আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
৫. অধ্যায়ঃ নামাজ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪৮২ টি
হাদীস নং: ৪৮১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সকাল ও সন্ধ্যায়
মসজিদে যাতায়াত করা আল্লাহর পথে জিহাদতুল্য।
(হাদীসখানা ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে কাসিম সূত্রে হযরত আবু উমামা (রা) থেকে বর্ণনা করেন।)
মসজিদে যাতায়াত করা আল্লাহর পথে জিহাদতুল্য।
(হাদীসখানা ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে কাসিম সূত্রে হযরত আবু উমামা (রা) থেকে বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
481 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الغدو والرواح إِلَى الْمَسْجِد من الْجِهَاد فِي سَبِيل الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طَرِيق الْقَاسِم عَن أبي أُمَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طَرِيق الْقَاسِم عَن أبي أُمَامَة
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৮২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮২. হযরত বুরায়দা (র) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে গমনকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও।
(আবূ দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব। হাফিয আবদুল আযীম (র) বলেন) হাদীসের সনদে বর্ণিত রাবীগণ বিশ্বস্ত। ইমাম ইবন মাজাহ হযরত আনাস (রা) সূত্রে উপরোক্ত শব্দযোগেই হাদীসখানা বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব। হাফিয আবদুল আযীম (র) বলেন) হাদীসের সনদে বর্ণিত রাবীগণ বিশ্বস্ত। ইমাম ইবন মাজাহ হযরত আনাস (রা) সূত্রে উপরোক্ত শব্দযোগেই হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
482 - وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بشر الْمَشَّائِينَ فِي الظُّلم إِلَى الْمَسَاجِد بِالنورِ التَّام يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم رَحمَه الله وَرِجَال إِسْنَاده ثِقَات وَرَوَاهُ ابْن مَاجَه بِلَفْظ من حَدِيث أنس
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم رَحمَه الله وَرِجَال إِسْنَاده ثِقَات وَرَوَاهُ ابْن مَاجَه بِلَفْظ من حَدِيث أنس
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৮৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যারা অন্ধকারের মধ্যে মসজিদে দিকে অধিক পদচারণা করে, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাদের চেহারায় নূর চমকাবেন।
(ইমাম তাবারানীর 'কাবীর' গ্রন্থে অত্র হাদীসখানা হাসান সনদে বর্ণিত।)
(ইমাম তাবারানীর 'কাবীর' গ্রন্থে অত্র হাদীসখানা হাসান সনদে বর্ণিত।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
483 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله ليضيء للَّذين يتخللون إِلَى الْمَسَاجِد فِي الظُّلم بِنور سَاطِع يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৪৮৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৪. হযরত আবূদ-দারদা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায়, সে জ্যোতির্ময় অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত করবে।
('কাবীর' গ্রন্থে ইমাম তাবারানী হাসান সনদে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে অত্র হাদীসখানা বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণিত শব্দমালা হচ্ছেঃ যে ব্যক্তি রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাকে নূর দান করবেন।)
('কাবীর' গ্রন্থে ইমাম তাবারানী হাসান সনদে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে অত্র হাদীসখানা বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণিত শব্দমালা হচ্ছেঃ যে ব্যক্তি রাতের অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাকে নূর দান করবেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
484 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من مَشى فِي ظلمَة اللَّيْل
إِلَى الْمَسْجِد لَقِي الله عز وَجل بِنور يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَابْن حبَان فِي صَحِيحه
وَلَفظه قَالَ من مَشى فِي ظلمَة اللَّيْل إِلَى الْمَسَاجِد آتَاهُ الله نورا يَوْم الْقِيَامَة
إِلَى الْمَسْجِد لَقِي الله عز وَجل بِنور يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن وَابْن حبَان فِي صَحِيحه
وَلَفظه قَالَ من مَشى فِي ظلمَة اللَّيْل إِلَى الْمَسَاجِد آتَاهُ الله نورا يَوْم الْقِيَامَة
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৮৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৫. হযরত আবু উমামা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ যারা রাতের অন্ধকারে (সালাত আদায়ে করার জন্য) মসজিদে যায়, তুমি তাদের কিয়ামতের দিনের নূরের মিম্বর সম্পর্কে সুসংবাদ দাও। তখন মানুষ হবে ভীত-সন্ত্রস্ত কিন্তু তারা ভীত-বিহবল হবে না।
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত হয়েছে। তবে এর সনদ প্রশ্নাতীত নয়।)
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত হয়েছে। তবে এর সনদ প্রশ্নাতীত নয়।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
485 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بشر المدلجين إِلَى الْمَسَاجِد فِي الظُّلم بمنابر من النُّور يَوْم الْقِيَامَة يفزع النَّاس وَلَا يفزعون
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي إِسْنَاده نظر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي إِسْنَاده نظر
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৮৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৬. হযরত সাহল ইবন সা'দ সাঈদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: অন্ধকারে যারা পায়ে হেঁটে মসজিদে যায়, কিয়ামতের দিন তারা পূর্ণাংগ নূর লাভ করে আনন্দিত হবে।
(ইবন মাজাহ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দে অত্র হাদীস বর্ণনা করেছেন এবং হাকিমও। তবে তিনি বলেন: হাদীসখানা বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
[হাফিয আবদুল আযীম (র) বলেনঃ] অত্র হাদীসখানা হযরত ইবন আব্বাস, ইবন উমর, আবু সাঈদ খুদরী, যায়দ ইবন হারিসা এবং আয়েশা (রা) প্রমুখ থেকে বর্ণিত হয়েছে।
(ইবন মাজাহ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দে অত্র হাদীস বর্ণনা করেছেন এবং হাকিমও। তবে তিনি বলেন: হাদীসখানা বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
[হাফিয আবদুল আযীম (র) বলেনঃ] অত্র হাদীসখানা হযরত ইবন আব্বাস, ইবন উমর, আবু সাঈদ খুদরী, যায়দ ইবন হারিসা এবং আয়েশা (রা) প্রমুখ থেকে বর্ণিত হয়েছে।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
486 - وَعَن سهل بن سعد السَّاعِدِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ليبشر المشاؤون فِي الظُّلم إِلَى الْمَسَاجِد بِالنورِ التَّام يَوْم الْقِيَامَة
رَوَاهُ ابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ كَذَا قَالَ
قَالَ الْحَافِظ وَقد رُوِيَ هَذَا الحَدِيث عَن ابْن عَبَّاس وَابْن عمر وَأبي سعيد الْخُدْرِيّ وَزيد بن حَارِثَة وَعَائِشَة وَغَيرهم
رَوَاهُ ابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ كَذَا قَالَ
قَالَ الْحَافِظ وَقد رُوِيَ هَذَا الحَدِيث عَن ابْن عَبَّاس وَابْن عمر وَأبي سعيد الْخُدْرِيّ وَزيد بن حَارِثَة وَعَائِشَة وَغَيرهم
তাহকীক:
হাদীস নং: ৪৮৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: অন্ধকারে মসজিদের দিকে অধিক পদচারণাকারিগণ আল্লাহর রহমতের মধ্যে সাঁতার কাটে।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর সনদে বর্ণিত ইসমাঈল ইবন রাফি সম্পর্কে মুহাদ্দিসগণ বিরূপ মন্তব্য করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (র) বলেন, কতিপয় মুহাদ্দিস তাকে 'যঈফ' বলেছেন। তিনি আরও বলেন, আমি ইমাম আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবন ইসমাঈল আল-বুখারী থেকে শুনেছি, তিনি বলেছেনঃ তিনি বিশ্বস্ত এবং তাঁর হাদীস গ্রহণযোগ্য।)
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর সনদে বর্ণিত ইসমাঈল ইবন রাফি সম্পর্কে মুহাদ্দিসগণ বিরূপ মন্তব্য করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (র) বলেন, কতিপয় মুহাদ্দিস তাকে 'যঈফ' বলেছেন। তিনি আরও বলেন, আমি ইমাম আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইবন ইসমাঈল আল-বুখারী থেকে শুনেছি, তিনি বলেছেনঃ তিনি বিশ্বস্ত এবং তাঁর হাদীস গ্রহণযোগ্য।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
487 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم المشاؤون إِلَى الْمَسَاجِد فِي الظُّلم أُولَئِكَ الخواضون فِي رَحْمَة الله تَعَالَى
رَوَاهُ ابْن مَاجَه وَفِي إِسْنَاده إِسْمَاعِيل بن رَافع تكلم فِيهِ النَّاس وَقَالَ التِّرْمِذِيّ ضعفه بعض أهل الْعلم وَسمعت مُحَمَّدًا يَعْنِي البُخَارِيّ يَقُول هُوَ ثِقَة مقارب الحَدِيث
رَوَاهُ ابْن مَاجَه وَفِي إِسْنَاده إِسْمَاعِيل بن رَافع تكلم فِيهِ النَّاس وَقَالَ التِّرْمِذِيّ ضعفه بعض أهل الْعلم وَسمعت مُحَمَّدًا يَعْنِي البُخَارِيّ يَقُول هُوَ ثِقَة مقارب الحَدِيث
তাহকীক:
হাদীস নং: ৪৮৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৮. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি নিজ ঘর থেকে উযূ করে ফজরের সালাতের জন্য বের হয়, তার সওয়াব একজন মুহরিম হাজীর সওয়াবের সমান। আর যে ব্যক্তি যোহরের সালাতের জন্য বের হয়, আর তাকে এই সালাত ব্যতীত অন্য কিছু ধাবিত করে নাই, তার সওয়াব একজন উমরাকারীর সওয়াবের সমান। এক সালাতের পর অপর সালাত আদায় করা, যে সময়ের মাঝে কোন নিরর্থক কাজ করা হয়নি, তা ইল্লীনে লেখা হয়ে থাকে।
(ইমাম আবু দাউদ কাসিম ইবন আবদুর রহমান সূত্রে হযরত আবূ উমামা (রা) থেকে অত্র হাদীসখানা বর্ণনা করেন।)
(ইমাম আবু দাউদ কাসিম ইবন আবদুর রহমান সূত্রে হযরত আবূ উমামা (রা) থেকে অত্র হাদীসখানা বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
488 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من خرج من بَيته متطهرا إِلَى صَلَاة مَكْتُوبَة فَأَجره كَأَجر الْحَج الْمحرم وَمن خرج إِلَى تَسْبِيح الضُّحَى لَا ينصبه إِلَّا إِيَّاه فَأَجره كَأَجر الْمُعْتَمِر وَصَلَاة على إِثْر صَلَاة لَا لَغْو بَينهمَا كتاب فِي عليين
رَوَاهُ أَبُو دَاوُد من طَرِيق الْقَاسِم بن عبد الرَّحْمَن عَن أبي أُمَامَة
رَوَاهُ أَبُو دَاوُد من طَرِيق الْقَاسِم بن عبد الرَّحْمَن عَن أبي أُمَامَة
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৮৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৮৯. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন তিন ব্যক্তির যিম্মাদারী আল্লাহর উপর। যদি তারা বেঁচে থাকে, তাহলে রিজিক প্রাপ্ত হবে এবং তাই হবে যথেষ্ট। আর যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তা'আলা তাদের জান্নাতে প্রবেশ করাবেন। তারা হলঃ ১. যে ব্যক্তি সালাম দিয়ে তার ঘরে প্রবেশ করে, সে আল্লাহর দায়িত্বে রয়েছে। ২. যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়, সে আল্লাহর দায়িত্বে রয়েছে এবং ৩. যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়েছে, সে আল্লাহর দায়িত্বে রয়েছে।
(আবু দাউদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে অত্র হাদীসখানা বর্ণনা করেছেন। ইনশা আল্লাহ এ বিষয়ক হাদীসসমূহ জিহাদ ইত্যাদি অধ্যায়ে আসবে)
(আবু দাউদ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে অত্র হাদীসখানা বর্ণনা করেছেন। ইনশা আল্লাহ এ বিষয়ক হাদীসসমূহ জিহাদ ইত্যাদি অধ্যায়ে আসবে)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
489 - وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة كلهم ضَامِن على الله إِن عَاشَ رزق وكفي وَإِن مَاتَ أدخلهُ الله الْجنَّة من دخل بَيته فَسلم فَهُوَ ضَامِن على الله وَمن خرج إِلَى الْمَسْجِد فَهُوَ ضَامِن على الله وَمن خرج فِي سَبِيل الله فَهُوَ ضَامِن على الله
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَيَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي الْجِهَاد وَغَيره إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَيَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي الْجِهَاد وَغَيره إِن شَاءَ الله تَعَالَى
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৯০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯০. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ যে ব্যক্তি তার ঘরে উত্তমরূপে উযূ করে মসজিদে এলো, সে আল্লাহর সাক্ষাতে আসল। আর মেযবানের কর্তব্য হচ্ছে মেহমানের সম্মান করা।
(ইমাম তাবারানী দুই সনদে অত্র হাদীসখানা বর্ণনা করেন। তন্মধ্যে একটি সনদ উত্তম। ইমাম বায়হাকীও রাসূলুল্লাহ (সা) এর সাহাবাগণ পর্যন্ত মওকুফ সনদে সহীহরূপে বর্ণনা হাদীসটি করেছেন।)
(ইমাম তাবারানী দুই সনদে অত্র হাদীসখানা বর্ণনা করেন। তন্মধ্যে একটি সনদ উত্তম। ইমাম বায়হাকীও রাসূলুল্লাহ (সা) এর সাহাবাগণ পর্যন্ত মওকুফ সনদে সহীহরূপে বর্ণনা হাদীসটি করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
490 - وَعَن سلمَان رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تَوَضَّأ فِي بَيته فَأحْسن الْوضُوء ثمَّ أَتَى الْمَسْجِد فَهُوَ زائر الله وَحقّ على المزور أَن يكرم الزائر رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَادَيْنِ أَحدهمَا جيد وروى الْبَيْهَقِيّ نَحوه مَوْقُوفا على أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِإِسْنَاد صَحِيح
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৯১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯১. হযরত আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি তার ঘর থেকে সালাতের উদ্দেশ্যে বের হয়ে এই দু'আ পড়বেঃ
اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِحَق السَّائِلين عَلَيْك وبحق ممشاي هَذَا فَإِنِّي لم أخرج أشرا وَلَا بطرا وَلَا رِيَاء وَلَا سمعة وَخرجت اتقاء سخطك وابتغاء مرضاتك فأسألك أَن تعيذني من النَّار وَأَن تغْفر لي ذُنُوبِي إِنَّه لَا يغْفر الذُّنُوب إِلَّا أَنْت
"হে আল্লাহ! যাচনাকারীর হক হিসেবে আমি আপনার কাছে যাচনা করি, এই পথে আগমনকারী হিসেবে প্রার্থনা করি, যেহেতু নিশ্চয়ই আমি অনিষ্ট, অহমিকা, রিয়া, সুমআ-এর উদ্দেশ্যে বের হইনি। আমি বের হয়েছি আপনার রোষানল থেকে মুক্তি পাবার এবং আপনার সন্তুষ্টি লাভের আশায়। আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি, আপনি আমার পাপরাশি ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ব্যতীত আর কেউ ক্ষমাকারী নেই। আল্লাহ তা'আলা তার প্রতি রহমতের নযরে তাকাবেন এবং সত্তর হাজার ফিরিশতা তার জন্য মাগফিরাত কামনা করবেন।
[শ্রুতি লেখক (র) বলেনঃ إِذا خرج إِلَى الْمَسْجِد ]এ বিষয়ে শীর্ষক একটি স্বতন্ত্র অধ্যায় আসবে ইনশা আল্লাহ।
[হারুবী বলেন]: যখন বলা হয় فعل فلَان ذَلِك أشرا وبطرا এর অর্থ হবে সে ঔদ্ধত্য ও অহংকার প্রদর্শন করল।
[জাওহারী বলেন] بطر ও أشر সমার্থবোধক।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِحَق السَّائِلين عَلَيْك وبحق ممشاي هَذَا فَإِنِّي لم أخرج أشرا وَلَا بطرا وَلَا رِيَاء وَلَا سمعة وَخرجت اتقاء سخطك وابتغاء مرضاتك فأسألك أَن تعيذني من النَّار وَأَن تغْفر لي ذُنُوبِي إِنَّه لَا يغْفر الذُّنُوب إِلَّا أَنْت
"হে আল্লাহ! যাচনাকারীর হক হিসেবে আমি আপনার কাছে যাচনা করি, এই পথে আগমনকারী হিসেবে প্রার্থনা করি, যেহেতু নিশ্চয়ই আমি অনিষ্ট, অহমিকা, রিয়া, সুমআ-এর উদ্দেশ্যে বের হইনি। আমি বের হয়েছি আপনার রোষানল থেকে মুক্তি পাবার এবং আপনার সন্তুষ্টি লাভের আশায়। আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি, আপনি আমার পাপরাশি ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ব্যতীত আর কেউ ক্ষমাকারী নেই। আল্লাহ তা'আলা তার প্রতি রহমতের নযরে তাকাবেন এবং সত্তর হাজার ফিরিশতা তার জন্য মাগফিরাত কামনা করবেন।
[শ্রুতি লেখক (র) বলেনঃ إِذا خرج إِلَى الْمَسْجِد ]এ বিষয়ে শীর্ষক একটি স্বতন্ত্র অধ্যায় আসবে ইনশা আল্লাহ।
[হারুবী বলেন]: যখন বলা হয় فعل فلَان ذَلِك أشرا وبطرا এর অর্থ হবে সে ঔদ্ধত্য ও অহংকার প্রদর্শন করল।
[জাওহারী বলেন] بطر ও أشر সমার্থবোধক।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
491 - وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من خرج من بَيته إِلَى الصَّلَاة فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِحَق السَّائِلين عَلَيْك وبحق ممشاي هَذَا فَإِنِّي لم أخرج أشرا وَلَا بطرا وَلَا رِيَاء وَلَا سمعة وَخرجت اتقاء سخطك وابتغاء مرضاتك فأسألك أَن تعيذني من النَّار وَأَن تغْفر لي ذُنُوبِي إِنَّه لَا يغْفر الذُّنُوب إِلَّا أَنْت أقبل الله عَلَيْهِ بِوَجْهِهِ واستغفر لَهُ سَبْعُونَ ألف ملك
رَوَاهُ ابْن مَاجَه
قَالَ المملي رَضِي الله عَنهُ وَيَأْتِي بَاب فِيمَا يَقُوله إِذا خرج إِلَى الْمَسْجِد إِن شَاءَ الله تَعَالَى
قَالَ الْهَرَوِيّ إِذا قيل فعل فلَان ذَلِك أشرا وبطرا فَالْمَعْنى أَنه لج فِي البطر
وَقَالَ الْجَوْهَرِي الأشر والبطر بِمَعْنى وَاحِد
رَوَاهُ ابْن مَاجَه
قَالَ المملي رَضِي الله عَنهُ وَيَأْتِي بَاب فِيمَا يَقُوله إِذا خرج إِلَى الْمَسْجِد إِن شَاءَ الله تَعَالَى
قَالَ الْهَرَوِيّ إِذا قيل فعل فلَان ذَلِك أشرا وبطرا فَالْمَعْنى أَنه لج فِي البطر
وَقَالَ الْجَوْهَرِي الأشر والبطر بِمَعْنى وَاحِد
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৯২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯২. হযরত আবু হুরায়রা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়। স্থান হ'ল মসজিদসমূহ এবং সর্বাপেক্ষা নিকৃষ্ট স্থান হল বাজারসমূহ।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
492 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أحب الْبِلَاد إِلَى الله تَعَالَى مساجدها وَأبْغض الْبِلَاد إِلَى الله أسواقها
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৯৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯৩. হযরত জুবায়র ইবন মুতঈম (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি বলল। ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর নিকট সর্বাধিক উত্তম স্থান কোনটি এবং আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট স্থান কোনটি? তিনি বললেনঃ জিবরাঈল (আ)-কে প্রশ্ন না করে আমি বলতে পারব না। তারপর জিবরাঈল (আ) এসে সংবাদ দিলেন যে, আল্লাহর কাছে সর্বোত্তম স্থান হল মসজিদসমূহ এবং আল্লাহর নিকট সর্বাপেক্ষা ঘৃণ্য স্থান হল বাজারসমূহ।
(আহমদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন, তবে শব্দমালা বায্যারের। আবু ইয়ালা ও হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।)
(আহমদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন, তবে শব্দমালা বায্যারের। আবু ইয়ালা ও হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
493 - وَعَن جُبَير بن مطعم رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ يَا رَسُول الله أَي الْبلدَانِ أحب إِلَى الله وَأي الْبلدَانِ أبْغض إِلَى الله قَالَ لَا أَدْرِي حَتَّى أسأَل جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَأَتَاهُ فَأخْبرهُ جِبْرِيل أَن أحسن الْبِقَاع إِلَى الله الْمَسَاجِد وَأبْغض الْبِقَاع إِلَى الله الْأَسْوَاق
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৯৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯৪. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী (সা) এর কাছে জিজ্ঞাসা করল: কোন স্থান সর্বোত্তম এবং কোন স্থান সর্বাধিক নিকৃষ্ট? তিনি বললেনঃ আমি জিবরাঈল (আ)-কে জিজ্ঞেস না করা পর্যন্ত বলতে পারব না। তারপর তিনি জিবরাঈল (আ)-এর কাছে জিজ্ঞেস করলেন। তিনি বললেন: আমি মিকাঈল (আ)-কে জিজ্ঞেস না করা পর্যন্ত বলতে পারব না। এরপর তিনি এসে বললেনঃ সর্বোত্তম স্থান হল মসজিদসমূহ এবং সর্বাপেক্ষা নিকৃষ্ট স্থান হল বাজারসমূহ।
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসখানা বর্ণনা করেন।)
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসখানা বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
494 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا أَن رجلا سَأَلَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَي الْبِقَاع خير وَأي الْبِقَاع شَرّ قَالَ لَا أَدْرِي حَتَّى أسأَل جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَسَأَلَ جِبْرِيل فَقَالَ لَا أَدْرِي حَتَّى أسأَل مِيكَائِيل فَجَاءَهُ فَقَالَ خير الْبِقَاع الْمَسَاجِد وَشر الْبِقَاع الْأَسْوَاق
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৪৯৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সা) জিবরাঈল (আ)-কে জিজ্ঞাস করেন, কোন স্থান সর্বাধিক উত্তম? তিনি বলেন, আমি জানি না। তিনি বলেন: এ বিষয়ে আমি আপনার রবকে জিজ্ঞেস করে নিই। তিনি বলেনঃ এরপর জিবরাঈল (আ) কেঁদে উঠলেন এবং বললেনঃ হে মুহাম্মদ! আমি কি তাঁকে প্রশ্ন করতে পারি? তিনি তো ঐ মহান সত্তা, যিনি আমাকে যা ইচ্ছা সংবাদ দেন। তারপর তিনি আকাশ পানে চলে যান এবং এসে বলেন: পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান হল আল্লাহর ঘরসমূহ। তিনি জিজ্ঞেস করলেন: সর্বাপেক্ষা নিকৃষ্ট স্থান কোনটি? তারপর তিনি আবার আকাশ পানে চলে যান এবং ফিরে এসে বলেন: সর্বাপেক্ষা নিকৃষ্ট স্থান হল বাজারসমূহ।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
495 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لجبريل أَي الْبِقَاع خير قَالَ لَا أَدْرِي
قَالَ فاسأل عَن ذَلِك رَبك عز وَجل
قَالَ فَبكى جِبْرِيل عَلَيْهِ السَّلَام وَقَالَ يَا مُحَمَّد وَلنَا أَن نَسْأَلهُ هُوَ الَّذِي يخبرنا بِمَا يَشَاء فعرج إِلَى السَّمَاء ثمَّ أَتَاهُ فَقَالَ خير الْبِقَاع بيُوت الله فِي الأَرْض
قَالَ فَأَي الْبِقَاع شَرّ فعرج إِلَى السَّمَاء ثمَّ أَتَاهُ فَقَالَ شَرّ الْبِقَاع الأسوا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
قَالَ فاسأل عَن ذَلِك رَبك عز وَجل
قَالَ فَبكى جِبْرِيل عَلَيْهِ السَّلَام وَقَالَ يَا مُحَمَّد وَلنَا أَن نَسْأَلهُ هُوَ الَّذِي يخبرنا بِمَا يَشَاء فعرج إِلَى السَّمَاء ثمَّ أَتَاهُ فَقَالَ خير الْبِقَاع بيُوت الله فِي الأَرْض
قَالَ فَأَي الْبِقَاع شَرّ فعرج إِلَى السَّمَاء ثمَّ أَتَاهُ فَقَالَ شَرّ الْبِقَاع الأسوا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক:
হাদীস নং: ৪৯৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৪৯৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: যেদিন আল্লাহ প্রদত্ত ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তা'আলা সাত শ্রেণীর লোককে আরশের ছায়ায় ছায়া দেবেন। তারা হল : ১. ন্যায়পরায়ণ শাসক, ২. সেই যুবক, যে আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করেছে, ৩. সেই ব্যক্তি, মসজিদের সাথে যার অন্তর থাকে সম্পৃক্ত, ৪. সেই দুই ব্যক্তি, যারা একে অন্যকে আল্লাহর উদ্দেশ্যে ভালবাসে, উভয়ে মিলিত হয় তাঁরই জন্যে এবং উভয় পৃথক হয় তাঁরই জন্যে, ৫. সেই ব্যক্তি, যাকে কোন সম্ভ্রান্ত অনিন্দ্য সুন্দরী নারী ডাকে, আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি, ৬. সেই ব্যক্তি যে সদকা করে এরপর তা গোপন করে, এমনকি তার বাম হাত জানে না, তার ডান হাত কি দান করে এবং ৭. সেই ব্যক্তি, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চোখ বেয়ে অশ্রু ঝরে।।
(হাদীসটি বুখারী ও মুসলিম এবং অপরাপর হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি বুখারী ও মুসলিম এবং অপরাপর হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
496 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول سَبْعَة يظلهم الله فِي ظله يَوْم لَا ظلّ إِلَّا ظله الإِمَام الْعَادِل والشاب نَشأ فِي عبَادَة الله عز وَجل وَرجل قلبه مُعَلّق بالمساجد ورجلان تحابا فِي الله اجْتمعَا على ذَلِك وتفرقا عَلَيْهِ وَرجل دَعَتْهُ امْرَأَة ذَات منصب وجمال فَقَالَ إِنِّي أَخَاف الله وَرجل تصدق بِصَدقَة فأخفاها حَتَّى لَا تعلم شِمَاله مَا تنْفق يَمِينه وَرجل ذكر الله خَالِيا فَفَاضَتْ عَيناهُ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
হাদীস নং: ৪৯৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৪৯৭. হযরত আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে নবী সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ তোমরা যখন কাউকে (বারবার) নিয়মিত মসজিদে আসতে দেখবে, তখন তার ঈমানের সাক্ষ্য দেবে। কেননা আল্লাহ তা'আলা বলেছেন إِنَّمَا يعمر مَسَاجِد الله من آمن بِاللَّه وَالْيَوْم الآخر যারা ঈমান আনে আল্লাহ ও পরকালের উপর, তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে।' (সূরা তাওবা, ৯:১৮)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন, শব্দমালা তাঁর। তিনি বলেন: হাদীসটি হাসান-গরীব। ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকীমও হাদীসটি বর্ণনা করেন। সবাই দাররাজ আবু সামাহ (র) থেকে আবূ হায়সাম সূত্রে হযরত আবূ সা'ঈদ (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন: এর সনদ সহীহ।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন, শব্দমালা তাঁর। তিনি বলেন: হাদীসটি হাসান-গরীব। ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকীমও হাদীসটি বর্ণনা করেন। সবাই দাররাজ আবু সামাহ (র) থেকে আবূ হায়সাম সূত্রে হযরত আবূ সা'ঈদ (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন: এর সনদ সহীহ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
497 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا رَأَيْتُمْ الرجل يعْتَاد الْمَسَاجِد فَاشْهَدُوا لَهُ بِالْإِيمَان
قَالَ الله عز وَجل {إِنَّمَا يعمر مَسَاجِد الله من آمن بِاللَّه وَالْيَوْم الآخر} التَّوْبَة 81
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم كلهم من طَرِيق دراج أبي السَّمْح عَن أبي الْهَيْثَم عَن أبي سعيد وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ الله عز وَجل {إِنَّمَا يعمر مَسَاجِد الله من آمن بِاللَّه وَالْيَوْم الآخر} التَّوْبَة 81
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم كلهم من طَرِيق دراج أبي السَّمْح عَن أبي الْهَيْثَم عَن أبي سعيد وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৪৯৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৪৯৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে নবী সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মসজিদে সালাত ও যিকরের উদ্দেশ্যে অবস্থান করে, আল্লাহ তা'আলা ততক্ষণ পর্যন্ত তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন, যেমন প্রবাসী তার প্রবাস থেকে ফিরে এলে গৃহবাসীরা তাকে পেয়ে খুশি হয়।
(ইবন আবূ শায়বা, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ের 'সহীহ' গ্রন্থে এবং হাকীম হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তে সহীহ। ইবন খুযায়মার বর্ণনায় আছে যে, তিনি বলেনঃ যখন কোন ব্যক্তি মসজিদে নিয়মিত অবস্থান করে সালাত ও যিকরের সাথে, এরপর তাকে কোন কাজ বিরত রাখে অথবা অসুস্থতা বিরত রাখে, (সুস্থ হওয়ার পর) যখন সে ফিরে আসে, তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, যেমন প্রবাসী তার প্রবাস থেকে ফিরে এলে গৃহবাসীরা তাকে পেয়ে খুশি হয়ে থাকে।
(ইবন আবূ শায়বা, ইবন মাজাহ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ের 'সহীহ' গ্রন্থে এবং হাকীম হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তে সহীহ। ইবন খুযায়মার বর্ণনায় আছে যে, তিনি বলেনঃ যখন কোন ব্যক্তি মসজিদে নিয়মিত অবস্থান করে সালাত ও যিকরের সাথে, এরপর তাকে কোন কাজ বিরত রাখে অথবা অসুস্থতা বিরত রাখে, (সুস্থ হওয়ার পর) যখন সে ফিরে আসে, তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, যেমন প্রবাসী তার প্রবাস থেকে ফিরে এলে গৃহবাসীরা তাকে পেয়ে খুশি হয়ে থাকে।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
498 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا توطن رجل الْمَسَاجِد للصَّلَاة وَالذكر إِلَّا تبشبش الله تَعَالَى إِلَيْهِ كَمَا يتبشبش أهل الْغَائِب بغائبهم إِذا قدم عَلَيْهِم
رَوَاهُ ابْن أبي شيبَة وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة قَالَ مَا من رجل كَانَ توطن الْمَسَاجِد فَشَغلهُ أَمر أَو عِلّة ثمَّ عَاد إِلَى مَا كَانَ إِلَّا يتبشبش الله إِلَيْهِ كَمَا يتبشبش أهل الْغَائِب بغائبهم إِذا قدم
رَوَاهُ ابْن أبي شيبَة وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة قَالَ مَا من رجل كَانَ توطن الْمَسَاجِد فَشَغلهُ أَمر أَو عِلّة ثمَّ عَاد إِلَى مَا كَانَ إِلَّا يتبشبش الله إِلَيْهِ كَمَا يتبشبش أهل الْغَائِب بغائبهم إِذا قدم
তাহকীক:
হাদীস নং: ৪৯৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৪৯৯. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ ছয় প্রকার মজলিসের যিম্মাদার আল্লাহ তা'আলা। মুমিন যতক্ষণ আল্লাহর কাজে থাকে, আল্লাহ ততক্ষণ তার দায়িত্ব গ্রহণ করেন। যখন সে মসজিদে জামা'আতে সালাত আদায় করে, অথবা যখন সে রোগীর সেবায় নিয়োজিত থাকে, অথবা (মৃতের) জানাযায় উপস্থিত হয়, অথবা নীরবতা অর্জনের জন্য তার ঘরে থাকে, অথবা সুবিচারক ইমামের কাছে অবস্থান করে, আর সে তাকে শ্রদ্ধা প্রদর্শন করে এবং সম্মান দেখায়, অথবা যে যুদ্ধের মাঠে উপস্থিত হয়।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে এবং বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। তবে এর নির্ভরযোগ্য সনদ নেই। হযরত মুআয (রা) থেকে সহীহ সনদে বর্ণিত হয়েছে এবং ইনশা আল্লাহ জিহাদ অধ্যায়ে এ বিষয়ে বর্ণনা আসবে।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে এবং বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। তবে এর নির্ভরযোগ্য সনদ নেই। হযরত মুআয (রা) থেকে সহীহ সনদে বর্ণিত হয়েছে এবং ইনশা আল্লাহ জিহাদ অধ্যায়ে এ বিষয়ে বর্ণনা আসবে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
499 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سِتّ مجَالِس الْمُؤمن ضَامِن على الله تَعَالَى مَا كَانَ فِي شَيْء مِنْهَا فِي مَسْجِد جمَاعَة وَعند مَرِيض أَو فِي جَنَازَة أَو فِي بَيته أَو عِنْد إِمَام مقسط يعزره ويوقره أَو فِي مشْهد جِهَاد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَزَّار وَلَيْسَ إِسْنَاده بِذَاكَ لَكِن رُوِيَ من حَدِيث معَاذ بِإِسْنَاد صَحِيح وَيَأْتِي فِي الْجِهَاد وَغَيره إِن شَاءَ الله تَعَالَى
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَزَّار وَلَيْسَ إِسْنَاده بِذَاكَ لَكِن رُوِيَ من حَدِيث معَاذ بِإِسْنَاد صَحِيح وَيَأْتِي فِي الْجِهَاد وَغَيره إِن شَاءَ الله تَعَالَى
তাহকীক:
হাদীস নং: ৫০০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ মসজিদে নিয়মিত গমনের গুরুত্ব এবং মসজিদে বসার প্রতি অনুপ্রেরণা
৫০০. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যারা আল্লাহর ঘরসমূহের রক্ষণাবেক্ষণ করে, তারা তো আল্লাহরই পরিবার।
(হাদীসটি তাবারানী 'আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী 'আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي لُزُوم الْمَسَاجِد وَالْجُلُوس فِيهَا
500 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن عمار بيُوت الله هم أهل الله عز وَجل
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক: