَة بن غزيَّة عَن أبي حَازِم عَن سهل وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
তাহকীক:
হাদীস নং: ১৭৫৪
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৪. হযরত খাল্লাদ ইবনুস সায়িব (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ জিবরাঈল (আ) আমার নিকট এসে বললেন, আপনি আপন সাহাবীদেরকে বলুন, তারা যেন তালবিয়া পাঠের সময় নিজেদের আওয়াজকে বুলন্দ করে।
(হাদীসটি মালিক, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ্ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ। ইবন খুযায়মাও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন মাজাহ এ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেনঃ "কেননা এটি হজ্জের প্রতীক।")
(হাদীসটি মালিক, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ্ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ। ইবন খুযায়মাও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। ইবন মাজাহ এ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেনঃ "কেননা এটি হজ্জের প্রতীক।")
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1754- وَعَن خَلاد بن السَّائِب عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَانِي جِبْرَائِيل فَأمرنِي أَن آمُر أَصْحَابِي أَن يرفعوا أَصْوَاتهم بالإهلال والتلبية
رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَزَاد ابْن مَاجَه فَإِنَّهَا شعار الْحَج
رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَزَاد ابْن مَاجَه فَإِنَّهَا شعار الْحَج
তাহকীক:
হাদীস নং: ১৭৫৫
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৫. হযরত যায়দ ইব্ন খালিদ জুহানী (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: জিবরাঈল (আ) আমার নিকট আসলেন এবং বললেন, আপনি আপনার সাথীদেরকে বলুন, তারা যেন তালবিয়া পাঠের সময় আওয়াজ বুলন্দ করে। কেননা এটি হজ্জের প্রতীক।
(হাদীসটি ইবন মাজাহ এবং ইব্ন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেছেন। হাকিম
এটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটির সনদ সহীহ।)
(হাদীসটি ইবন মাজাহ এবং ইব্ন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে বর্ণনা করেছেন। হাকিম
এটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1755- وَعَن زيد بن خَالِد الْجُهَنِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ جَاءَنِي جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ مر أَصْحَابك فَلْيَرْفَعُوا أَصْوَاتهم بِالتَّلْبِيَةِ فَإِنَّهَا من شعار الْحَج
رَوَاهُ ابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ ابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
তাহকীক:
হাদীস নং: ১৭৫৬
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৬. আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত। তিনি বলেছেন: যখন কোন তালবিয়া পাঠকারী তালবিয়া পাঠ করে এবং কোন তাকবীর পাঠকারী তাকবীর উচ্চারণ করে, তখন তাকে সুসংবাদ প্রদান করা হয়। প্রশ্ন করা হল, ইয়া রাসূলাল্লাহ! তাদেরকে কি জান্নাতের সুসংবাদ দেয়া হয়? তিনি বললেন, হ্যাঁ।
(হাদীসটি তাবারানী দু'টি সনদে বর্ণনা করেছেন। উভয় সনদের রাবীগণ সহীহ গ্রন্থের রাবীদের মতই। বায়হাকীও এটি বর্ণনা করেছেন। তবে তিনি এরূপ বলেছেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কোন তালবিয়া পাঠকারী যখন তালবিয়া পাঠ করে, তখন এ দিনের সূর্য তার গুনাহরাশি নিয়ে অস্ত যায়।)
(হাদীসটি তাবারানী দু'টি সনদে বর্ণনা করেছেন। উভয় সনদের রাবীগণ সহীহ গ্রন্থের রাবীদের মতই। বায়হাকীও এটি বর্ণনা করেছেন। তবে তিনি এরূপ বলেছেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কোন তালবিয়া পাঠকারী যখন তালবিয়া পাঠ করে, তখন এ দিনের সূর্য তার গুনাহরাশি নিয়ে অস্ত যায়।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1756- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أهل مهل قطّ وَلَا كبر مكبر قطّ إِلَّا بشر
قيل يَا رَسُول الله بِالْجنَّةِ قَالَ نعم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَادَيْنِ رجال الصَّحِيح وَالْبَيْهَقِيّ إِلَّا أَنه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أهل مهل قطّ إِلَّا آبت الشَّمْس بذنوبه
أهل الملبي إِذا رفع صَوته بِالتَّلْبِيَةِ
قيل يَا رَسُول الله بِالْجنَّةِ قَالَ نعم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَادَيْنِ رجال الصَّحِيح وَالْبَيْهَقِيّ إِلَّا أَنه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أهل مهل قطّ إِلَّا آبت الشَّمْس بذنوبه
أهل الملبي إِذا رفع صَوته بِالتَّلْبِيَةِ
তাহকীক:
হাদীস নং: ১৭৫৭
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৭. হযরত আবু বকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ -কে প্রশ্ন করা হল, কোন আমলটি উত্তম? তিনি বললেন, উচ্চৈস্বরে তালবিয়া পাঠ ও কুরবানী।
(হাদীসটি ইবন মাজাহ, তিরমিযী এবং ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁরা সবাই মুহাম্মদ ইবনুল মুনকাদির সুত্রে আবদুর রহমান ইবন ইয়ারবু' থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, মুহাম্মদ ইবনুল মুনকাদির আবদুর রহমান থেকে হাদীস শুনেননি। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। বাযযারও হাদীসটি এভাবে বর্ণনা করেন:
জনৈক ব্যক্তি প্রশ্ন করণ, পুণ্যময় হজ্জ কোনটি? রাসূলুল্লাহ্ ﷺ উত্তর দিলেন, যে হচ্ছে উচ্চৈস্বরে তালবিয়া পাঠ ও কুরবানী করা হয়। ওয়াকী বলেনঃ العج অর্থাৎ উচ্চস্বরে তালবিয়া পাঠ এবং الثج অর্থ কুরবানীকরা। হাদীসটি পূর্বেও এসেছে।)
(হাদীসটি ইবন মাজাহ, তিরমিযী এবং ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁরা সবাই মুহাম্মদ ইবনুল মুনকাদির সুত্রে আবদুর রহমান ইবন ইয়ারবু' থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, মুহাম্মদ ইবনুল মুনকাদির আবদুর রহমান থেকে হাদীস শুনেননি। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্য করেছেন। বাযযারও হাদীসটি এভাবে বর্ণনা করেন:
জনৈক ব্যক্তি প্রশ্ন করণ, পুণ্যময় হজ্জ কোনটি? রাসূলুল্লাহ্ ﷺ উত্তর দিলেন, যে হচ্ছে উচ্চৈস্বরে তালবিয়া পাঠ ও কুরবানী করা হয়। ওয়াকী বলেনঃ العج অর্থাৎ উচ্চস্বরে তালবিয়া পাঠ এবং الثج অর্থ কুরবানীকরা। হাদীসটি পূর্বেও এসেছে।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1757- وَعَن أبي بكر الصّديق رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُئِلَ أَي الْأَعْمَال أفضل قَالَ العج والثج
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه كلهم من رِوَايَة مُحَمَّد بن الْمُنْكَدر عَن عبد الرَّحْمَن بن يَرْبُوع وَقَالَ التِّرْمِذِيّ لم يسمع مُحَمَّد من عبد الرَّحْمَن
وَرَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَالْبَزَّار إِلَّا أَنه قَالَ مَا بر الْحَج قَالَ العج والثج قَالَ وَكِيع يَعْنِي بالعج العجيج بِالتَّلْبِيَةِ والثج نحر الْبدن وَتقدم
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه كلهم من رِوَايَة مُحَمَّد بن الْمُنْكَدر عَن عبد الرَّحْمَن بن يَرْبُوع وَقَالَ التِّرْمِذِيّ لم يسمع مُحَمَّد من عبد الرَّحْمَن
وَرَوَاهُ الْحَاكِم وَصَححهُ وَالْبَزَّار إِلَّا أَنه قَالَ مَا بر الْحَج قَالَ العج والثج قَالَ وَكِيع يَعْنِي بالعج العجيج بِالتَّلْبِيَةِ والثج نحر الْبدن وَتقدم
তাহকীক:
হাদীস নং: ১৭৫৮
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ ইহরাম ও তালবিয়া পাঠের প্রতি উৎসাহ দান এবং উচ্চৈস্বরে তালবিয়া পাঠ প্রসঙ্গ
১৭৫৮. হযরত জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন: যে কোন ব্যক্তি ইহরাম অবস্থায় তার দিন কাটায়, এই দিনের সূর্য তার গুনাহরাশি নিয়ে অস্ত যায়। অতএব সে এমনভাবে ফিরে আসে, যেমন তার মা তাকে প্রসব করেছিল।
(হাদীসটি আহমদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন মাজাহর। তাবারানী তাঁর 'কবীরে' এবং বায়হাকীও আমির ইবন রবী'আ (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
এ অধ্যায়ের শুরুতে হযরত সাহল ইবন সা'দ (রা)-এর হাদীস উল্লেখিত হয়েছে, যাতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কোন মুসলমান যখন একটি সন্ধ্যা আল্লাহর পথে জিহাদে অথবা হজ্জ পালন করতে গিয়ে তালবিয়া পাঠে কাটায়, তখন সূর্য তার গুনাহরাশি নিয়ে অস্ত যায় আর সে এ থেকে পবিত্র হয়ে যায়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা ইবন মাজাহর। তাবারানী তাঁর 'কবীরে' এবং বায়হাকীও আমির ইবন রবী'আ (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
এ অধ্যায়ের শুরুতে হযরত সাহল ইবন সা'দ (রা)-এর হাদীস উল্লেখিত হয়েছে, যাতে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কোন মুসলমান যখন একটি সন্ধ্যা আল্লাহর পথে জিহাদে অথবা হজ্জ পালন করতে গিয়ে তালবিয়া পাঠে কাটায়, তখন সূর্য তার গুনাহরাশি নিয়ে অস্ত যায় আর সে এ থেকে পবিত্র হয়ে যায়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام والتلبية وَرفع الصَّوْت بهَا
1758- وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من
محرم يُضحي لله يَوْمه يُلَبِّي حَتَّى تغيب الشَّمْس إِلَّا غَابَتْ بذنوبه فَعَاد كَمَا وَلدته أمه
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ من حَدِيث عَامر بن ربيعَة رَضِي الله عَنهُ
وَتقدم حَدِيث سهل بن سعد فِي الْبَاب الأول وَفِيه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا رَاح مُسلم فِي سَبِيل الله مُجَاهدًا أَو حَاجا مهلا أَو ملبيا إِلَّا غربت الشَّمْس بذنوبه وَخرج مِنْهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
محرم يُضحي لله يَوْمه يُلَبِّي حَتَّى تغيب الشَّمْس إِلَّا غَابَتْ بذنوبه فَعَاد كَمَا وَلدته أمه
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ من حَدِيث عَامر بن ربيعَة رَضِي الله عَنهُ
وَتقدم حَدِيث سهل بن سعد فِي الْبَاب الأول وَفِيه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا رَاح مُسلم فِي سَبِيل الله مُجَاهدًا أَو حَاجا مهلا أَو ملبيا إِلَّا غربت الشَّمْس بذنوبه وَخرج مِنْهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক:
হাদীস নং: ১৭৫৯
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ মসজিদুল আক্সা থেকে ইহরাম বাঁধার প্রতি উৎসাহ দান
১৭৫৯. উম্মে হাকীম বিন্ত আবূ উমাইয়া ইবনুল আখনাস হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি বায়তুল মুকাদ্দাস থেকে উমরার ইহরাম বেঁধে আসবে, তার গুনাহ মাফ
করে দেয়া হবে।
(হাদীসটি ইবন মাজাহ সহীহ সনদে বর্ণনা করেছেন। তাঁর অপর এক বর্ণনায় হযরত উম্মে সালামা (রা) বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি বায়তুল মুকাদ্দাস থেকে উমরার ইহরাম বেঁধে আসল, এ উমরাটি তার অতীতের গুনাহরাশির কাফ্ফারা স্বরূপ হয়ে যাবে। উম্মে হাকীম বলেন, এজন্য একবার আমার আম্মা বায়তুল মুকাদ্দাস থেকে ইহরাম বেঁধে উমরা আদায় করেছিলেন।)
করে দেয়া হবে।
(হাদীসটি ইবন মাজাহ সহীহ সনদে বর্ণনা করেছেন। তাঁর অপর এক বর্ণনায় হযরত উম্মে সালামা (রা) বলেন, রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি বায়তুল মুকাদ্দাস থেকে উমরার ইহরাম বেঁধে আসল, এ উমরাটি তার অতীতের গুনাহরাশির কাফ্ফারা স্বরূপ হয়ে যাবে। উম্মে হাকীম বলেন, এজন্য একবার আমার আম্মা বায়তুল মুকাদ্দাস থেকে ইহরাম বেঁধে উমরা আদায় করেছিলেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام من الْمَسْجِد الْأَقْصَى
1759- عَن أم حَكِيم بنت أبي أُميَّة بن الْأَخْنَس عَن أم سَلمَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أهل بِعُمْرَة من بَيت الْمُقَدّس غفر لَهُ
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
وَفِي رِوَايَة لَهُ قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أهل بِعُمْرَة من بَيت الْمُقَدّس كَانَت كَفَّارَة لما قبلهَا من الذُّنُوب قَالَت فَخرجت أُمِّي من بَيت الْمُقَدّس بِعُمْرَة
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
وَفِي رِوَايَة لَهُ قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أهل بِعُمْرَة من بَيت الْمُقَدّس كَانَت كَفَّارَة لما قبلهَا من الذُّنُوب قَالَت فَخرجت أُمِّي من بَيت الْمُقَدّس بِعُمْرَة
তাহকীক:
হাদীস নং: ১৭৬০
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ মসজিদুল আক্সা থেকে ইহরাম বাঁধার প্রতি উৎসাহ দান
১৭৬০. এ হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এভাবে বর্ণনা করেছেন। হযরত উম্মে সালামা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি। যে ব্যক্তি বায়তুল মুকাদ্দাস থেকে উমরার ইহরাম বেঁধে আসল, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। বর্ণনাকারী বলেন, এ কারণে উম্মে হাকীম একবার বায়তুল মুকাদ্দাস গেলেন এবং সেখান থেকে উমরার ইহরাম বেঁধে আসলেন।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام من الْمَسْجِد الْأَقْصَى
1760- وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أهل من الْمَسْجِد الْأَقْصَى بِعُمْرَة غفر لَهُ مَا تقدم من ذَنبه
قَالَ فركبت أم حَكِيم إِلَى بَيت الْمُقَدّس حَتَّى أهلت مِنْهُ بِعُمْرَة
قَالَ فركبت أم حَكِيم إِلَى بَيت الْمُقَدّس حَتَّى أهلت مِنْهُ بِعُمْرَة
তাহকীক:
হাদীস নং: ১৭৬১
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ মসজিদুল আক্সা থেকে ইহরাম বাঁধার প্রতি উৎসাহ দান
১৭৬১. আবু দাউদ ও বায়হাকী এ হাদীসটি নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ যে ব্যক্তি হজ্জ অথবা উমরার জন্য বায়তুল মুকাদ্দাস থেকে ইহরাম বাঁধল, তার পূর্ববর্তী ও পরবর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে অথবা তার জন্য জান্নাত অনিবার্য হয়ে যাবে। বর্ণনাকারী এখানে দু'কথার মধ্যে কোন্ কথাটি হুযূর বলেছেন, তাতে সন্দেহ পোষণ করেছেন।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام من الْمَسْجِد الْأَقْصَى
1761- وَرَوَاهُ أَبُو دَاوُد وَالْبَيْهَقِيّ وَلَفْظهمَا من أهل بِحجَّة أَو عمْرَة من الْمَسْجِد الْأَقْصَى إِلَى الْمَسْجِد الْحَرَام غفر لَهُ مَا تقدم من ذَنبه وَمَا تَأَخّر أَو وَجَبت لَهُ الْجنَّة
شكّ الرَّاوِي أَيَّتهمَا
شكّ الرَّاوِي أَيَّتهمَا
তাহকীক:
হাদীস নং: ১৭৬২
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ মসজিদুল আক্সা থেকে ইহরাম বাঁধার প্রতি উৎসাহ দান
১৭৬২. হযরত উম্মে সালামা (রা) বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ -কে বলছে শুনেছি। যে বাক্তি হজ ও উমরার জন্য বায়তুল মুকাদ্দাস থেকে ইহরাম বেঁধে মসজিদুল হারামে আসল, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে এবং তার জন্য জান্নাত অনিবার্য হয়ে যাবে।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْإِحْرَام من الْمَسْجِد الْأَقْصَى
1762- وَفِي رِوَايَة للبيهقي قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أهل بِالْحَجِّ وَالْعمْرَة من الْمَسْجِد الْأَقْصَى إِلَى الْمَسْجِد الْحَرَام غفر لَهُ مَا تقدم من ذَنبه وَمَا تَأَخّر وَوَجَبَت لَهُ الْجنَّة
তাহকীক:
হাদীস নং: ১৭৬৩
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৬৩. হযরত আবদুল্লাহ ইবন উবায়দ ইবন উমায়র (রা) থেকে বর্ণিত যে, তিনি তাঁর পিতাকে হযরত আবদুল্লাহ ইবন উমর (রা)-এর নিকট এ কথা জিজ্ঞেস করতে শুনেছেন যে, আপনাকে তো আমি কেবল হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীই স্পর্শ করতে দেখি? ইবন উমর তখন বললেন, আমি যে এমনটি করি (তার কারণ হচ্ছে), আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি যে, এ দু'টি স্পর্শ করা দ্বারা পাপরাশি ঝরে যায়। তিনি আরও বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে এও বলতে শুনেছি যে, কেউ যদি গুণে গুণে সাতবার তওয়াফ করে ও দু'রাকআত সালাত আদায় করে, তবে সে একটি দাসমুক্তির পুণ্য পাবে। হযরত ইবন উমর (রা) বলেন, আমি তাঁকে এও বলতে শুনেছি যে, তওয়াফকারী ব্যক্তি যখন তার পা উপরে উঠায় ও নীচে রাখে, তখন প্রতি কদমে দশটি নেকী লিখা হয়, দশটি গুনাহ মিটিয়ে দেয়া হয় এবং মর্যাদার দশটি যোগান উন্নীত করা হয়।
(হাদীসটি আহমদ উপরোক্ত শব্দমালায় বর্ণনা করেছেন। তিরমিযী এটি নিম্নোক্ত শব্দমালার মাধ্যমে বর্ণনা করেন। আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, এ দু'টিকে স্পর্শ করা দ্বারা গুনাহরাশির কাফ্ফারা হয়। আর আমি এও বলতে শুনেছি যে, তওয়াফকারীর প্রতি কদমে আল্লাহ্ একটি গুনাহ মাফ করে দেন এবং একটি নেকী লিখে দেন।
(হাদীসটি আহমদ উপরোক্ত শব্দমালায় বর্ণনা করেছেন। তিরমিযী এটি নিম্নোক্ত শব্দমালার মাধ্যমে বর্ণনা করেন। আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, এ দু'টিকে স্পর্শ করা দ্বারা গুনাহরাশির কাফ্ফারা হয়। আর আমি এও বলতে শুনেছি যে, তওয়াফকারীর প্রতি কদমে আল্লাহ্ একটি গুনাহ মাফ করে দেন এবং একটি নেকী লিখে দেন।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1763- عَن عبد الله بن عبيد بن عُمَيْر رَضِي الله عَنهُ أَنه سمع أَبَاهُ يَقُول لِابْنِ عمر رَضِي الله عَنْهُمَا مَا لي لَا أَرَاك تستلم إِلَّا هذَيْن الرُّكْنَيْنِ الْحجر الْأسود والركن الْيَمَانِيّ فَقَالَ ابْن عمر إِن أفعل فقد سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن استلامهما يحط الْخَطَايَا
قَالَ وسمعته يَقُول من طَاف أسبوعا يُحْصِيه وَصلى رَكْعَتَيْنِ كَانَ كَعدْل رَقَبَة
قَالَ وسمعته يَقُول مَا رفع رجل قدما وَلَا وَضعهَا إِلَّا كتب لَهُ عشر حَسَنَات وَحط عَنهُ عشر سيئات وَرفع لَهُ عشر دَرَجَات
رَوَاهُ أَحْمد وَهَذَا لَفظه وَالتِّرْمِذِيّ وَلَفظه إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن مسحهما كَفَّارَة للخطايا وسمعته يَقُول لَا يضع قدما وَلَا يرفع أُخْرَى إِلَّا حط الله عَنهُ بهَا خَطِيئَة وَكتب لَهُ بهَا حَسَنَة
قَالَ وسمعته يَقُول من طَاف أسبوعا يُحْصِيه وَصلى رَكْعَتَيْنِ كَانَ كَعدْل رَقَبَة
قَالَ وسمعته يَقُول مَا رفع رجل قدما وَلَا وَضعهَا إِلَّا كتب لَهُ عشر حَسَنَات وَحط عَنهُ عشر سيئات وَرفع لَهُ عشر دَرَجَات
رَوَاهُ أَحْمد وَهَذَا لَفظه وَالتِّرْمِذِيّ وَلَفظه إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن مسحهما كَفَّارَة للخطايا وسمعته يَقُول لَا يضع قدما وَلَا يرفع أُخْرَى إِلَّا حط الله عَنهُ بهَا خَطِيئَة وَكتب لَهُ بهَا حَسَنَة
তাহকীক:
হাদীস নং: ১৭৬৪
অধ্যায়ঃ হজ্জ
পরিচ্ছেদঃ তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৬৪. এ হাদীসটি হাকিমও বর্ণনা করে এর সনদ সহীহ বলে মন্তব্য করেছেন এবং ইবন খুযায়মাও এটি নিম্নোক শব্দমালায় বর্ণনা করেছেন:
হযরত ইবন উমর (রা) বলেন, আমি যদি এরূপ করি তবে তার কারণ হচ্ছে, আমি রাসুলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, এ দু'টির স্পর্শ গুনাহকে মিটিয়ে দেয়। আমি তাঁকে এও বলতে শুনেছি যে, তওয়াফকারী যখন তওয়াফের সময় পা উঠায় বা নামায়, তখন আল্লাহ্ তার জন্য একটি করে নেকী লিখে দেন, একটি করে গুনাহ মাফ করে দেন এবং একটি করে স্তর বুলন্দ করে দেন। আমি রাসূলুল্লাহ ﷺ -কে এও বলতে শুনেছি যে, যে ব্যক্তি গুণে গুণে সাতবার তওয়াফ করে, তার একটি দাস মুক্তিতুল্য পুণ্য লাভ হয়।
হযরত ইবন উমর (রা) বলেন, আমি যদি এরূপ করি তবে তার কারণ হচ্ছে, আমি রাসুলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছি যে, এ দু'টির স্পর্শ গুনাহকে মিটিয়ে দেয়। আমি তাঁকে এও বলতে শুনেছি যে, তওয়াফকারী যখন তওয়াফের সময় পা উঠায় বা নামায়, তখন আল্লাহ্ তার জন্য একটি করে নেকী লিখে দেন, একটি করে গুনাহ মাফ করে দেন এবং একটি করে স্তর বুলন্দ করে দেন। আমি রাসূলুল্লাহ ﷺ -কে এও বলতে শুনেছি যে, যে ব্যক্তি গুণে গুণে সাতবার তওয়াফ করে, তার একটি দাস মুক্তিতুল্য পুণ্য লাভ হয়।
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1764- وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَ إِن أفعل فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مسحهما يحط الْخَطَايَا وسمعته يَقُول من طَاف بِالْبَيْتِ لم يرفع قدما وَلم يضع قدما إِلَّا كتب الله لَهُ حَسَنَة وَحط عَنهُ خَطِيئَة وَكتب لَهُ دَرَجَة وسمعته يَقُول من أحصى أسبوعا كَانَ كعتق رَقَبَة
তাহকীক: